নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা মানুষের কথায় কিই বা আসে যায়

বোকা মানুষ বলতে চায়

আমি একজন বোকা মানব, সবাই বলে আমার মাথায় কোন ঘিলু নাই। আমি কিছু বলতে নিলেই সবাই থামিয়ে দিয়ে বলে, এই গাধা চুপ কর! তাই আমি ব্লগের সাহায্যে কিছু বলতে চাই। সামু পরিবারে আমার রোল নাম্বারঃ ১৩৩৩৮১

বোকা মানুষ বলতে চায় › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীরি খানাপিনা (কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬



আগের পর্বঃ কাশ্মীরে কেনাকাটা (কাশ্মীর এক্সটেন্ড টু দিল্লী-সিমলা-মানালিঃ ভারত ভ্রমণ ২০১৫)

কাশ্মীর শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভূস্বর্গ নয়, খানাপিনায়’ও ভুবনখ্যাত। কাশ্মীরি নানান খাদ্যের পদ মুখে দিলে আপনি হারিয়ে যাবেন অন্য আরেক স্বর্গে, রসনাবিলাসের অপার সাগরে। আর যদি আমার মত পেটুক এবং ভোজনবিলাসী হন, তাহলে তো কোন কথাই নেই। আমার খুব ইচ্ছে ছিল কাশ্মীরে কাটানো এক সপ্তাহে চুটিয়ে ভোগ করব কাশ্মীরি খাবার এবং পানীয়। কিন্তু নানান পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে গিয়ে অনেকটা সুযোগ হাতছাড়া হয়েছে। তারপরও জনপ্রিয় এবং নামকরা পদগুলো একবারের জন্য হলেও চেখে দেখছি।

আমাদের খাবারে লিস্টে ছিলঃ

কাশ্মীরি খাদ্য (ডিশ)
১। ওয়াজওয়ান
২। গুস্তাবা
৩। রিশতা
৪। রোগানজোশ
৫। তাবাকমাজ
৬। কাশ্মীরি বিরিয়ানি
৭। কাশ্মীরি চিকেন
৮। কাশ্মীরি মাটন কারী
৯) কাশ্মীরি মিক্সড ভেজিটেবল

ডেজার্ট
১। সুফতা

বেকারিজ আইটেম
১। নানখাতাই
২। কাকচা
৩। কুলচা
৪। ফ্রুটকেক
৫। কুকিজ

পানীয়
১। কাহওয়া
২। আপেল জুস

আসুন প্রথমে দেখে নেই সেই সব খাবারের ছবিঃ

















































এবার নিশ্চয়ই মেনু দেখার ইচ্ছে রইবে? তবে আর দেরী কেন? আসুন দেখে নেই ইউটিউবে।

***কাশ্মীরি খাদ্য (ডিশ)***

১) গুস্তাবা
গুস্তাবা মূলত খাসীর মাংসের কোপ্তা বা মিটবল যা দই এবং বিভিন্ন মশলার সমন্বয়ে তৈরি ঝোলের সাথে রান্না করে পরিবেশন করা হয়। এটি তৈরি করতে যে যে উপকরণ ব্যবহার করা হয়ঃ (১)ভেড়ার মাংস, (২) লবন, (৩) মৌরি গুঁড়ো, (৪) জিরা পাউডার, (৫) আস্ত জিরা, (৬) দারুচিনি পেস্ট, (৭) এলাচ গুঁড়ো, (৮) আস্ত এলাচ, (৯) লং গুঁড়ো, (১০) তেজপাতা, (১১) মাষ্টার্ড অয়েল, (১২) ঘি, (১৩) ধনে গুঁড়ো, (১৪) মেথি পেস্ট, (১৫) ডিম, (১৬) দই।


২) রিশতা
রিশতা আর গুস্তাবা’র মধ্যে মৌলিক পার্থক্য হল, গুস্তাবায় যেখানে খাসীর মাংস দিয়ে তৈরি কোপ্তাগুলো রান্না করা হয় দই এবং মশলার ঝোলে, সেখানে রিশতা রান্না করা হয় লাল মরিচের ঝাল ঝোলে। রিশতা রান্নার জন্য যে যে উপকরণ ব্যবহৃত হয়ঃ (১) ভেড়ার মাংস, (২) মাষ্টার্ড অয়েল, (৩) কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো, (৪) আদা বাটা, (৫) রসুন বাটা, (৬) এলাচ গুঁড়ো, (৭) দারুচিনি গুঁড়ো, (৮) আস্ত দারুচিনি-এলাচ, (৯) জিরা, (১০) তেজপাতা, (১১) মেথি, (১২) পেয়াজ কুচি, (১৩) জাফরান, (১৪) ঘি।


৩) রোগানজোশ
রোগানজোশ আরেকটি ভেড়ার মাংসের কারি আইটেম যা মূলত পার্সিয়ান অরিজিন হতে আগত। পার্সিয়ান শব্দ রোগান অর্থ তেল এবং জোশ অর্থ তীব্র তাপ, যার অর্থ দাড়ায় তীব্র তাপে উত্তপ্ত তেলে রান্না করা মাংস। রোগানজোশ এর উপকরণগুলো হলঃ (১) ভেড়ার মাংস, (২) মাষ্টার্ড অয়েল, (৩) ঘি, (৪) দই, (৫) হিং, (৬) জিরা, (৭) লং, (৮) তেজপাতা, (৯) কাশ্মীরি লাল মরিচ পেস্ট, (১০) মৌরি, (১১) আদা, (১২) লবন, (১৩) দারুচিনি, (১৪) এলাচ।


৪) তাবাকমাজ
এটা মূলত একটি কাবাব জাতীয় পদ। কেউ কেউ এটা দুধ দিয়ে, কেউ বা দই দিয়েও রান্না করে থাকে। সকল মসলা মাখিয়ে মেরিনেট করে রেখে দেয়া হয় মাংসকে। পরে এটাকে প্যানে ফ্রাই করা হয়। তাবাকমাজ রান্না করতে যে যে উপকরণ প্রয়োজন তা হলঃ (১) মাংস (গরু, খাসী, ভেড়া) (চাপ হলে ভাল হয়), (২) দই, (৩) মৌরি, (৪) আদা, (৫) হলুদ, (৬) মরিচ, (৭) এলাচ, (৮) দারুচিনি, (৯) হিং, (১০) ধনেপাতা।


৫) কাশ্মীরি বিরিয়ানি
কাশ্মীরি বিরিয়ানি আমাদের দেশে প্রচলিত বিরিয়ানির মতই, তবে এতে জাফরান, কাজুবাদাম এবং আরও কিছু বিশেষ মসলার ব্যবহার দেখা যায়। স্বাদে অতুলনীয় এই বিরিয়ানি কিছুটা শুকনো ভাঁজা ভাঁজা স্বাদের হয়। এই বিরিয়ানি তৈরিতে যে যে উপকরণ লাগেঃ (১) বাসমতি সুগন্ধি চাল, (২) যে মাংস দিয়ে রাঁধতে চান (ভেজিটেবল দিয়েও রান্না করা যায়), (৩) কাজু বাদাম, (৪) পেস্তা বাদাম, (৫) কাঁচামরিচ, (৬) লবন, (৭) গরম মসলা (স্বাদের উপর নির্ভর করে পদ ও পরিমাণ), (৮) লালমরিচ গুঁড়ো, (৯) দই, (১০) লেবুর রস, (১১) টমেটো কুচি, (১২) দুধ, (১৩) ঘি, (১৪) তেল।


৬) কাশ্মীরি চিকেন
ঝাল-মিষ্টি-ক্রিমি স্বাদের “কাশ্মীরি চিকেন কারি” তথা “কাশ্মীরি মোরগ মাসালা” কাশ্মীরের অন্যতম বিখ্যাত একটি পদ। পেয়াজ-টমেটো এর সাথে বিখ্যাত কাশ্মীরি ড্রাইফ্রুট দিয়ে রান্না করা এই চিকেন কারি’র তুলনা সে নিজেই। যে যে উপকরণ সাধারণত ব্যবহার করা হয়ঃ (১) মুরগীর মাংস, (২) দুধ, (৩) দই, (৪) পেয়াজ, (৫) টমেটো, (৬) ঘি, (৭) আদা, (৮) রসুন, (৯) লালমরিচ গুঁড়ো, (১০) হলুদ, (১১) গরম মসলা, (১২) কাজু বাদাম, (১৩) পেস্তাবাদাম, (১৪) কিসমিস।


৭) কাশ্মীরি মাটন কারী
দুধ, ক্রিম এবং নানান সুস্বাদু মশলা দিয়ে রান্না করা কাশ্মীরি মাটন কারি আপনার জিভে জল না এনে পারেই না। কাশ্মীরে বহুল প্রচলিত এবং জনপ্রিয় ডিশ হল এই মাটন কারি। এটি রান্নায় যে সকল উপাদান সাধারণত ব্যবহার করা হয়ঃ (১) মাটন, (২) কাঁচামরিচ কুচি, (৩) আদা কুচি, (৪) রসুন কুচি, (৫) মৌরি, (৬) এলাচ, (৭) দারুচিনি, (৮) দুধ, (৯) দই, (১০) মধু, (১১) মাখন, (১২) তাজা ক্রিম, (১৩) লবন, (১৪) বিশেষ কিছু মশলা।


৮) ওয়াজওয়ান
কাশ্মীর বেড়াতে যাবেন, অথচ ওয়াজওয়ান চেখে দেখবেন না, এটা কোন কথা হল। জনপ্রিয় এই ডিশ মূলত অনেকগুলো সুস্বাদু, মজাদার এবং জনপ্রিয় আইটেমের সঙ্কলন বলা যেতে পারে। ‘ওয়াজওয়ান’ মূলত একটা কমপ্লিট মিল প্যাকেজ, রাইস-ফ্রাই-কারি সব কাশ্মীরি আইটেম। রাইস, লাব্বি কাবাব (শিককাবাব বিশেষ), তাবাকমাজ (খাসীর চাপ এর ফ্রাই), ওয়াযা চিকেন (বিশেষ চিকেন ফ্রাই), রিশতা (কোপ্তা বিশেষের কারি), গোশ্ততাব (এটা হল কোপ্তা জাতীয় কোরমা কারি), রোগান জোশ প্রভৃতি আইটেম নিয়ে এই ওয়াজওয়ান ডিশ তৈরি হয়।



***ডেজার্ট***

১) সুফতা


২) কাশ্মীরি ফিরনি



***বেকারিজ আইটেম***

১) নানখাতাই


২) কুলচা


৩) কুকিজ



***পানীয়***

১) কাশ্মীরি শের চায়ে অথবা নুন চায়ে


২) কাহওয়া

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের এখানে একটা কাশ্মীরি বিরিয়ানির দোকান আছে। মাঝে মাঝেই খাই। স্বাদ চমৎকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই, আমি তো পুরাতন ঢাকার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। অন্য যেই বিরিয়ানি খাই ভাল লাগে না। তবে কাশ্মীরি বিরিয়ানি আসলেই অনেক মজাদার এবং সুস্বাদু। আমি এটার ফ্যান হয়ে গেছি ভাই। তবে দিল্লীর কারিম'স এর বিরিয়ানি একটা অখ্যাদ্য, জঘন্য স্বাদ। :(

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: হায়রে খাওন রে--- দেইখাই শান্তি খাইতে যে আরো কত কি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, শান্তি আর শান্তি!!!! ;)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: দেখেই খেতে ইচ্ছা করছে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ রাখাল ভ্রাতা। আমার তো প্রতিবার ছবিগুলো দেখলেই খেতে ইচ্ছে করে। বুঝেন আমার কতো কষ্ট? :(

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

তানজির খান বলেছেন: ক্ষুধা লেগে গেছে দেখে......

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে! ভাইটি আমার। খেতে দিতে পারি নাই বলে দুঃখিত। :)

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

সুমন কর বলেছেন: বন্ধু, দুপুরবেলা এ সময়, এসব দেখলে ক্ষিদে কেমন লাগে, বুঝো !!!! উহু, ক্ষিদে বেড়ে গেল ..... !:#P

পোস্ট টইটুম্বর হয়েছে। যখন লাগবে তখন এসে ভিডিও দেখে নেবো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও প্রতিবার মন্তব্যের প্রতিত্তর করেতে ঢুকে ক্ষুধা পেয়ে যাচ্ছে যে :P

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: ওহ, দারুন স্বাদের পোষ্ট এটি!!! সরাসরি প্রিয়তে ------- :) :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ বীথি আপু। :)

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

বনমহুয়া বলেছেন: কাশ্মিরীরা খাইতে এত লাইক করে! মাগো

ছবি দেখে তো বিপদে পড়লাম। পেজ তো নড়েই না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা, কাশ্মীরিদের সাথে পুরাতন ঢাকার আদি বাসিন্দা "ঢাকাইয়া"দের খাবার সৌখিনতার অনেক মিল আছে। উভয়ই ভোজন রসিক।

আমি তো গত চার মাস ধরেই বিপদে আছি, কি যে খেয়ে আসলাম!!! খালি মনে পড়ে যায়। :P

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: দারুন 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-| 8-|

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :)

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

প্লাবন২০০৩ বলেছেন: ওফ্‌, জিভে যে জল এসে গেল, কি করি এখন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চোখ বন্ধ করে রাখেন প্লাবন ভাই। ;)

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

লালপরী বলেছেন: জিভে জল আসা সব খাবার দাবার :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হায় হায়!!!! পরীদের জিভেও দেখি জল আসে!!!!!!!!!!!! :-*

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

গেম চেঞ্জার বলেছেন: সিরাম পোস্ট। পোসট প্রিয়তে চালান করে দিলাম। অবাক হলাম, এত ভাল পোস্টে অন্য ব্লগারদের এত কম অংশগ্রহণ দেখে।
(+)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হা হা হা... বোকা মানুষ কিছু বলতে চায় না। এই পোস্ট কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা এবং বাজেট (একটি অপূর্ণাঙ্গ পোস্ট ;) :P ) দেখে কি বলবেন?

বুঝতে হবে মাষ্টার মশাই, বুঝতে হবে। ;)

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:




ওরে পোস্ট কাহাকে বলে !!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তোমরা যে বল সখা
দিবস রজনী
পোস্ট কাহাকে বলে?
একি কেবলি ****** নয়
জিজ্ঞাসিতে লাগে যে ভয়। ;) :P

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

সোহানী বলেছেন: এ সবের মানে কি... মাইনাস বাটনটা যেন কোথায় !!!!!!!!!!! এমনিতে ম্যাকডোনাল্ডের আধা কাচাঁ খাওয়া খেতে খেতে জীবন যায় তারউপর যদি এমন খাবারের ছবি দেখি তাইলে কি অবস্থা দাড়াঁয়..........

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার এই দুরবস্থার কথা বিবেচনা করেই তো ইউটিউব লিঙ্কযুক্ত করা হয়েছে। গোপন সূত্রে আমরা অবগত হয়েছি যে, আপনি বৈদেশে গিয়ে জাঙ্ক ফুড আর অলস অবসরের দরুন রুগ্ন হয়ে গেছেন। তাই আপনার উপকারার্থে এই আয়োজন ;) :P

=p~ =p~ =p~

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ ভাইজান। কিন্তু কথা হইল, বালুবাসা দিবসের কিছু জানাইবেন না ;) :P

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

পুলহ বলেছেন: "জোশ অর্থ তীব্র তাপ..."- আমরাও কি এই এক্সট্রিম অর্থেই জোশ শব্দটা বাংলা ভাষায় ব্যবহার করি কি না কে জানে!!
তথ্যবহুল এবং ক্ষুধা উদ্রেককারী পোস্ট :)
শুভকামনা বোমা ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জোশ কমেন্ট করেছেন ভ্রাতা ;)

সবাইকে ক্ষুধার্ত করে দেয়া এই পোস্ট এর বিচার চাই। :P

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: লোভনীয় পোস্ট। :)

এতো খাবার!! সিলেকশনে প্রব্লেম হয়ে যাচ্ছে। =p~

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সিলেকশনে তো প্রব্লেম হবেই, রাজপুত্র বলে কথা!!!! বলুন, জাঁহাপনা কোন কোন পদ আপনার সেবায় পেশ করা হবে? :P

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অশ্রুত প্রহর বলেছেন: কি পোষ্ট করলেন ভাই। জিভে জল চলে এল যে। :P :>

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহহারে... আমার পোস্ট তো জলে জলময় হয়ে গেল যে!!!! =p~

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: বোকা মানুষ বলতে চায় ,




উপরের সকল সহব্লগারদের মন্তব্যের পরে আমার আর বলার রইলোনা কিছু ।
শুধু বলি , গৃহিনীদের জন্যে দারুন, সংরক্ষন যোগ্য । ইউটিউবের ভিডিও পোষ্টটিকে ভিন্নমাত্রা দিয়েছে নিঃসন্দেহে ।

ফাগুনের আগুন শুভেচ্ছা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। বসন্ত বাতাস খেলা করুক সর্বদা আপনার জীবন উঠোন জুড়ে। ভালো থাকুন সবসময়।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮

সারাফাত রাজ বলেছেন: আমি গুস্তাবা নাকি রিশতা অথবা এ দুটোই খাইছি। ক্যামন যেন বিটকেলে গন্ধ ! অবশ্য আমি খাইছি ছোট-খাটো হোটেলে।


তবে আমার কাছে মনে হইছে কাশ্মিরীরা মিষ্টি খেতে পছন্দ করে না।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটি মানুষের স্বাদ, পছন্দ, রুচিতে রয়েছে স্বাতন্ত্র্য, তাই ভিন্ন উপলব্ধি হওয়াটা স্বাভাবিক। ভারতে গরুর মাংস নিষিদ্ধ বলে খাসীর মাংসে সব তৈরি হয়, আর খাসী/ভেড়া'র মাংসে একটু গন্ধ হয়। এ কারণে অনেকেই কিন্তু খাসীর মাংস খায় না। আর মিষ্টি'র ব্যাপারে বলল্ব, আমি দেখেছি মোঘল দরবার রেস্টুরেন্ট নানান পদের কনফেকশনারি আইটেমের সাথে মিষ্টি আইটেমও ছিল। আসলে আমাদের এক সপ্তাহের টাইট শিডিউলে সাইট সিয়িং করে শেষ, লোকাচার আর জীবনযাত্রা পর্যবেক্ষণ করার প্ল্যান বা সুযোগ কোনটাই ছিল না।

ধন্যবাদ, পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

ঘাসফুল বলেছেন: এইরকম লেখা লেখলে, পাগলেও আপনারে বোকা মানুষ বলবে না!
+++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এইটা সত্য কথা। কারণ, এক পাগলে আরেক পাগল'রে পাগল (পড়ুন বোকা ;) ) বলবে না কক্ষনো। =p~

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই সেরেছে।
আমার পছন্দ শুনলে ঘাবড়ে যাবেন।

ধোঁয়া ওঠা গরম ভাত। পেয়াজ আর শুকনো ঝাল দিয়ে আলু ভর্তা। আর ডাল। :) সাথে একটা ডিমভাজি হলে অসাম হয়। :`>

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রাজপুত্রের দেখি গরীব রোগ হইছে!!!

মজার গল্প বলি। কাশ্মীর ট্রিপে আমরা একটা প্রতিষ্ঠিত এজেন্টের মাধ্যমে সব হোটেল আর ট্রান্সপোর্ট বুকিং করেছিলাম। যেদিন
"ডাল লেক" এর হাউজবোটে ছিলাম, সেদিন আমার দুই সফরসঙ্গী আমায় এসে ধরল। তাদের বক্তব্য, দেখেন ভাই এই ভারতীয় আর কাশ্মীরি বুফে খাবার দাবার এর আমাদের দরকার নাই। হোটেলের এদের বলেন, আমাদের চারটা ভাত, আলুভর্তা, ডিম ভাজা আর মসুরের ডাল দিতে। আমি আর কি বলি, দৈনিক জনপ্রতি প্রায় পাঁচশত রুপী প্রদান করা আছে খাওয়া বাবদ। আমি বললাম, "দেখেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে। উনারা যদি দিতে পারেন, তাহলে যার যার নিজ খরচে কিনে খান"। উনাদের আবদার শুনে হাউজবোটের মালিক তো ভিরমি খায় অবস্থা। উল্লেখ্য, হাউজবোট'টি ২০১৪ সালের এ্যাওয়ার্ড উইনার ছিল। তার বছর দুয়েক আগে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং শ্রীনগর সফরে এসে এই হাউজবোটে ছিলেন।

রাজপুত্রের মুখে আলুভর্তা ডাল ডিমভাজি'র কথা শুনে ঘটনাটা মনে পড়ে গেল। কাশ্মীরি খানাপিনার পোস্টে আলু ভর্তা-ডাল-ডিমভাজি'র কথা মনে করায়া দিলেন কেন? এখন তো এইগুলো খাইতে মন চাইছে। :(

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাশ্মীরি খানাপিনার পোস্টে আলু ভর্তা-ডাল-ডিমভাজি'র কথা মনে করায়া দিলেন কেন? এখন তো এইগুলো খাইতে মন চাইছে। :(

:) :) :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: :(( :(( :((

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: চলুক। ভাল লাগলো। আজ সারা রাত আপনার জন্য দিলাম।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: It's my pleasure. Thanks a lot brother. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.