নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

এমনো দিনে তারে বলা যায়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১


আকাশ থেকে দুই ফোঁটা পানি পড়ল,তারপর ঝুমঝুম বৃষ্টি,ব্যাগটা থেকে ছাতা

খুলে মাথায় দেবার আগেই অনেকখানি ভিজে গেল মুনমুন,আশেপাশের অফিসগামী লোকগুলো তাকিয়ে আছে,কিসের দিকে তাকিয়ে আছে ভালমতই জানে মুনমুন,পাত্তা না দিয়ে হাঁটা শুরু করল।ডিপার্টমেন্টে একটু ঢুঁ মেরে আবার বেরুতে
হবে।তৌফিক এসে দাঁড়িয়ে থাকবে ...



########



সূর্যের আলোর দেখা নেই গত দুইদিন থেকে,একঘেয়ে গুমধরা আবহাওয়া,তার উপর তৌফিকের ঠাণ্ডার শরীর,অল্পতেই অসুস্থ হয়ে পড়ে,ছাতা মাথায় নিয়েও পায়ের নিচের অংশ আর কাঁধের দিকটা বেশ খানিক্টা ভিজে গেছে,শীত শীত লাগছে,গাড়িগুলো এই বেলা এগারটার সময়-তেও হেডলাইট জ্বালিয়ে চলছে,
আরেক দফা ঝড়বৃষ্টি চলবে বলে মনে হচ্ছে,ছাতায় কাজ হবে না,ছাতাবন্ধ করে একটা চায়ের দোকানের ছাদের নিচে আশ্রয় নিল তৌফিক।মোবাইল্টা বাজছে।শার্টের পকেট থেকে বের করে কলটা রিসিভ করল তৌফিক

-হ্যালো,কোথায় তুমি?

-দাঁড়াই আছি,চায়ের দোকানে

-আরে,সেটা কোন জায়গায়,টি এস সি তেই?

-হ্যাঁ,একটু পাশেই,তুমি চলে আসছ?

-নাহ,মাত্র রিকশা নিলাম,২০মিনিটের মত লাগবে,তুমি একটু ওয়েট কর

-আচ্ছা,সমস্যা নাই,আস তুমি



#####



হাতের হ্যান্ডব্যাগ টা খুলে মোবাইলের সিম টা চেইঞ্জ করে নিল মুনমুন।ব্যবহৃত সিম টা ফেলে দিয়ে ভাবতে লাগল,বাসায় হয়ত এতক্ষণে হুলুস্থুল বেঁধে গেছে।মার প্রেসার বেড়ে গেছে,মনিকা নিশ্চয় মার মাথায় পানি ঢেলে দিচ্ছে,আর বাবা গম্ভীর মুখে এদিক-সেদিক পায়চারি করছে।মোবাইলে বারবার ট্রাই করে বন্ধ পেয়ে আরো গম্ভীর হয়ে যাচ্ছে বাবার মুখ...নাহ,এভাবে
চলে না আসলেও চলত,এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি।প্রচণ্ড খারাপ লাগছে মুনমুনের,আত্মীয়-স্বজনের সামনে বাবার লজ্জিত,অপমানিত মুখটার কথা মনে আসছে;এভাবে আসাটা একদম উচিত হয়নি,কিন্তু এই কথাটা আগে এভাবে মনে হয়নি।

মনে হয়নি কেন?তৌফিক কে ছেড়ে থাকার কথা কল্পনা করতে পারেনা

মুনমুন।তবু,এখন কেন এমন মনে হচ্ছে?এখনো সময় আছে,বাসায় ফিরে গেলে সবকিছু আগের মত ঠিকঠাক হয়ে যাবে।তৌফিককে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললে ও বুঝবে,মাথা খারাপ করবে না,কষ্ট তো পাবেই;কিন্তু

বুঝিয়ে বললে ও বুঝবে;নিশ্চয়ই বুঝবে...'এই রিকশা ঘোরাও...'



###



"আপনার ডায়ালকৃত মোবাইলে এই মুহূর্তে সংযোগ দেয়া ..." অনেকক্ষণ ধরে ট্রাই করার পর তৌফিকের মনে আসল মুনমুন নতুন একটা নাম্বার দিয়েছিল, এবার সেটাতে ট্রাই করল,এটাও বন্ধ,মনে হয় সিম ঠিক করতে দেরি হচ্ছে...



দুই ঘন্টা হয়ে গেল।কোন বিপদ হয়নি তো মুনমুনের?রিকশা উলটে যায়নি তো রাস্তায়?কত বিপদ-ই তো হতে পারে।কিন্তু,মুনমুন আর আসবে না,তৌফিকের জন্য মুনমুন আসবে না এই কথাটা একবারো মনে আসল না তৌফিকের...



###



দুই বছর পরের কথা।

তৌফিকের কাঁধে হাত রেখে মুনমুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে।ওদের বিয়ের রাতেও এমন বৃষ্টি হচ্ছিল,তৌফিকের কাঁধে মাথা রেখে মুনমুন

'সেদিনো এমন বৃষ্টি ছিল না?আমাদের বিয়ের দিনে'

-হুম,অনেক বৃষ্টি ছিল

-আচ্ছা,তোমার কি একটুও মনে হয় নি,আমার দেরি দেখে যে,আমি হয়ত সিদ্ধান্ত বদলে ফেলেছি,আর আসব না

-না,আমি জানতাম তুমি আসবে...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: -না,আমি জানতাম তুমি আসবে...



হুম, আসতেই হবে, এতো ভালবাসাবাসি, না এসে উপায় আছে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমকপদ =p~

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: ঐ ২ ঘণ্টার জন্য মুনমুন কোথায় ছিল তা নিয়ে ভেবে পেলাম না ! লেখক বলবেন কি ?

ভালো থাকবেন :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯

হাতপা বলেছেন: অনেক কিছুই হতে পারে,ইমাজি্ন।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

মামুন রশিদ বলেছেন: পরষ্পরের প্রতি বিশ্বাস থাকাটা খুবই জরুরী । গল্প ভালো লেগেছে ।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

নিষ্‌কর্মা বলেছেন: সাস্পেন্স থাকাটা ভাল, কিন্তু শেষের দিকে সেই সাস্পেন্সটা অনেক বেশি হয়ে গেছে।






হুট করে দুই বছর পরে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.