নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

হাসান জাকির ৭১৭১

জীবনের জন্য কাজ, জীবের জন্য ভালবাসা।

হাসান জাকির ৭১৭১ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিকথা: মাতুলালয়ের বন্ধন!

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯



আজ মায়ের বাড়ি, মামা বাড়ির গল্প বলি...............

আমার মায়েরা ৫ বোন, কিন্তু কোন ভাই নেই।
আর তাই আমার ৪ জন খালা থাকলেও কোন মামা নেই, এবং কোন মামার জোর ও নেই।
এই দুর্দিনে মামা ও মামার জোর না থাকার দুঃখটা তাই অনেক।

নানাকে আমি দেখিনি তবে ছোট বেলায় বৃদ্ধা নানীকে দেখেছি।
নানা জীবিত থাকাকালীন তার বড়ভাইয়ের এক ছেলেকে নিজের ছেলের মতই লালন-পালন করতেন এবং পরবর্তীতে তার ৪র্থ মেয়েকে সেই ভাতিজার সাথে বিয়ে দিয়ে নিজের সকল সহায় সম্পত্তি তার সেই মেয়ের নামে লিখে দিয়ে অল্প বয়সেই পরপারে পাড়ি জমিয়েছেন। সেই চাচাত মামাকে আমরা মামা বলেই ডাকতাম। তিনিও আমাদের যথেষ্ঠ আদর করতেন।

পরবর্তীতে নানীর মৃত্যু, ক্যান্সারে ভুগে খুব অল্প বয়সে সেই মামার মৃত্যূ, আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নানা বাড়ির ভিটেমাটি বিলিন হওয়ায় নানা বাড়ির আর কোন অস্তিত্ব রইল না। আড়িয়াল খাঁর সাথে বারবার যুদ্ধ করে কোন রকমে সেই খালা আর খালাত ভাইয়েরা টিকে ছিল, তবে শুনেছি তারা বর্তমানে ব্যবসা বানিজ্য করে খুব ভাল আছে। ঢাকা হতে বাড়িতে যাবার পথে ঠিক রাস্তার ধারেই এখন তাদের বাড়ি হওয়ায় মাঝেমধ্যে খুব অল্প সময়ের জন্য নেমে অসুস্থ খালার খোজ খবর নেয়া হত, সর্বশেষ গতবছর (২০১৭) ঈদুল ফিতরের ছুটিতে দেখা হয়েছিল। অবশ্য তারপরে আর গ্রামের বাড়ি যাবার সৌভাগ্যই হয়নি।

আমার মা মেজাে (২য়), সেজো (৩য়) খালার বাড়ি আমাদের বাড়ি হতে হয়ত ৫ কিলোমিটার দুরত্বেই হবে। যতদূর মনে পড়ে হয়ত ছোটবেলায় একবার মায়ের সাথে সেজো খালার বাড়িতে গিয়েছিলাম, তবে স্পষ্ট কিছু মনে নেই। সেই এলাকা দিয়ে কখনো যাবার সময় ধারণা করি হয়ত আশেপাশেই কোথাও হবে, তবে ঠিক চিনি না, চেনার চেষ্টাও করা হয় না। ইচ্ছে আছে পরবর্তীতে যথেষ্ঠ সময় নিয়ে গ্রামের বাড়ি গেলে খুজে নিব, খালার সাথে দেখা করে আসব। তবে খালা এখনও মাঝেমাঝে আমার মায়ের সাথে দেখা করতে আসে।

ছোট খালার বাড়ি বেশ দূরে, যা এখনকার হিসেবে হয়ত ২০/৩০ কিলোমিটার হবে। এলাকার নাম অনেক শুনেছি তবে খালা বাড়ি কখনো যাওয়া হয়নি। যদিও এখন সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা আমাদের এলাকার চাইতেও অনেক ভাল। ধারনা করি মাঝেমাঝে বাড়িতে যাবার সময় ছোট খালার বাড়ির আশেপাশের কোন রাস্তা দিয়েই হয়ত যাই।

আর বড় খালা!
তার বাড়ির অনেক গল্প আছে, সেটা আরেকদিন করব............


ফটো- গুগল

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

হাবিব বলেছেন: নদীরে ও নদীরে রে, তুই কেন নিঠুর-
জলের মধ্যে কিসের এত রাগ?
তোর পারের ঐ মানুষ সকল
একটু ভালো থাকতে দে-
প্লীজ আর তুই ভাঙ্গিস না।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই!
এটা কি কোন গান?

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভালোই। আত্নীয়-স্বজনের খোঁজ করার চেষ্টা করবেন

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সকলেরই তাই করা উচিৎ।
কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর, নানা কারনে তা হয়ে উঠে না।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনারা কি ঘটি, কিংবা রাজস্হান থেকে আসা লোক? ঘটিরা খালা মালার খোঁজ খবর রাখে না, আপনার খালারা কোথায় আছেন আপনি আনুমানিক জানেন, কিন্তু যাওয়া-আসা নেই, অদ্ভুত!

আমার এক খালার বাড়ী ৬ মািলে দুরে ছিল, আমি ৭ বছর বয়স থেকে হেঁটে যেতাম ২/৩ সপ্তাহ পরপর।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিভিন্ন কারনে নানা বাড়ির সাথে আমাদের যোগাযোগটা তেমন ছিলনা কখনই।
প্রথমত, মামা ছিলনা, নানা নানীর মৃত্যুর পর আর নানা বাড়ি ছিলনা, ছিল খালা বাড়ি, যেখানে তেমন কোন কমন গার্জিয়ান ছিলনা।
দ্বিতীয়ত, আমরা ছোট বেলা হতেই পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু অন্যান্য খালাত ভাই-বোনেরা সাধারণত তেমন ছিলনা। তারা কৃষিকাজের সাথে জড়িত ছিল।
তৃতীয়ত, আমার বাবার মাঝে কিছুটা তার বংশ গৌরব ছিল, অন্য খালুরা তার মানের ছিলনা। তাই তিনি খালা বাড়ি বেড়াতে যাবার ব্যাপারে তেমন আগ্রহী ছিলেন না। আর আমার বাবা ছিল আমার সব।।
চতুর্থত, ছোটবেলা হতেই আমি রাজধানী কেন্দ্রিক ও পড়ালেখায় ব্যস্ত। আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ খুব কম। অনেক নিকটাত্মীয় আমাকে চিনেনা। অন্য ভাই-বোনদের সাথে সবার যোগাযোগ আছে।
সর্বোপরি, ছোটবেলা হতেই যোগাযোগের একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে, যা আর কখনো পূরণ হয়নি, হয়ত হবেও না। তবে আমি এখন সবাইকে খুব ফিল করি।।

ধন্যবাদ চাঁদগাজী ভাই।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

আখেনাটেন বলেছেন: কয়দিন অাগে জীবনের প্রথমবারের মতো ওদিকে গিয়েছিলাম। অাড়িয়াল খাঁ, সুরেশ্বর, কীর্তিনাশার কীর্তি দেখে অাসলাম। নড়িয়ার মুলফৎগঞ্জের পদ্মার ভাঙন দেখে মন খারাপ হয়ে গিয়েছে।

নিজেদের নিকটাত্মীয়ের সাথে যোগাযোগ থাকা উচিত। এতদিন পারেন নি এখন নিশ্চয় পারবেন। পদ্মা সেতু ঐ এলাকার মানুষকে নিশ্চয় নব জীবন দান করবে।

০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
ব্যস্ততা, স্বার্থপরতা, প্রযুক্তি মানুষকে আপনজনদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে।
তবে একটাসময় সবাই আপনজনদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তখন আর সেই সুযোগ থাকে না।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সৈকত জোহা বলেছেন: মামার বাড়িতে যেতে লজ্জা লাগে। কারণ হাঁটুর বয়সী এক দূরসম্পর্কের কাজিনের সাথে মুখোমুখি হতে চাই না।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বলেন কি ভাই?
মামা বাড়িতে হাঁটুর বয়সী এক দূরসম্পর্কের কাজিন!!

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: বড় খালার গল্প শোনার অপেক্ষায় থাকলাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।
অন্য খালাদের বাড়ি না গেলেও বড় খালার বাড়িতে কয়েকবার গিয়েছি।
তাই, সেখানের কিছু গল্প আছে, পরে একসময় লিখবো।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ধন্যবাদ ভাই।
সত্যি বলতে- মামা-খালাদের বাড়ি বা মায়ের দিকের আত্মীয়দের সাথে আমাদের আত্মীক বন্ধনটা খুবই দুর্বল বা নেই বললেই চলে। তবে এখন তাদেরকে খুব ফিল করি বলেই এত বছর পর এ বিষয়ে লিখতে চাইলাম।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মামা হলো ভালোবাসার আরেক প্রতীক।

০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, অবশ্যই!
তবে তা শুধু সৌভাগ্যবানদের জন্য।
অশেষ শুভকামনা।।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার পাঁচ খালা আছেন, ভাই-বোন আছে। এটা সবার কিন্তু হয়না। সৌভাগ্যবানদেরই হয়।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তা তো অবশ্যই!
শুধু মামার ভাগ্যটা হলনা, যা এখনকার দূর্দিনে খুব দরকার!!
ধন্যবাদ।।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

শায়মা বলেছেন: ওহ এ দেখছি আমাদের কাছে তোমার খালাবাড়ির গল্প ভাইয়ামনি!!!! :)

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হা হা হা..........
খালা বাড়ির গল্প আরেকদিন বলব বলে কথা দিয়েছিলাম তবে সে সুযোগ আর হয়নি।

ধন্যবাদ ও শুভকামনা আপা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.