নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

একটি অসাধারণ উপন্যাস এবং একটি চলচ্চিত্র

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯



দ্যঁফ দ্যু মরিয়ে একজন অনন্য রহস্য রচয়িতা। ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত উপন্যাস ‘রেবেকা’ ১৯৩৮ সালে প্রকাশিত হলে দ্যাফঁ অসাধারণ খ্যাতি অর্জন করেন এবং রাতারাতি বিখ্যাত হয়ে পড়েন।
"I dreamt I went to Manderley again."
এই ভাবে অসাধারণ একটি শুরু বইটির।এটা এক তরুণী মহিলার গল্প(গল্পে তার নাম বলা হয় না)।এক ধনী মহিলার মেইড হিসেবে কাজ করত,হঠাতই পরিচয় হয় বিত্তশালী ম্যাক্সিম ডি উইনটারএর সাথে।বিয়ে হয় দুজনের।তাকে নিয়ে স্বামী উপস্থিত হয় ম্যান্ডারলিতে প্রাসাদোপম বাড়িতে;যেখানে এসে মহিলা জানতে পারে তার স্বামীর আগের স্ত্রী রেবেকা সম্বন্ধে।বছরখানেক আগে কাছেই এক সাগরে ডুবে মারা যায় রেবেকা।তার অনুপস্থিতিতেও বাড়িটি যেন রেবেকাময়।তার ঘর সাফ করা হয়,সাজিয়ে-গুছিয়ে রাখা হয়।এমনকি প্রাক্তন ভৃত্য মিসেস ডেনভার্স-ও রেবেকা অনুরাগী।কথায় কথায় রেবেকার সাথে চলতে থাকে তার তুলনা,বিশেষ করে নিকট আত্নীয়রা।নতুন মিসেস উইন্টার কৌতুহলী হয়ে উঠে।রেবেকার অতীত জানতে চায়।একটা ছোটখাটো ঘটনার পর মিস্টার উইন্টার সবকিছু খুলে বলতে থাকে তার নতুন স্ত্রীকে।রহস্য উন্মোচন হয়।থেকে যায় আরো কিছু রহস্য।শেষ দিকে এসে পরিণতি সুখকর হয় না।

*** সাসপেন্স মাস্টার ডিরেক্টার আলফ্রেড হিচককএর অসাধারণ মুভি "রেবেকা" এই কাহিনী নিয়ে নির্মিত

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

উদাস কিশোর বলেছেন: মুভিটা দেখেছি গতকালই ।
সত্যিই অসাধারন একটি গল্প

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৭

সোহানী বলেছেন: লিংক চাই লিংক ........ এভাবে রিভিউ মানি না মানবো না................. তারপর ও +++++++

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ইউটিউবে আছে মুভিটা ভ্রাতা?

পোষ্টের জন্য অনেক ধন্যবাদ :)

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

ডি মুন বলেছেন:
+++++

শেয়ার করার জন্যে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.