নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

The Secret Life of Walter Mitty

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪



সুপারম্যান,ব্যাটম্যান,আয়রনম্যান দের দেখে দেখে আমরা অভ্যস্ত,হ্যাঁ টিভি পর্দাতেই।বাস্তব এর সাধারণ মানে নিতান্তই আমাদের মত করে জীবন যাপন করে এবং ভাবে তাদের নিয়ে মুভি বানালে আমরা খুব একটা দেখতে চাইনা।সিনেমার পর্দায় আমরা চাই অসাধারণ কিছুই।কিন্তু,সাধারণকেই অনেক অসাধারণ করেই বানানো হয়েছে এই মুভিটি

ওয়াল্টার মিটি।অতি সাধারণ এক কর্মজীবি ।লাইফ নামের একটি ম্যাগাজিনের নেগেটিভ ডিপার্টমেন্টে কাজ করে ১৬ বছর ধরে।তার প্রতিষ্ঠানে হঠাত-ই ছাটাই শুরু হয়।কারণ,এখন থেকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পাবলিকেশন করবে ম্যাগাজিন টি।ওয়াল্টার আবার বিরাট ভাবুক।কল্পনায় সে অনেক কিছুই
করে ফেলে,বাস্তবে পারে না।ছাটাইয়ের এই সময়ে আবার ঘটল বিপত্তি।ম্যাগাজিনের সর্বশেষ ইস্যুর ফোটো নেগেটিভ ছিল তার কাছেই।সেটিই পাওয়া যাচ্ছে না।একে কাকে রেখে কাকে বাদ দেবে কোম্পানি,তায় আবার জরুরী জিনিস টাই হাওয়া...কি হবে ওয়াল্টারের।ক্লু খুঁজতে থাকে,ফোটোগ্রাফার
একজন ফ্রিল্যান্সার।তাকেই খুঁজে বের করা লাগবে আগে।এদিকে,কোম্পানিতেনবাগতার প্রেমেও পড়ে যায় ওয়াল্টার।নবাগতা আবার বিবাহিত,সম্পর্ক যাই যাই
করছে।নবাগতাও সাপোর্ট দিতে থাকে ওয়াল্টার কে।সেই ফোটোগ্রাফারের সন্ধানেই ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়ে ওয়াল্টার...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

তিথীডোর বলেছেন: Very inetresting and family oriented movie, I saw it in the movie theatre!..Spectacular sceneries of Iceland, everybody will enjoy!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.