নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

এনিমেশান মুভিঃ Ernest and Celestine

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০





Genre: Comedy|Drama

Imdb : 7.9



কাহিনী সংক্ষেপঃ
ছোট্ট ইঁদুর ছানা "সেলেস্তিন",অনাথ শিশুদের আস্তানায় বেড়ে উঠছে সে।সেই আশ্রমের কেয়ারটেকার মহিলা,যার নামে গ্রে;রাতে সব ইঁদুরছানাদের ঘুম পাড়ায় ভয়ংকর বিশালাকার আর ইঁদুরের চিরশত্রু ভালুকদের গল্প বলে।সবার সাথে একমন দিয়ে সেলেস্তিন-ও গল্প শুনে,কিন্তু সব কথা তার বিশ্বাস হয় না। এদিকে সেলেস্তিন এর আঁকতে ভালো লাগে,সাথে সবসময় একটা খাতা,পেন্সিল রাখে সে,মনমত দৃশ্য পেলেই আঁকতে বসে যায়।কিন্তু,ইঁদুরসমাজে আসল পেশা হল "ডেন্টিস্ট্রি-দাঁত নিয়ে কাজকারবার"।তো,এই কাজের জন্য সেলেস্তিনের মত ছোটছানাদের দায়িত্ব শহরের বাসাবাড়িতে চুরিচামারি করে ভালুকের উৎকৃষ্ট দাঁত যোগাড় করে নিয়ে আসা।এই কাহিনীর দুটো সোসাইটি।শহরের বাসিন্দা ভালুক আর,আন্ডারগ্রাউন্ডের ইঁদুর।দুই সোসাইটির মাঝে দ্বন্দ্ব-ও চরমে।ওদিকে মুভির আরেক চরিত্র,অকৃতদার ভালুক "আর্নেস্ত"।লোকালয় ছেড়ে অনেক দূরেই তার বসতি।কাজ-কর্মে তেমন মন নেই।শখের গান গেয়ে যা পায় কামায়।কিন্তু, তার রসনা-বিলাসের শেষ নেই।খাদ্যের জন্য গান গেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে।টাউন পুলিশ রেগে গিয়ে গান-বাজনার সরঞ্জাম বাজেয়াপ্ত করে ফেলে একসময়।কপর্দকহীন আর্নেস্ত পেটের ক্ষুধায় কাতর..



এদিকে,সেলেস্তিন,দাঁতচুরির অভিযানে গিয়ে এক ভালুকদম্পতির বাসায় স্বভাবসুলভ ছবি আঁকতে বসে যায়।একটা আওয়াজে টের পেয়ে যায় ভালুক পুরুষ।রীতিমত পালিয়ে একটা ডাস্টবিনে পড়ে বেঁচে যায় ঐ যাত্রা সেলেস্তিন।কিন্তু,আটকা পড়ে।ডাস্টবিনে ঢাকনা চাপা দিয়ে যায় কেউ। ক্ষুধার তাড়নায় শেষমেশ আস্তাকুঁড়ে খাবার খুঁজে ফিরে ভালুক আর্নেস্ত।খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেলেস্তিন কে।মাথায় দুষ্টবুদ্ধি তার।ইঁদুর কে দিয়েই ডিনার সেরে ফেলবে নাকি।কিন্তু,দুষ্টুমিষ্টি সেলেস্তিন নানান কথায় ভুলিয়ে ফেলে আর্নেস্ত কে। তারপর একটা দোকানে চুরি করার মতলব দিয়ে সরে যায় নিজেই...কিন্তু,সেদিন সেলেস্তিন পেয়েছে একটা মাত্র দাঁত!আর,তার সাথে অন্যরা কেউ দশ,কেউ বারোটা করে যোগাড় করেছে।ডেন্টিস্টির হেড হুমকি দেয়,পঞ্চাশটা দাঁত নিয়ে আসতে হবে যে করে হোক।...আবার,দেখা হয় সেলেস্তিন-আর্নেস্তের,দুজনের কাছে দুজনের অনেক কিছু দেয়া-নেয়ার আছে।দাঁতের জন্য সেলেস্তিন কে সাহায্য করবে আর্নেস্ত,এভাবে ক্রমে দুজনের মাঝে গড়ে উঠে ব্যতিক্রমী এক বন্ধুত্ব,যেটা ইঁদুর-ভালুক কোন সমাজেই মেনে নেয় না।ওয়ারেন্ট জারি হয় তাদের বিরুদ্ধে।দুজন মিলে পালিয়ে যায়...ঘটতে থাকে নানা ঘটনা।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.