নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্পঃ "প্রেম হলে"

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯


ছোটগল্পঃ "প্রেম হলে"
==============
প্রতিদিনের মতই বিকেলে মনিশা আর রুদ্র ক্লাস শেষে টিএসসি র একপাশ টায় দাঁড়িয়ে ভাজা নাস্তা আর চা খাচ্ছে।
ওদের ক্লাস আগে আগে শেষ হয়ে গেলেও বিকেলের সময়টার জন্য এখানেই অপেক্ষা করে।গত চার মাস ধরে এমনি হয়ে আসছে।দুজনেরই খাওয়া শেষে যার যার হলে চলে যায়।

-মামা,দুইটা প্লেটে পাকোড়া আর চপ দেন
-রুদ্র,তুই সিগারেট টা ছেড়ে দে...
মনে মনে রুদ্র ভাবে যেদিন মনিশার সাথে প্রেম হবে সেদিন মনিশার বলা লাগবে না এমনিই ছেড়ে দেবে।মনিশাও অত জোর দিয়ে কিছু বলে না।প্রেম হলে বলত না।মুখ থেকে সিগারেট টা নিয়ে দূরে ছুড়ে ফেলে দিত।

পাকোড়ায় হালকা কামড় দিয়ে মনিশা রুদ্রর দিকে তাকায়। রুদ্র চোখ নামিয়ে ফেলে। এতক্ষণ মনিশার নাকের পাশে জমে থাকা ঘাম,দুই-একটা চুল কপালের একপাশে নেমে আসা দেখছিল। মনিশা সরাসরি তাকিয়েছে এখন।
রুদ্রকে প্রাণভরে দেখার দুইটা মুহুর্ত পেয়েছে।রুদ্রের খোলা বোতামের নিচে ওর বুক।প্রেম হলে ওই বুকে মাথা রেখে...ইস।

-পাকোড়া গরম আছে?সিগারেটে শেষ টান দিয়ে প্লেট থেকে একটা নিয়ে খেতে থাকে রুদ্র।নেবার সময় একটু সাবধান হয়।হাতের সাথে হাতের ছোয়া লাগে যদি,প্রেম হলে তো কথাই ছিল না।ওই হাতেই চুমু খেত।
রুদ্র খেতেই জানে না।গরমে মুখ পুড়ে গেছে ওর।প্রেম হলে মনিশা ভাবে,প্রেম হলে তো ওকে আমি খাইয়ে দিতাম...

বিল চুকিয়ে যে যার মত চলে যাবার জন্যে তৈরি। মনিশা হেটে যাবে।রুদ্র নেবে রিকশা।

দুজন একই কথাই ভাবছে,প্রেম হলে রিকশায় দুজনে মিলে ঘুড়ে বেড়াত।কাছাকাছি,পাশাপাশি দুজনে নিঃশ্বাসে ঢেকে দিয়ে একে অপরকে...। (The End)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

নিলু বলেছেন: একদা শুনেছিলাম প্রেম যখন প্রথম হয় , তখন নাকি রিকসায় ভ্রমণ নাকি একে অপরের সাথে খুব মাখামাখি থাকে , তারপর যখন প্রেমের বিয়ে হয়ে যায় তখন নাকি একে অপরের দিকে নিবিড় ভাবে তাকানো বা মাখমাখি থাকে না , অন্যদিকে তাকিয়ে থাকে ?

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: তাদের প্রেমটা করিয়ে দিলেই পারতেন।



লেখায় প্রথম ভাল লাগা।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: গল্প পড়ে ভাল লাগল :)

শেষে এসে প্রেমটা করিয়ে দিলেই পারতেন :D

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি মিয়া বেরসিক ! :-/


হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

কলমের কালি শেষ বলেছেন: আহা অজানা প্রেম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.