নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ জন্মদিন

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

নবনীতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিচ্ছিল,তার স্বামী মামুন রেডী হতে হতে বলে, “সাদাত কে স্কুল থেকে নিয়ে এস আজকে,আমি বের হতে পারবো না,আমার মিটিং আছে”...নবনীতা চুলে কাঁটা বাঁধতে বাঁধতে মামুনের কাছে এসে দাঁড়ায়, “আজকের দিন টা শুধু,প্লিইইজ! তারপর থেকে আমিই নিয়ে আসব ওকে” বলে মামুনের গলা ধরে দুলতে থাকে... “ঠিক আছে,তবে মিটিং শেষ না হলে বেরুতে পারব না। তোমাকেই যেতে হবে,আমি ফোন করব”
নবনীতা - আমি জানি তুমি পারবে
মামুন কে চুপ করে থাকতে দেখে নবনীতা বলে, “নতুন একটা কাজ শুরু করেছে লায়লা,আমাকে ওর পাশে না পেলে একদম চলে না,আমি তো বলেছি এই সংসার সামলে বাড়তি কাজ করা সম্ভব না”
মামুন - তোমাদের পার্লারের কী হল?
-ওটা চলছে মোটামুটি,লায়লা মেয়েটা পারে...একসাথে এতগুলো কাজ,পার্লার,বুটিক শপ,আরো হেনতেন।
মামুন-হুম...ঠিক আছে, আমি গেলাম।
**
-আরেকটু খাও বাবা,কিছুই খাচ্ছ না তুমি।
সাদাত মাথা নাড়ায় -"না,আগে বল আমার জন্মদিনে রাফি আর অন্তুদের মত একটা পার্টি দেবে।"
নবনীতা - "কেন বাবা,আমরা বাসায় কেক কাটব,তুমি ,তোমার বাবা আর আমি...অনেক মজা হবে..."
-না,না,না...আমাকে রাফির মত ওই গেমসেট টা কিনে দিবে আর সবাইকে আসতে বলতে হবে,তানাহলে আমি খাব না।
নবনীতা-ঠিক আছে...এখন আসো,বাবা,খাও।
মামুন-তুমি যে ওকে কথা দিলে ,এত খরচ কে সামলাবে?ফালতু খরচ!
নবনীতা-ছেলেটা খাচ্ছে,এখন এসব বাদ দাও...দেখা যাবে।
মামুন-এসবের কোন মানে হয়না।
নবনীতা কিছু বলে না,সাদাত কে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে।
***
হাল্কা কফি কালারের ব্রার ফিতায় আঙুল বুলাতে বুলাতে বোরহান সাহেব বলে, “বনী,তুমি অনেক সুন্দর,অনে-ক” “তোমার মত মেয়ে আমি কম দেখেছি”
ফোন বেজে উঠল।
বোরহান সাহেবঃ হ্যালো
মামুনঃ স্লামাকিলুম স্যার,আমি মামুন
বোরহান সাহেবঃ মামুন?কি ব্যাপার?
মামুনঃ স্যার,এখানে একটা প্রব্লেম হয়ে গেছে...
বোরহান সাহেবঃ তোমাদের সমস্যাটা কি?কোন প্রব্লেম থাকলে আফতাব সাহেবের সাথে কথা বল।আমি পার্সোনাল কাজে ব্যস্ত...
বলে ফোন রেখে দিলেন,বনীর নাভিতে চুমু খেতে খেতে বললেন “বেতন দিয়ে কতগুলা রাস্কেল পুষতেছি...”
বনী-আমার পেমেন্ট দিয়ে দিন,আমাকে যেতে হবে
বোরহান- হানি,আরেকটু থাকো
বনী-স্যরি,যেতেই হবে
বোরহান- ওকে ,কি আর করা,এই নাও...আমি নেক্সট উইকে ট্যুরে যেতে পারি,আই উইল কল ইউ দেন।
বনী-এখানে ২০০০ বেশি আছে
বোরহান- রেখে দাও,ইউ আর জাস্ট এমাজিং,গুডবাই ডার্লিং ।
****
উত্তরার বিলাসবহুল একটা ফ্ল্যাট থেকে দ্রুত বেরিয়ে আসে নবনীতা,পাঁচটা বেজে গেছে,সাদাত এর জন্মদিন-এর প্রোগ্রামের জন্য কিছু কেনাকাটা করা লাগবে,হাতে টাকা আছে...এখনি করে ফেলা দরকার,রিকশায় উঠে এলোমেলো চুল আর চেহারাটা ঠিক করতে করতে ভাবতে থাকে, “এই মামুন টা কে?তার স্বামী নয় তো!কিছুই বলা যায় না ...বোরহান সাহেব লোকটাকে যেভাবেই হোক এভয়েড করতে হবে,লায়লার সাথে এটা নিয়ে কথা বলতে হবে”

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: হুম । বাস্তব বড় নোংরা হয় মাঝে মাঝে । কিন্তু এখানে এমন হওয়ার কোন কার্যকারণ খুঁজে পেলাম না !

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.