নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ হারানোর কিছু নেই

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

ওর সাথে অনেকদিন পর দেখা।মানে,মুনিয়ার সাথে।
আমি ওকে দেখে চিনতে পারিনি প্রথম,যখন দেখলাম ওর চশমার ফাঁক দিয়ে দেখছে এদিক-ওদিক,আমি তাকালাম।চিনতে পারলাম।
মুনিয়াকে আমি প্রথম দেখি আমাদের কেমিস্ট্রি প্রাইভেট ক্লাসে।লাভ এট ফার্স্ট সাইটে আমি কখনোই বিশ্বাস করতাম না,কিন্তু ঐদিন সব বিশ্বাস ভেঙ্গে গেল।একটা মেয়ে সবার থেকে একটু আলাদা।চাদর গায়ে বসে আছে।
মুনিয়ার সাথে আমার টুকটাক কথা চলতে থাকে।ওকে কখনো বলা হয়নি ভালোলাগার কথা।এরমধ্যে আমাদের এইচএসসি পরীক্ষা শেষ।
আমরা দুজন দুই আলাদা ভার্সিটিতে ভর্তি হলাম।মুনিয়ার সাথে আর যোগাযোগ হয়নি।এরপর,একদিন কলেজ রিউইনিয়ানে দেখা।আমি সুযোগ হাতছাড়া করলাম না।আমি প্রপোজ করলাম,কিন্তু,মুনিয়া আমাকে হতাশ করে দিয়ে জানালো ও সম্পর্কে জড়িয়েছে আগেই।আর এটাও বলল,আমি যদি জানাতাম আগেই ও কখনো আমাকে ফিরাত না। কিন্তু এখন আর এসব বলে কি লাভ?আমি তাই এখন কেবল ওর শুভ কামনাই করতে পারি।
সেই মুনিয়ার সাথে এতদিন পরে দেখা!
-কেমন আছ?
-ভাল,তুমি?মুনিয়া জানতে চায়
-এতদিন ভালই ছিলাম
-বিয়ে কর নি?
-হয়ে ওঠেনি;আমি বললাম-তুমি তো নিশ্চয়ই
-না,
আমি উৎসুক হয়ে উঠলাম।
-কেন?তোমার সেই...
-ও একটা দুর্ঘটনায়...
-ইস!,আমি মুখে বললেও আমার অন্তর টা কি একটু দোলা দিয়ে উঠল না? মুনিয়াকি সেটা টের পেল?এখন,আজকে যদি মুনিয়াকে যদি আমি আগের মত করে চাই,মুনিয়া কি আসবে?নাকি এবার আমি প্রত্যাখাত হব?হলামই বা। আমারতো আর হারানোর কিছু নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.