নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১
একটি বিনোদন স্থাপনা যদি কোন বাস টার্মিনালে নির্মিত হয়ে তবে তার করুন পরিণতি বলার বাইরে। এর জীবন্ত প্রমাণ চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন “জিয়া পার্ক” অথবা “স্বাধীনতা পার্ক” অথবা “মিনি বাংলাদেশ” যে নামেই আপনি অভিহিত করুন একে। প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক পট পরিবর্তনে এই বিনোদন পার্কের নামও পরিবর্তিত হয়েছে। এবারের চিটাগং হান্টে আমাদের দ্রষ্টব্য লিস্টে ছিল এই “মিনি বাংলাদেশ” আর তৎসংলগ্ন ঘূর্ণায়মান রেস্তোরা। সে যুগ আগে চালু হওয়া এই পর্যটন প্রকল্প তখন থেকে দেখার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ ঘটেনি। তাই এবার সুযোগ পেতে পারকি সমুদ্র সৈকত যাওয়ার পথে ঘণ্টা দুয়েক কাটিয়েছিলাম এই পার্কের প্রাঙ্গনে। ঢাকা থেকে যে কেউ রিজার্ভ মাইক্রোবাস বা প্রাইভেট কার নিয়ে বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে সকালে পারকি বীচ ঘুরে বিকেলে ফেরার পথে এই পার্কে ঘুরে বেড়িয়ে ফের রাতের বেলা ঢাকা ফিরে আসতে পারেন... চমৎকার একটি ডে লং ট্যুর হবে বৈকি!
গোটা বাংলাদেশেরই সম্মিলন রয়েছে এর মধ্যে। অর্থাৎ, ঐতিহাসিক স্থানগুলোর অবিকল নিদর্শন। চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এমন সব কাজ। মিনি বাংলাদেশে গেলে সবাই অবাক হবেন এই ভেবে যে, আরে কোথায় এলাম। আহসান মঞ্জিল, সংসদ ভবন, কার্জন হল কিংবা কান্তজিউ মন্দির কী করে চট্টগ্রামে চলে এলো! এখানেই কিন্তু শেষ নয়, এর পাশে নবাবী আমলের হাল-হকিকতে বহাল তবিয়তে দাঁড়ানো দরবার হল, সোনা মসজিদ, সেন্ট নিকোলাস চার্চ, বড় কুঠি, ছোট কুঠি, লালবাগ কেল্লা আর জাতীয় শহীদ মিনার। স্বপ্ন কল্পনার এরকম জাদুবাস্ততা অবস্থিত নগরীর এই পার্কে। দৃষ্টিনন্দন এতসব স্থাপনা একসঙ্গে থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দূরদর্শিতার অভাবে এখানে দিন দিন দর্শনার্থী কমতে শুরু করেছে। দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ সুউচ্চ রিভলবিং রেস্টুরেন্ট যান্ত্রিক ক্রটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। শিশুদের ১১টি রাইডের মধ্যে অন্যতম আকর্ষণ মনোরেল। যেটি বিশেষ ব্যবস্থায় উপর দিয়ে চালানো হয়। তবে ৬টি মনোরেলের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র একটি। ৫টি মনোরেল দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। উদ্বোধনের পর থেকে দর্শক বাড়ানোর জন্য এখানে নতুন করে আর কোনো রাইড বাড়ানো হয়নি। পূর্বে যেখানে দৈনিক ২২০০ থেকে ২৫০০ দর্শনার্থী পার্কে বেড়াতে আসত সেখানে তা কমে এখন গড়ে ২০০-তে গিয়ে ঠেকেছে। (নিউজ কার্টেসিঃ http://www.poriborton.com/post/6268/ http://www.jugantor.com/news/ ) যাই হোক, এই পার্ক বেশী বর্ণনার চেয়ে দেখার, আর তাই পত্রিকার রিপোর্টের অংশ তুলে দিয়ে আসুন চলে যাই সরাসরি ছবিতেঃ
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ফাস্টু!!! নাও খাও লাড্ডু
২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭
প্রবাসী পাঠক বলেছেন: মিনি বাংলাদেশ সম্পর্কে মনে হয় প্রথম শুনলাম। ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।
পোস্টে প্রথম লাইক।
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ভাইজান, আপনারে লাড্ডু দিলাম না... বিদেশে তো, কেম্নে পাঠাই?
৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৫
ডি মুন বলেছেন: পূর্বে যেখানে দৈনিক ২২০০ থেকে ২৫০০ দর্শনার্থী পার্কে বেড়াতে আসত সেখানে তা কমে এখন গড়ে ২০০-তে গিয়ে ঠেকেছে।
খুবই দুঃখজনক !
ছবি দেখে ভীষণ চমৎকার যায়গা বলেই মনে হচ্ছে। কিন্তু এমন একটা স্থানের উত্তরোত্তর এমন বেহাল দশা হচ্ছে জেনে খারাপ লাগল।
যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতন হবেন, এটাই প্রত্যাশা।
দারুণ পোস্ট। প্রিয়তে নিলাম ++
২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই একটি চমৎকার পর্যটন কেন্দ্র, অবহেলা আর অযত্নের চূড়ান্তে ক্ষয়ে যাচ্ছে... আগে কনকর্ড ছিল তত্ত্বাবধানে, তখন ভালোই ছিল। সিটি কর্পোরেশন দায়িত্ব নেয়ার পর থেকেই অধঃপতন শুরু।
ধন্যবাদ প্রিয় মুন, ভালো থাকা হোক সর্বদা
৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: গিয়েছিলাম একবার !
আসলেই মিনি বাংলাদেশ !
২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আসলেই মিনি বাংলাদেশ... নষ্ট হচ্ছে অবহেলায়...
ধন্যবাদ প্রিয় অভি।
৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৬
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ .........................+++++
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও ধন্যবাদ হামিদ আহসান ভাই, ভালো থাকুন সবসময়।
৬| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০
মামুন রশিদ বলেছেন: সত্যি মিনি বাংলাদেশ । এটার পাশেই আমাদের রিজিওনাল অফিস, তাই যাওয়া হয় প্রায়ই । দর্শনার্থীর সংখ্যা খুবই কম । ভেতর জোড়ায় জোড়ায় প্রেমযুগল । একা একা ঘুরে বেড়ানো কিছুটা বিব্রতকর!
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মামুন ভাইইইই...... একেবারে ঠিক কথা বলেছেন। কপোত-কপোতীদের দৌরাত্ম দেখে ঢাকার বোটানিক্যাল গার্ডেনের কথা মনে হয়েছিল। প্রতিটি স্থাপনার ছবি তুলতে দশ-পনেরো মিনিট সময় লেগেছে। ফাঁকা পাওয়া যায় না, শেষে রিকোয়েস্ট করে তাদের সরিয়ে দিয়ে ছবি তুলতে পেরেছি।
ভালো থাকা হোক সর্বদা।
৭| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬
অতঃপর জাহিদ বলেছেন: অসাধারণ কিছু ছবি।
ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা ছিল রে ভাই,কিন্তু ডিএসএল আর এর অভাবে আর হইয়ে ওঠেনি।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডিএসএলআর তো দূরের কথা, আমারতো ক্যামেরাই নাই আমি ট্যুরে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের ক্যানন পাওয়ার শট এ৩২০০ নিয়ে যাই অথবা সম্বল আমার মোবাইলের ক্ষুদে ক্যামেরা
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৮| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
মৃদুল শ্রাবন বলেছেন:
চট্টগ্রামে গিয়েছি, থেকেছি কিন্তু ঐখানে যাওয়া হয়নি। মিনি বাংলাদেশের কথা জানতাম, কিন্তু কখনো যাওয়া হয়নি। ভেতরটা যে এত সুন্দর জানতাম না। এবার গেলে আর মিস করবো না। অনেক ধন্যবাদ আপনাকে পোষ্টটির জন্য।
এটা সেমি ফটোব্লগ হল???
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ। দেখে এসে পোস্ট দিতে ভুলবেন না যেন...
হুমম, এটা সেমি ফটোব্লগ; কারন আমার মতে ফটোব্লগে শুধু ছবি থাকবে, নো লেখালেখি
৯| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা +
টাওয়ার রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা অনেক দিনের
ভালো থাকবেন ভ্রাতা
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ অপূর্ণ।
আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার। কিন্তু এর মুভমেন্ট এবং খাবার কোয়ালিটি তার সাথে অসামঞ্জস্যপূর্ণ মুল্য, রেস্টুরেন্টে যাওয়ার জন্যই ৮০ টাকা জনপ্রতি টিকেট, পরিবেশ ইত্যাদি আমাকে সম্পূর্ণ হতাশ করেছে।
১০| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ বোকা মানুষ, চট্টগ্রামের এই সুন্দর জায়গাটির ছবি প্রকাশের জন্যে। আমি থাকি চিটাগং এ। তবে দুই/তিনবারের বেশী যাইনি। ইদানিং এর মধ্যেও যাওয়া হয়নি। শহীদ মীনারের যে রংচটা অবস্থা দেখলাম, তাতে মন খারাপ হল। আমি আসল কান্তজীর মন্দির দেখিনি, তবে মিনি বাংলাদেশের ডুপ্লিকেটটির কাজ দেখেই অবাক হয়েছি- কেবল মাটি দিয়েই কি কি করে ফেলত তখনকার মানুষজন....!
আবরও ধন্যবাদ ও ভাললাগা জানাচ্ছি। শুভকামনা রইল।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কান্তাজির মন্দিরের কারুকাজ দেখে আমিও অবাক হয়েছি, সাথে সোনা মসজিদেরটাও। আসলেই মডেল ডুপ্লিকেটটিও অনন্য হয়েছে।
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
১১| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১
কলমের কালি শেষ বলেছেন: বাঙ্গালী গড়তে পারে কিন্তু পরিচর্চা জানে না যেমন স্বাধীনতা অর্জন করতে পেরেছে কিন্তু তার সঠিক মূল্যায়ন করতে পারেনি ।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এতো কঠিন কথা বুলিয়েন না বাই... বাঙ্গালী মাইন্ড খাইলে খবর আছে
১২| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন পোস্ট !!!!
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই, ভালো থাকুন সবসময়।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
আলম দীপ্র বলেছেন: পর্যটন মন্ত্রী বোমা ভাই !
দারুন !
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হুমম... পর্যটন মন্ত্রনালয়ে চা-পানের দাওয়াত রইল
১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
সুমন কর বলেছেন: এ সম্পর্কে কিছুই জানতাম না নতুন কিছু দেবার জন্য বাড়তি ধন্যবাদ।
চট্রগ্রামে গেলে দেখার ইচ্ছে থাকল।
এ ব্যাপারে সরকারের অারো দায়িত্বশীল হতে হবে।
সুন্দর সব ছবি !!!
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জাজ সাহেব
আসলে সরকার পর্যটন খাতে কি যে করে খোদাই মালুম।
ছবিতো সুন্দর হবেই... ফুডুগ্রাপারটা কেডা দেখতে হপে না!!!
১৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৯
সকাল রয় বলেছেন:
কাজের কাজ করেছেন
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কাজের কাজ কি না জানিনা... তবে অনেক দিন পর সকাল রয় ভাইকে বোকা মানুষের ব্লগে পেয়ে বোকা মানুষ খুশ হুয়া...
১৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
এহসান সাবির বলেছেন: ফাস্টু হলে লাড্ডু!!!
বিরিয়ানী কই??
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্ট করার আগে কমেন্ট করতে পারলে বিরিয়ানি খাওয়ানো হপে... আপাতত স্যাম্পল দেখেনঃ
১৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯
মামুন রশিদ বলেছেন: ও হ্যাঁ, আরো একটা ব্যাপার হয়ত খেয়াল করেছেন । ঐ পার্কে আসা যুগলরা শরীয়তসম্মত উপায়ে ডেটিং করে
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন:
১৮| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৫
জাফরুল মবীন বলেছেন: পোস্ট মনোযোগ দিয়ে পাঠ করেছি আমার লাড্ডু কই?
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লাড্ডু শুধুমাত্র অমনোযোগী ছাত্রদের জন্য প্রযোজ্য
১৯| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
এহসান সাবির বলেছেন: আইচ্ছা.... পোস্ট আসিবার পূর্বে কমেন্ট মারিব আমি, কইয়া রাখলাম...
মবীন ভাই কিচ্ছু পাইনি
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: লাড্ডু হজম কইরা মবীন ভাইরে বললেই কি হপে?
২০| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
হাসান মাহবুব বলেছেন: আপনার পোস্টগুলো অনেক ডিটেইলস এবং সমৃদ্ধ হয়। শুভকামনা।
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ হামা ভাই সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকা হোক সবসময়।
২১| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
বলেছেন: দারুন পোস্ট. !!!!
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকুন সর্বদা।
২২| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
আমি তুমি আমরা বলেছেন: ঘরের কাছের একটা স্থাপনা নিয়ে পোস্ট দিলেন। ভাল লাগল।
দূর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে নীতিনির্ধারক পর্যায়ে যারা আছেন তারা সব মাথামোটা গর্দভের দল। তাদের অদূরদর্শিতার কারনেই পর্যটন কখনো এদেশে সম্ভাবনাময় শিল্প হয়ে উঠতে পারেনি, মিনি বাংলাদেশইবা তার বাইরে থাকবে কেন?
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আমি তুমি আমরা।
দূর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে নীতিনির্ধারক পর্যায়ে যারা আছেন তারা সব মাথামোটা গর্দভের দল। তাদের অদূরদর্শিতার কারনেই পর্যটন কখনো এদেশে সম্ভাবনাময় শিল্প হয়ে উঠতে পারেনি, মিনি বাংলাদেশইবা তার বাইরে থাকবে কেন? শতভাগ সহমত।
ভালো থাকুন নিরন্তর।
২৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
সোহানী বলেছেন: আরে এতো বছর ধরে চিটাগাং এর সাথে কানেকশান অথচ এর কিছুই জানি না ???
আমরা সবাই ব্যাক্তি স্বার্থে এতো বেশী মগ্ন যে দেশের চিন্তা করবো কখন?
মন খারাপ নিয়ে আপনার পোস্ট পড়ছি......... যথারীতি ++++++++
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন খারাপ কেন দোস্ত ব্লগার? পায়ের কি অবস্থা? আশা করি সব কিছু ঠিকঠাক চলছে...
আমরা সবাই ব্যাক্তি স্বার্থে এতো বেশী মগ্ন যে দেশের চিন্তা করবো কখন? ঠিক বলেছেন। দেশতো পরে, নিজের গণ্ডি (আমি, আমার, আমরা) ছাড়া বাইরের কিছু ভাববার সময় আজ কারো নেই।
ভালো থাকা হোক সবসময়, মঙ্গল কামনায়...
২৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোস্ট অনেক পরিশ্রমসাধ্য পোস্ট। খুব ভাল লাগল। একজায়গাতে বলেছেন 'কনকর্ড যখন ছিল তখন ভাল ছিল সিটি করাপোরেশন নেয়ার পর অধঃপতন শুরু'! আসলে আমাদের দেশের সরকারী আমলারা পৃথিবীর সবচাইতে অদক্ষ দুর্ণীতিবাজ অযোগ্য, অকর্মন্য অশিক্ষিত লোভী জীব। এদের দ্বারা ভাল কিছুই হবেনা। ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী। ঠিক ধরেছেন, এখন আপনি মিনি বাংলাদেশে বেড়াতে গেলে পরে অযত্ন, অবহেলা আর পরিকল্পনাহীনতার চিত্র সর্বত্র খুঁজে পাবেন। যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবদান। অথচ পার্কে প্রবেশ মূল্য ১০০টাকা, আর ঘুরন্ত রেস্টুরেন্টে যাওয়ার জন্য আলাদ ৮০ টাকা মূল্যের টিকেট যার বিনিময়ে আপনি লিফটে করে রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছতে পারবেন
ভালো থাকা হোক সবসময়।
২৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ , খুব সুন্দর সব ছবি , লেখা ।।
পোষ্ট ভাল লেগেছে
২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপু। অনেকদিন পর আপনাকে এই বোকা মানুষের ব্লগে পেয়ে খুব ভালো লেগেছে।
ভালো থাকুন সবসময়।
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯
মনিরা সুলতানা বলেছেন: সামুর লগ ইন সমস্যা ,আমাকে বার বার ব্লগ থেকে দূরে ঠেলে দেয় ।
আমি নিজেই নিজের ব্লগে অনেক অনেক পর আসতে পারি ।
আশা করছি নিয়মিত হতে পারবো ।
শুভ কামনা
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমরাও আশা করি আপনাকে নিয়মিত পাবো আশেপাশে।
শুভকামনা
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
খাটাস বলেছেন: এদেশে মূল্যবান জিনিসের যত্ন হয় না, হয়ত বাজেট ও নাই, থাকলে ও পৌছায় না- এটা একটা দুঃখের ব্যাপার।
আপনার এই ভার্চুয়াল যত্ন টা ও অনেক ভাল লাগল।
শুভেচ্ছা ভাই বোকা মানুষ।
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই খাটাস, আসলে আমার লেভেল থেকে আমি যতটুকু পারি করে যাচ্ছি। এই কাজে আমি মানসিক তৃপ্তি পাচ্ছি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এর সাথে আপনাদের ভালো লাগা এক্সট্রা প্রাপ্তি।
ভালো থাকুন সর্বদা। শুভ কামনা রইল।
২৮| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই ভাল লাগল মিনি বাংলাদেশের গল্প!
দর্শনার্থী কমে গেলেও আমার খুউব ভাল লাগল!!
চিটাগাং গেলে অবশ্যই দেখতে যাব আমি!!
লিংক -এর জন্য অশেষ ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
এহসান সাবির বলেছেন: ফাস্টু