নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)

২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪



SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মার্চ ২০১৫ (ভ্রমণ সংকলন – মার্চ ২০১৫)

গ্রীষ্মের খরতাপে পুড়ছে চারিপাশ, এর মাঝেই নানান সামাজিক অস্থিরতা। এর মাঝে প্রিয় সামু নতুন অবয়বে যাত্রা করেছে যার সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে কিছুটা সমস্যা হল। আর তাইতো এই মাসের ভ্রমণ সংকলন সবচেয়ে দেরীতে পোস্ট করতে হল। ভ্রমণ বর্তমানে বাংলাদেশের তরুন-যুবা সমাজে এক বিশাল ক্রেজ, এর প্রতিফলন পাবেন ফেসবুকে, ব্লগে নয়। ভ্রমণকারীর দল দিন দিন ব্লগে পোস্ট করা কমিয়ে ঝুঁকছে ফেবুতে। এর পেছনের অন্তর্নিহিত কারণ অনুসন্ধান না করে আসুন আজকের ভ্রমণ সংকলন নিয়ে কথা বলি।

সামুর আর্কাইভ ধরে ধরে ভ্রমণ পোস্ট খুঁজতে গিয়ে হয়রান হতে হয়েছে এই মাসে। বেশ কিছু তারিখের আর্কাইভ অসম্পূর্ণ এসেছে। ২৪ ঘণ্টার জায়গায় হয়ত ঘণ্টা দুয়েকের পোস্ট দেখতে পেয়েছি, বাকীগুলো আর আসছে না। ব্যাপারটা প্রথমে ভেবেছিলাম ঐ সময় হয়ত ব্লগ আনরিচেবল ছিল। কিন্তু আমার পোস্ট করা দিনে যখন পোস্ট খুঁজে পেলাম না আর্কাইভে তখন বুঝতে পারলাম কোন একটা সমস্যা হচ্ছে। আর তাই প্রায় এক সপ্তাহ অপেক্ষা করলাম পোস্ট সম্পূর্ণ আপডেট নিতে। কিন্তু কোন লাভ হল না, ফলে এই মাসের সংকলন অসম্পূর্ণই রয়ে গেল। আমি সর্বসাকুল্যে ৫১টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পেয়েছি, এর বাইরে আরও কিছু পোস্ট রয়ে যেতে পারে। আমি এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারো নজরে এলে কমেন্টে লিংক দিয়ে অবহিত করতে কার্পণ্য করবেন না আশা করি।

গত বছরের জুন মাস হতে নিছক শখের বশে এই সংকলনটি করছি ব্যক্তিগত ভ্রমণ নেশা থেকে। তাই এই সংকলনের প্রতিটি বিষয় এই বোকা মানুষের ব্যাক্তিগত পছন্দ বৈ কিছু নয়। যাই হোক, গত এপ্রিল মাসে সামু ব্লগে প্রকাশিত প্রায় চার হাজারের বেশী পোস্ট হতে মাত্র ৫১টি ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্ট পাওয়া গেছে। বিগত মাস কয়েক ধরে এই সংখ্যা পড়তির দিকে, যা গত মাসে ছিল মাত্র ৩৫টি! যাক এবার কিছুটা হলেও বেড়েছে, আশা করি সব কিছু ঠিক হলে সামু ব্লগের ভ্রমণ পাগলের দল আবার বেড়িয়ে পড়বে নতুন নতুন সব ভ্রমণ আর এডভেঞ্চারে, সাথে আমাদের উপহার দিবে নতুন নতুন সব মন মাতানো ভ্রমণ বিষয়ক লেখা।

উল্লেক্ষ্য যে, গত বছরের ভ্রমণ সংকলনগুলোতে আমার নিজস্ব বিচারে করা পোস্ট নিয়ে পাঁচটি ক্যাটাগরিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট নির্বাচন করা হচ্ছিল। এগুলো ছিলঃ সেরা পাঁচ (দেশ), সেরা পাঁচ (বিদেশ), সেরা পাঁচ (ছবিব্লগ), সেরা পাঁচ (তথ্যভিত্তিক) এবং সেরা পাঁচ (অন্যরকম)। কিন্তু পোস্ট স্বল্পতার কারণে গত জানুয়ারি মাস হতে এই বিভাগভিত্তিক সেরা পাঁচ নির্বাচন বন্ধ রেখেছি। তার বদলে প্রতি মাসে থাকছে আমার নিজস্ব বিচারে প্রতি মাসের সেরা কিছু ভ্রমণ পোস্টের উপর রিভিউ। তবে আবার যখন শতাধিক পোস্ট পাওয়া যাবে, তখন আবার আগের মত সেরা পাঁচ পোস্টসহ সংকলন নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা রাখি।

আসুন শুরু করা যাক এবারের ভ্রমণ সংকলন, যা এই সংকলনের দশম সংখ্যা, SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - এপ্রিল ২০১৫ (ভ্রমণ সংকলন – এপ্রিল ২০১৫)। হ্যাঁ, প্রতিবারের মত এবারো যথারীতি প্রথমেই থাকছে পাঠকের মূল্যায়নকে মাথায় রেখে সর্বাধিক পঠিত ভ্রমণ পোস্ট নিয়ে সেরা তালিকা-

পাঠক মিথস্ক্রিয়া’র ভিত্তিতে সেরা পাঁচ ভ্রমণ পোস্ট (ক্রম বিবেচ্য)
১. হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ লিখেছেন নস্টালজিক
২. কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক
৩. বাংলাদেশের সবচেয়ে বিপদজনক চুড়া 'যোগী' সামিট প্রমাণের ১০টি উপায়।(১ম পর্ব ) লিখেছেন রাতুলবিডি৪
৪. শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা লিখেছেন মানস চোখ
৫. মুরাপাড়া জমিদার বাড়ীর আঙ্গিনায় (বাংলার জমিদার বাড়ি - পর্ব ১৭) লিখেছেন বোকা মানুষ বলতে চায়

এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব গত মাসে প্রকাশিত সেরা কিছু ভ্রমণ পোস্টের যা আমার বিবেচনায় সেরা তালিকায় স্থান করে নিয়েছে। এক্ষেত্রে আপনার বিবেচনা বা পছন্দ আমার সাথে নাও মিলতে পারে। এটা সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত পছন্দের বিবরণ। ও আরেকটি কথা, এখানে ক্রম বিবেচ্য নয়। এগুলোর বাইরে আপনার ভালো লাগা ভ্রমণ কাহিনীটির কথা মন্তব্যে জানাতে ভুলবেন না যেন।

========================================================================
পোস্ট শিরোনামঃ হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ
লিখেছেনঃ নস্টালজিক

একটি পরিপূর্ণ কলকাতা ভ্রমণ পোস্ট। ঢাকা হতে রেল যোগে কলকাতা গমন এবং কলকাতার পথে প্রান্তরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে ব্লগার নস্টালজিকের এই পোস্টের শিরোনামের ব্যতিক্রমতা আমার কাছে খুব ভালো লেগেছে... হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না... চমৎকার শিরোনাম! কলেজ স্ট্রিট, নিউমার্কেট, কফি হাউজ, প্রেসিডেন্সী কলেজ, কলেজ স্ট্রিট এর সাথে কলকাতার সংস্কৃতির মিশেলে লেখকের ঘুরে বেড়ানো, পরবর্তীতে শান্তি নিকেতন আর সেখানে বসন্ত মেলা। সবমিলে এই পোস্ট আপনার ভালো লাগতে বাধ্য। মজার ব্যাপার পাঠক মিথস্ক্রিয়ায়ও কিন্তু এই পোস্ট সর্বাধিক পঠিত হয়ে সবার উপরে আছে। তো আর দেরী কেন? না পড়ে থাকলে পড়ে ফেলুন এখনই।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ জনকপুর রাজবাড়ী - নেপাল।
লিখেছেনঃ কামরুন নাহার বীথি

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিদ্ধস্ত হয়েছে পুরো নেপাল। অনেক অনেক বিখ্যাত, ঐতিহাসিক আর জনপ্রিয় ভ্রমণ স্থান আর নিদর্শন হারিয়ে গেছে চিরতরে। কিন্তু সেইসব আজীবন অক্ষত থাকবে অনেক পর্যটকের মানসপটে আর তাদের লেখনীতে। ব্লগার কামরুন নাহার বীথি নেপালের এমনই এক নিদর্শন নিয়ে লিখেছেন এই ব্লগ পোস্টটি, "জনকপুর রাজবাড়ী – নেপাল।"। সংক্ষিপ্ত পরিসরে এই রাজবাড়ীর ইতিহাসের সাথে বর্ণনা আর গুটি কয়েক চমৎকার ছবি দিয়ে গড়া এই ভ্রমণ পোস্ট নিঃসন্দেহে আপনারও ভালো লাগবে।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা
লিখেছেনঃ মানস চোখ

একটি গোছানো, পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ এবং ছবি সম্বলিত একটি পূর্ণাঙ্গ ভ্রমণ পোস্ট হল ব্লগার মানস চোখের লেখা “শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা”। লেখার ভূমিকা আরম্ভ হয়েছে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘ড্যানি ব্যায়েল’ পরিচালিত ‘এল্যেক্স গ্যাল্যান্ড’ এর উপন্যাস অবলম্বনে বিখ্যাত ‘দি বিচ (The Beach) ’ সিনেমার গল্প দিয়ে চমৎকার সূচনা হয়েছে একটি ভ্রমণ পোস্টের, যা সত্যই ব্যতিক্রম। এই সিনেমাটি ১৯৯৯ সালে ফুকেটের ‘ফি ফি লেহ’ দ্বীপের ‘মায়া বে ’ তে শুটিং হয়েছে। আর সেই পর্যটন কেন্দ্র ভ্রমণের কাহিনী নিয়ে রচিত এই পোস্ট। অপূর্ব সব ছবি আর তার সাথে মার্জিত ছোট ছোট বিবরণ দিয়ে সাজানো পোস্টটি এক কোথায় অসাধারণ। ব্লগার মানস চোখের অন্যান্য ভ্রমণ পোস্টের মত এটাও এক কথায় অপূর্ব, আপনার মনে লোভ না ধরিয়ে পারেই না।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ প্যারিস ভ্রমণঃ একটি নির্দেশনামূলক পোস্ট প্রস্তুতিপর্ব
লিখেছেনঃ সুমন আজাদ

সাধারণত ইউরোপ ভ্রমণের কোন দিক নির্দেশনামূলক পোস্ট ব্লগে বলতে গেলে একেবারেই অপ্রতুল। ব্লগার সুমন আজাদের লেখা “প্যারিস ভ্রমণঃ একটি নির্দেশনামূলক পোস্ট প্রস্তুতিপর্ব” পোস্টটি আসলেই একটি চমৎকার ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে আপনি যদি প্যারিস ভ্রমণে যেতে চাই। একেবারে শুরু থেকে নিয়ে প্যারিসে ঘুরে বেড়ানো, সব কিছুই আলোকপাত করেছেন উনি এই পোস্টে। তাই তথ্যবহুল এই পোস্ট যে কোন ভ্রমণপ্রিয় মানুষের কাছেই ভালো লাগবে, আর যারা প্যারিস ভ্রমণে ইচ্ছুক, তাদের জন্য তো কোন কথাই নেই, অমূল্য রত্ন হিসেবে ধরা দিবে এই পোস্ট।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ ল্যাংটাং ভ্যালি ট্রেক-১
ল্যাংটাং ভ্যালি ট্রেক-২
লিখেছেনঃ দাড়ঁ কাক

ব্লগার দাড়ঁ কাক এর লেখা ল্যাংটাং ভ্যালি ট্রেক-১ এবং ২ পোস্ট দুটো বর্ণনার সাথে অসম্ভব সুন্দর সব ছবির মিশেলে এক অনন্য পোস্ট। এই ছবিগুলো দেখার লোভে আপনি অবশ্যই এই পোস্ট ঘুরে আসতে চাইবেন। আমাদের সাধারণ ভ্রমণপ্রিয় মানুষের কাছে ল্যাংটাং ভ্যালি নামটা খুবই অচেনা মনে হলেও এটা কিন্তু খুবই সুখ্যাত এক নাম যারা পাহাড় ট্রেকিং করে থাকেন তাদের কাছে। ল্যাংটাং ভ্যালি নেপাল তিব্বত সীমান্তে জনপ্রিয় ট্রেকিং রুট। এ পথে রয়েছে বেশ কটি চমৎকার ট্রেকিং ডেষ্টিনেশন, যেমন ৩৫০০ মিটার উচ্চতায় ল্যাংটাং ভিলেজ, প্রায় ৪০০০ মিটার উচ্চতায় চারিদিকে বরফের রাজ্য নিয়ে চমৎকার পাহাড়ি বসতি কিয়ানজিন গোম্পা, আছে গোসাইকুন্ড নামে্র হাই আলটিচ্যুড লেক। তো আর দেরী কেন, এখনই ঢুঁ মেরে আসুন এই পোস্টদ্বয়ে।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক
লিখেছেনঃ মুদ্রা সংগ্রাহক

ব্লগার মুদ্রা সংগ্রাহক এর কেনিয়ার কোণে কোণে সিরিজ শেষ হয়ে গেল এই মাসে। আমার অসম্ভব ভালো লাগা এই পোস্টগুলো আমি খুব মিস করব। মনকাড়া সব ছবি নিয়ে সাজানো পোস্টগুলো ছিল অসাম। এই পর্বে “আম্বোসেলী পার্ক” দিয়ে শুরু হয়ে আফ্রিকান মাসাই গ্রাম ঘুরে আসা, সাথে রয়েছে কিলিমাঞ্জারো। বেশী কথা না বলি, শুধু ছবিগুলোর দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকি। আহ কোন একদিন এই ছবিগুলো চর্মচক্ষুতে প্রত্যক্ষ করতে কার না মন চাইবে...
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) সূচনা পর্ব
লিখেছেনঃ তাহসিন মামা

ব্লগার তাহসিন মামার লেখা “দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) সূচনা পর্ব” পোস্টের টাইটেলই আপনার দৃষ্টি টেনে নিবে। লেখকের জবানীতে, “চিরচেনা বা অচেনা দৃশ্য- মেঘ জড়ানো সবুজ পাহাড়, তার ঢাল বেয়ে নেমে আসা মুক্তো দানার মতো ধবধবে সাদা বেগবান পানির ধারা। প্যাঁচালো পাহাড়ি পথের বুকে রৌদ্রছায়ার খেলা। দৃষ্টি কাড়ে পাহাড়ের পায়ের কাছের রুপোলী নদী। দক্ষ ড্রাইভার দু’হাতে স্টিয়ারিং ঘুরিয়ে পেরিয়ে যায় সঙ্কীর্ণ সর্পিল পথ, পাহাড়ি বাঁকগুলো। গায়ে এসে লাগে ফুরফুরে সতেজ হাওয়া। পাহাড়ি জনপদগুলো একে একে পিছনে ফেলে এগিয়ে চলে গাড়ি...” এমন এক স্বপ্নের খোঁজে সদলবলে বেড়িয়ে পড়া মিরিক, সান্দাকফু হয়ে দার্জিলিং এর পথে। আর সেই যাত্রার প্রথম পর্বটি লেখকের চমৎকার লেখনী, উপস্থাপনা আর সাথে মনকাড়া সব ছবি দিয়ে সাজানো পোস্ট আপনার ভালো না লেগে পারেই না।
========================================================================

========================================================================
পোস্ট শিরোনামঃ আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে (দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য
লিখেছেনঃ তুষার কাব্য

গেল শীতে ব্লগার তুষার কাব্য তিন বন্ধু নিয়ে বেড়িয়ে পরেছিলেন বান্দরবানের অপরূপা সুন্দরী অমিয়াখুম এর খোঁজে। তিন মাসে তিন কিস্তিতে এই সিরিজ চলেছে। গত এপ্রিল মাসে আমার পেয়েছি এর দ্বিতীয় পর্ব। লেখকের মজাদার ভঙ্গীতে উপস্থাপন আপনাকে এই সিরিজের সাথে থাকতে বাধ্য করবে। এই পর্বে খাঁড়া পাহাড় এর গায়ে থাকা ঝুঁকিপূর্ণ গাছে তৈরি সিঁড়ি বেয়ে নামা থেকে শুরু করে ভুল পথে হারিয়ে যাওয়া, নির্জন মানুষ শুন্য পাহাড়ে রাত্রি যাপন, গভীর রাতে পাহাড়ি গয়ালের উৎপাত সব মিলে জমাট একটা লেখা পাবেন পাঠক।
========================================================================

উৎসর্গঃ এই মাসের ভ্রমণ সংকলন উৎসর্গ প্রবাসী সকল ভাইবোনদের, যাদের ঘামে আর প্রাণে বেঁচে আছে আমাদের দেশের অর্থনীতি। সাগরে ভেসে থাকা সেইসব মানুষদের যারা অসহায় জীবন যাপন করছেন, যারা তীর ফিরে এখন আশ্রয় শিবিরে আছে আর যারা সাগরে অতল নীল জলে হারিয়ে গেছেন অথবা কোন গোপন গণকবরে প্রাণ হারিয়েছেন তাদের সকলের প্রতি রইল স্বশ্রদ্ধ সালাম। তোমাদের কাছে জাতি ঋণী, আমরা ঋণী।

প্রচ্ছদঃ বোকা মানুষ বলতে চায়

অলঙ্করণ চিত্রাবলীঃ সংশ্লিষ্ট পোস্ট হতে সংগৃহীত।

========================================================================

এপ্রিল ২০১৫’য় সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত সকল ভ্রমণ এবং ভ্রমণ সংশ্লিষ্ট পোস্টসমূহঃ

1. হেঁটে হেঁটে তেতুঁলিয়া থেকে টেকনাফ । লিখেছেন ভ্রমণ বাংলাদেশ Click This Link
2. দিল্লীর ডায়েরি-৪ঃ একটি ভেজিটেরিয়ান শাদী এবং রুপি কামানোর গল্প লিখেছেন এস কাজী Click This Link
3. তারুয়া সৈকতের বালুকাবেলায় লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
4. হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না...নস্টালজিকের ভ্রমণ ব্লগ লিখেছেন নস্টালজিক Click This Link
5. বাংলাদেশে টুরিজম স্পটগুলোর ভেতরের কিছু গল্প আছে লিখেছেন েশাভনঋ, Click This Link
6. নিঝুম অরন্যের দ্বীপ "নিঝুম দ্বীপ" ভ্রমনের বিস্তারিত তথ্য - আপডেট ২৮ - ০৩- ২০১৫ লিখেছেন জাজাবর পৃথিবী Click This Link
7. পর্যটন শিল্প বিকাশে নানামুখী তৎপরতা ও মহাপরিকল্পনা সরকারের লিখেছেন হিজবুল্লাহ আন্দালিব Click This Link
8. জনকপুর রাজবাড়ী - নেপাল। লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
9. বালির সাগরের হ্রদ লিখেছেন ফানার Click This Link
10. ভুবনেশ্বর (ভারত)-ভ্রমণ পর্ব লিখেছেন কাজী মেহেদী হাসান Click This Link
11. কে কে আমার সাথে মেলায় ঘুরতে যেতে চান? লিখেছেন পয়গম্বর Click This Link
12. ভাবা হচ্ছে পর্যটক আকর্ষণের নানা সুদূরপ্রসারী পরিকল্পনার কথা লিখেছেন রিয়াদহ্যাপি০০৭ Click This Link
13. বাংলাদেশের সবচেয়ে উচু সাত পাহাড়ের সাতকাহন :২য় সর্বোচ্চ চুড়া জ-ত্লং বা মদক মুয়াল। লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
14. মালয়েশিয়া বেড়াতে যাবেন? জেনে নিন ভিসা সম্পর্কিত প্রয়োজনীয় টিপস লিখেছেন এ অাল মাহমুদ Click This Link
15. শ্যামদেশে কয়দিনঃ পর্ব তিনঃ আন্দামান সাগরে দ্বীপ যাত্রা লিখেছেন মানস চোখ Click This Link
16. সাজেক: পোষ্টারের মত সুন্দর লিখেছেন নীল সুমন Click This Link
17. কবে যাবো পাহাড়ে, আহারে ! লিখেছেন জেসন বর্ন Click This Link
18. পর্যটন উন্নয়নে 'ট্যুরিস্ট পুলিশ' লিখেছেন তালপাতারসেপাই Click This Link
19. মুরাপাড়া জমিদার বাড়ীর আঙ্গিনায় (বাংলার জমিদার বাড়ি - পর্ব ১৭) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
20. স্বপ্ন পূরণের লক্ষে...বঙ্গবন্ধু সাফারি পার্ক লিখেছেন রাইয়ান৪৯ Click This Link
21. রমণঃ চলনবিল লিখেছেন আতিক ইশরাক ইমন Click This Link
22. ভ্রমন নিয়ে যত ব্লগ পোষ্ট......... লিখেছেন ইভেন Click This Link
23. নেপালে কাটালাম পহেলা বৈশাখ-২০৭০। লিখেছেন কামরুন নাহার বীথি Click This Link
24. আমার ভারত ভ্রমন গল্প (৩) ভেলোরের কথা.. লিখেছেন bond007 Click This Link
25. হিমছড়িতে সূর্যাস্ত ---ছবি ব্লগ লিখেছেন পাজল্‌ড ডক Click This Link
26. "আবহমান বাংলা" লিখেছেন নেবুলা মোর্শেদ Click This Link
27. প্যারিস ভ্রমণঃ একটি নির্দেশনামূলক পোস্ট প্রস্তুতিপর্ব লিখেছেন সুমন আজাদ Click This Link
28. বাংলাদেশের সর্বোচ্চ চুড়া থেকে দেখা পাহাড়গুলো লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
29. ল্যাংটাং ভ্যালি ট্রেক-১ লিখেছেন দাড়ঁ কাক Click This Link
30. খাগড়াছড়ি- মাঠের পাড়ে দুরের দেশে লিখেছেন দাড়ঁ কাক Click This Link
31. আমার ভারত ভ্রমন গল্প (শেষ) ভেলোরের কথা.. লিখেছেন bond007 Click This Link
32. কেনিয়ার কোণে কোণে (শেষ কিস্তি) লিখেছেন মুদ্রা সংগ্রাহক Click This Link
33. জাঙ্গল ট্রেকিং- রেমা-কালেঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারী লিখেছেন দাড়ঁ কাক Click This Link
34. [একটি সচেতনতা মূলক পোস্ট] অ্যাডভেঞ্চারে বিপদ - ভাওয়ালের নির্জনতায় আতংকের হাতচ্ছানি লিখেছেন ইনতিয়াজ মাহমুদ Click This Link
35. ঘন বর্ষায় দার্জিলিং ভ্রমন t কিছু পথের পাঁচালী লিখেছেন চক্চাপড়ী, Click This Link
36. বাংলাদেশ-ভারত ভ্রমণকারীদের কাছে এখন বেশ জনপ্রিয় বাহন হয়ে উঠেছে মৈত্রী ট্রেন লিখেছেন দরবেশ১ Click This Link
37. বাঘাই বিল লিখেছেন সেলিম আনোয়ার Click This Link
38. বৃহত্তর ময়মনসিং অঞ্চল সাইক্লিং Tour: Day-1: ঢাকা থেকে জামালপুর... ☺ লিখেছেন হাসিবুল ইসলাম বাপ্পী Click This Link
39. বেড়াই বাংলাদেশ এর সাথে একদিন, পহেলা বৈশাখেলিখেছেন েশাভনঋ, Click This Link
40. দ্যা ল্যান্ড অফ দ্যা ক্লাউডস (মেঘের দেশে) সূচনা পর্ব লিখেছেন তাহসিন মামা Click This Link
41. ল্যাংটাং ভ্যালি ট্রেক-২ লিখেছেন দাড়ঁ কাক Click This Link
42. লাল কাঁকড়ার দেশে লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
43. ভারত ভ্রমনের পূর্ব প্রস্তুতি ও পরবর্তী কার্যঃঃ লিখেছেন bond007 Click This Link
44. বাংলাদেশের সবচেয়ে বিপদজনক চুড়া 'যোগী' সামিট প্রমাণের ১০টি উপায়।(১ম পর্ব ) লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
45. ভারত ভ্রমনের পূর্ব প্রস্তুতি ও পরবর্তী কার্যঃঃ(২) লিখেছেন bond007 Click This Link
46. SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মার্চ ২০১৫ (ভ্রমণ সংকলন – মার্চ ২০১৫) লিখেছেন বোকা মানুষ বলতে চায় Click This Link
47. গাশেরব্রুম : বিশ্বের ১৩ তম সর্বোচ্চ পর্বত শৃংগ ! লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
48. ময়মনসিং অঞ্চল সাইক্লিং ট্যুরঃ Day-2:জামালপুর থেকে শেরপুর,লাউচাপড়া,গারো পাহাড়,গজনী,বর্ডারের জঙ্গল হয়ে দুর্গাপুর... লিখেছেন হাসিবুল ইসলাম বাপ্পী Click This Link
49. দেশের সর্বোচ্চ চুড়ায় 'বাংলাদেশী দল নিয়ে' অভিযান প্রথম পরিচালনাকারী 'খান ভাই' এর সাথে এক সকাল। লিখেছেন রাতুলবিডি৪ Click This Link
50. আমিয়াকুম,এক অনিন্দ্য সুন্দরীর খোঁজে (দ্বিতীয় পর্ব) লিখেছেন তুষার কাব্য Click This Link
51. কেওক্রাডং থেকে মদক তং বা সাকাহাফং বেশী উচু : তার ৭ টি প্রমান । লিখেছেন রাতুলবিডি৪ Click This Link

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।

২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই, এতক্ষণ এডিট করে পুরো পোস্টটা ঠিকঠাক মত সাজালাম। কিছু এরর ছিল সেগুলো ঠিক করে শেষ করলাম। প্রথম ভালোলাগা কিন্তু প্রথম ভালবাসা'র মতই ;)

২| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: নাম্বার টু। ভালোই কস্ট করতে হয় এসব সংকলনের জন্য।

২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হয়। তার উপর বেচারা ভ্রমণ খাত আজকের দিনে ব্লগে সবচেয়ে অবহেলিত সেক্টর। তাই আমার ভ্রমণ পাগল মন এই বেচারার জন্য একটু বেশী সদয়। ;) :)

ধন্যবাদ শতদ্রু একটি নদী...

৩| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:০৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: সংকল পোস্ট সাজানো বরাবরই কঠিন। আর এ বছরের প্রথম থেকেই দেখছি সংকলন পোস্টের সংখ্যা কমে গিয়েছে। আর এর মধ্যেই আপনার এই পোস্ট বেশ আনন্দদায়ক। আপনার এই কষ্টসাধ্য কাজের জন্য অনিশেষ ধন্যবাদ। সুস্থ থাকুন সব সময়।



***বোকারাও ক্ষেত্রে বিশেষ ধারন কাজ করতে পারে*** =p~ :P

২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই। বোকা মানুষ আশা করে এই সিরিজ আরও অনেক অনেক দিন ধরে করে যাবার। যদি আল্লাহ্‌ তৌফিক দান করেন। আপনারা পাশে আছেন বলেই এই কাজ করে যেতে উৎসাহ পাই। ইচ্ছা আছে আগামী মাসেরটা আগের মত ১০ তারিখে পোস্ট করার, দেখা যাক পারি কি না।

অনেক অনেক ভালো থাকুন, শুভকামনা নিরন্তর।

৪| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৩০

হাসান মাহবুব বলেছেন: আপানাদের এই পরিশ্রম এবং প্যাশনের জন্যেই সামু এখনো টিকে আছে।

২৯ শে মে, ২০১৫ রাত ১০:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ্দ হাসান মাহবুব ভাই। আমাদের সকলের পরিশ্রম আর ভালোবাসায় টিকে আছে সামু ব্লগ। যে ব্লগারটি হয়ত কোন পোস্ট করে না, এমন কি কমেন্টও করে না, ভিজিটর হিসেবে ঘুরে বেড়ায় সামুর আঙ্গিনায় তারা সকলেই এই সামু পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আর আপনাদের মত সিনিয়র ব্লগারদের ভালবাসা, উৎসাহ আর প্রেরণা আছে বলেই আমাদের এই ব্লগিয় পথচলা।

অনেক অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার, সবসময়।

৫| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৩১

জুন বলেছেন: শুভ কামনা বোকা মানুষ

২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ জুন আপু :)

৬| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫

সুমন কর বলেছেন: বরাবরের মতো চমৎকার এবং কষ্টসাধ্য পোস্ট।

স্যালুট।

২৯ শে মে, ২০১৫ রাত ১১:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বন্ধুবর, সুপ্রিয় সুমন কর। :)

৭| ২৮ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: একটা ছোট খাট ভ্রমণ বই....ধন্যবাদ ৷

৩০ শে মে, ২০১৫ রাত ১২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তা বলতে পারেন, সব কয়টা ভ্রমণ পোস্ট মিলে কোন একটা ছোট খাট ভ্রমণ বইয়ের চেয়ে কম নয়। :)

৮| ২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অসাধারণ পোস্ট।+++

৩০ শে মে, ২০১৫ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বঙ্গ রঙ্গ ভাই, কেমন আছেন? আশা করি ভাল। :)

৯| ২৮ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

তুষার কাব্য বলেছেন: আপাতত ৭ নাম্বার লাইক বাটন টা চেপে যাচ্ছি। পরে এসে পড়তে হবে পোস্ট গুলো ।

কষ্ট সাধ্য এই কাজের জন্যও এত্তগুলা ধন্যবাদ জানিয়ে যাচ্ছি :)

৩০ শে মে, ২০১৫ রাত ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লাইক বাটন চাপার জন্য ধইন্না... ;) :)

১০| ২৮ শে মে, ২০১৫ রাত ৮:৪৪

মানস চোখ বলেছেন: 'বোকা মানুষ বলতে চায়' !!!!
আমি এখন ভাবছি আপনে কি খান? আর এতো এনার্জি কই পান ভাই?
সারা মাসে আমার একটা পোস্ট পাঠাতেই খবর হয়ে যায় আর আপনি মে মাসে নিজে ১২ টা লিখেছেন, বেড়াতে বের হয়েছেন আবার ৪৯ টা লেখা পড়ে রিভিও ও করেছেন!!!!!!!!
আপনাকে সালাম!!!!!!
ভালো থাকুন, সুস্থ থাকুন ....... শুভকামনা সব সময় !!!!!
:) :) :) :)

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আরে ভাই এনার্জির কথা জিজ্ঞাসা করেন কেন? দেশে হরলিক্স, ডানো, নিডো সহ আরও কত্ত কত্ত জিনিস আছে না? ;)

আপনিও ভালও থাকুন, সুস্থ থাকুন আর আমাদের নতুন নতুন ভ্রমণ পোস্ট উপহার দিতে থাকুন। শুভকামনা রইল।

১১| ২৯ শে মে, ২০১৫ রাত ১২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি কেন এমন করে লিখতে পারলাম না :P তাই রাগ করে প্রিয়তেই তুলে রাখলাম।। ধীরে ধীরে আস্বাদন নেবো।।
"না হয় পরের মুখেই মিষ্টি খেলাম"।।
ভাল থাকবেন আর শুভেচ্ছাতো রইলোই এত কঠিন পরিশ্রম আর সময় দিয়ে আমাদের মনোরঞ্জন করার জন্য।।

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাগ করে প্রিয়তে তুলে রাখার কনসেপ্ট কিন্তু দারুন। মজাদার কমেন্টে এত্তগুলান ভালোলাগা রইল। ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার। :)

১২| ২৯ শে মে, ২০১৫ রাত ১২:৪২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩০ শে মে, ২০১৫ বিকাল ৪:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনাকেও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জেন রসি।

১৩| ২৯ শে মে, ২০১৫ রাত ২:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: আপনার ভালো লাগা পোস্টগুলোর উপর ছোট্ট করে দেয়া রিভিউগুলো পোস্টের মান অনেক উঁচুতে নিয়ে গেছে। শুধুমাত্র লিংক দিয়েও সংকলন পোস্ট করা যায়। কিন্তু মানসম্পন্ন সংকলন করতে ঠিক আপনার মত করেই করতে হয়। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইল ভাই।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই মন্তব্যের প্রতিত্তরে কি বলব? এত্ত এত্ত ভালো লাগা। এরকম পাঠকের প্রেরণাতেই কিন্তু এই ভ্রমন সংকলন আগামী সংখ্যায় এক বছর পূর্ণ করতে যাচ্ছে। :)

অনেক অনেক শুভকামনা প্রিয় প্রবাসী পাঠক ভাই। আপনার বুঝি আরেকটা নিক ওপেন করেছেন? প্র পা

১৪| ২৯ শে মে, ২০১৫ রাত ৩:২৩

ক্যপ্রিসিয়াস বলেছেন: সামুতে যে কারনে মাঝে মাঝে ঢু মারা হয় তার মধ্যে অন্যতম একটি কারন আপনার এই সংকলন পড়া। ভাল লাগা ও ধন্যবাদ জানবেন।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি জানি প্রিয় ব্লগার ক্যপ্রিসিয়াস, আপনাদের মত কিছু মানুষের জন্যই তো এই সংকলন চালিয়ে যাওয়া। কিন্তু আমি আপনার উপর রাগ করে আছি। কতদিন হল কোন ভ্রমণ পোস্ট পাই না, নিজের না হোক, ইনফো বেইজড ট্র্যাভেল পোস্টও তো দেয়া যায়, তাই না? অপেক্ষায় রইলাম আপনার পোস্টের।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৫| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৭

জানা বলেছেন:

অনেক শ্রমসাধ্য পোস্টটির জন্য অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

প্রিয়তে রাখলাম।

৩০ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানা আপু। আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগছে।

অনেক শুভকামনা রইল আপনার জন্য।

১৬| ২৯ শে মে, ২০১৫ দুপুর ২:৩১

মাহমুদ০০৭ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপানাদের এই পরিশ্রম এবং প্যাশনের জন্যেই সামু এখনো টিকে আছে।
প্রবাসী পাঠক বলেছেন: আপনার ভালো লাগা পোস্টগুলোর উপর ছোট্ট করে দেয়া রিভিউগুলো পোস্টের মান অনেক উঁচুতে নিয়ে গেছে। শুধুমাত্র লিংক দিয়েও সংকলন পোস্ট করা যায়। কিন্তু মানসম্পন্ন সংকলন করতে ঠিক আপনার মত করেই করতে হয়। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইল ভাই।
আমার কথাও তাই ।
প্রিয়তে নিয়ে গেলাম ।
ভালো থাকুন প্রিয় বোকা মানুষ ভাই ।

৩১ শে মে, ২০১৫ রাত ১২:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মাহমুদ০০৭ ভাই। আপনি, আমি, আমরা সবাই আছি বলেই সামু একটা পরিবার তাই না? আমাদের সবারই মিলিত প্রয়াসে এই ব্লগ কমিউনিটি। আপনাদের গল্প সংকলনটা আবার শুরু করা দরকার। আপনি আর ডি মুন কিন্তু ভালই চালিয়েছিলেন মামুন ভাইয়ের পর। স্বপ্নবাজ অভি'র কবিতা সংকলন শেষ দীপ্র কয়েকটা সংখ্যা করেছিল। সবাই নিজের ব্যস্ততা কাটিয়ে আবার শুরু করবে সেই সংকলনগুলো... এখনো বিশ্বাস করি, এখনো স্বপ্ন দেখি। অপূর্ণ রায়হান ফিরে আসবে প্রতি মাসের সামু সমগ্র নিয়ে...। গল্প সংকলন, কবিতা সংকলন, ভ্রমণ সংকলন, মুভি রিভিউ সংকলন, বুক রিভিউ সংকলন এরকম সব কয়টা সংকলন দিয়ে আমরা মাতিয়ে রাখবো সামু'র আঙ্গিনা, এখনো বিশ্বাস করি।

অপেক্ষায় রইলাম মাহমুদ ভাই।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।

১৭| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল আছি ভাই। আপনি কেমন আছেন?

৩১ শে মে, ২০১৫ রাত ১২:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমিও ভালো আছি ভাই। আপনাদের দেখা পেলে বড় ভালো লাগে।

অনেক অনেক ভালো থাকুন সব সময়, শুভকামনা রইল। :)

১৮| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:৫১

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ । তবে ভ্রমণ পোস্ট স্বল্পতার কথা শুনে এবং ব্লগবিমুখতার কথা শুনে খারাপ লাগলো ।

আপনার এই ক্রমাগত চলতে থাকা সংকলন ফিরিয়ে আনুক তাদেরকে । এখনতো আগের মত তেমন সংকলণ আসে না । একমাত্র আপনিই প্রতিমাসে একটা পরিপূর্ণ সংকলণ পোস্ট দিয়ে যাচ্ছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৩১ শে মে, ২০১৫ রাত ১:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ। আসলে ভ্রমণ পোস্ট কমে যাওয়াটা আসলেই কষ্টকর। আগে যেখানে শতাধিক ভ্রমণ পোস্ট পেতাম, মাত্র সাত-আট মাসের মাঝে পঞ্চাশেরও নীচে নেমে এসেছে। :(

প্রচণ্ড ইচ্ছা আছে এই সংকলন শত ব্যস্ততার মাঝেও নিয়মিত করে যাওয়ার, বাকীটা আল্লাহ্‌র ইচ্ছা।

সবসময়ের মত পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল। ভালো থাকুন সবসময়, এই কামনায়...

১৯| ৩১ শে মে, ২০১৫ রাত ১২:২২

প্রবাসী পাঠক বলেছেন: হ্যা ভাই, প্রপা নামে একটা আইডি আছে আমার। কিন্তু ঐটা ব্যবহার করা হয় না।

৩১ শে মে, ২০১৫ রাত ২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হঠাৎ সেদিন চোখে পড়ল, তাই বললাম। মনে আছে নিশ্চয়ই একবার বলেছিলাম, প্রবাসী ভাবুক নিকটা আপনার কি না? একই স্টাইলের প্রো-পিক দেখে... হা হা হা... সামুতে একটা সময় ছিল যখন দেখতাম মাল্টি ধরার যুদ্ধ হত, কোথায় গেল সেই সব ক্যাচালের দিন!!! ;) আপনি কিন্তু আবার বইলেন না, আমি ক্যাচাল সৃষ্টির চেষ্টা করছি :P

=p~ =p~ =p~

২০| ৩১ শে মে, ২০১৫ রাত ৩:৪৭

প্রবাসী পাঠক বলেছেন: প্রবাসী ভাবুক নিকটা আমার না। আমি প্রপা নিকটা যখন বানাই তখন ফেসবুকে ঘোষণা দিয়েই বানিয়েছিলাম। লুকিয়ে লুকিয়ে মাল্টি ইউজ করার জন্য না। মূলত ঐ নিকটা নিয়েছিলাম যদি মূল নিক কমেন্ট সংকটে ভুগে তাহলে নিজেই নিজের কমেন্ট করব B-) । তবে এখনো মূল নিকে আশংকাজনক হারে কমেন্ট কমে নাই তাই আর মাল্টি ব্যবহার করা হয় না। ;)

অনেকদিন হয় ক্যাচাল করি না, আসেন আপনি আর আমি ক্যাচাল শুরু করি। আমরা আমারাই তো নু ফ্রব্লেম। =p~

০১ লা জুন, ২০১৫ বিকাল ৫:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঠিক আছে আসেন ক্যাচাল করি। ;)

আপ্নে অনেকদিন কোন পোস্ট দেন না, একটা ক্যাচাল পোস্ট দেন। আমরা সেখানে গিয়ে ক্যাচাল করি।
=p~ =p~ =p~ =p~

২১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার এই কষ্টসাধ্য কাজের জন্য অনিঃশেষ ধন্যবাদ। সুস্থ থাকুসুন্দর থাকুন সব সময়।
আপনার সংকলনে স্থান পাওয়া সকল লেখকদের অভিনন্দন!!!
আপনার এই কষ্টসাধ্য কাজের জন্য অনিঃশেষ ধন্যবাদ। সুস্থ থাকুসুন্দর থাকুন সব সময়।
আপনার সংকলনে স্থান পাওয়া সকল লেখকদের আমার আন্তরিক অভিনন্দন!!!

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার বীথি, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

আর ফুলেল মন্তব্যে ভালোলাগা।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২২| ০১ লা জুন, ২০১৫ রাত ৮:৪২

নস্টালজিক বলেছেন: চমৎকার উদ্যোগ, বোকা মানুষ। ভ্রমণ পিয়াসী ব্লগারদের আনন্দদায়ক আস্বাদন হবে এইসব ভ্রমণ ব্লগের এক সুতোয় বাঁধা পড়ায়।

শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর।

০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাই নস্টালজিক। আপনাদের কাছে থেকে আরও বেশী বেশী ভ্রমণ পোস্ট চাই। আর তখনই সার্থক হবে এই প্রচেষ্টা। ভ্রমণ পোস্টের অপেক্ষায় রইলাম।

ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।

২৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৫

রূপা কর বলেছেন: সোজা প্রিয়তে :)

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রূপা কর, বোকা মানুষের ব্লগে স্বাগতম।

ভালো থাকুন সবসময়।

২৪| ১০ ই জুন, ২০১৫ রাত ১১:০৪

এহসান সাবির বলেছেন: আমি একটা ভ্রমন পোস্ট দেবো কিছু দিনের মধ্যে।

শুভেচ্ছা।

১২ ই জুন, ২০১৫ রাত ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাই নাকি? অপেক্ষায় রইলাম। সাবির ভাই হলেন একমাত্র মানুষ, যিনি আগাম নোটিশ দিয়ে ভ্রমণ পোস্ট দেন। :) লাইক ইট... তবে আপনি যে দীর্ঘ ছুটি নিলেন, একটা পোস্টে কি হবে? একাধিক পোস্ট আশা করি। আর পিঠা'র দাওয়াত দিয়া পালিয়ে গেলে তো চলবে না। যাক শীত শেষ হয়ে গ্রীষ্ম পেড়িয়ে বর্ষা উঁকি দিয়েছে। তো পিঠা বাদ দিয়ে কিছু আম-জাম-কাঁঠাল-লিচু খাওয়াতে পারেন।

২৫| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৫:০৭

মোঃমোজাম হক বলেছেন: হাহাহা নিজের সংকলন পোষ্টকেউ তালিকাবদ্ধ করেছেন !

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৩:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ মোঃমোজাম হক ভাই, ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.