নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

রহস্যের নাম "গনগার্ল(Gone Girl)"

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১


Gone Girl(2014)
Genre: Drama | Mystery |Thriller
IMDB: 8.3
কোন সকালে একটু ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে এসে যদি আবিষ্কার করেন আপনার বউ ঘরে নেই,কেমন লাগবে?এদিক-সেদিক কোথাও নেই।
গন গার্ল মুভিটা শুরুই হয় এভাবে,নায়ক তার পঞ্চম বিবাহবার্ষিকীতে এমন ভাবেই বউকে হারিয়ে ফেল।রীতিমত উধাও।
পুরো এলাকায় ঢি ঢি পড়ে গেল।এমনকি লোকাল মিডীয়ার নিউজেও হট টপিক হয়ে উঠল।কারণ,নায়কের স্ত্রী একজন প্রাক্তন সেলিব্রেটি,গোয়েন্দা-পুলিশ বিভাগ কিছু আলামত দেখে সন্দেহের বাণ হানে নায়কের উপর।এমন কিছু সূত্র আর খুটিনাটি পাওয়া যায় সন্দেহ করাটা অস্বাভাবিক হয় না।বিধ্বস্ত নায়ক হাতড়ে খুজে ফিরে সহায়।ঘটনার নাটকীয় মোড় নেয় এক পর্যায়ে। দর্শক দের চিন্তাধারণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তরতরিয়ে চলতে থাকে মুভি।গেল বছরের রহস্য,সাস্পেন্সের তালিকায় নিঃসন্দেহে শীর্ষে থাকবে ডেভিড ফিঞ্চার পরিচালিত এই টান টান রহস্যে ঘেরা "গনগার্ল" মুভি

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: দেখার লিস্টে অাছে, দেখবো।

নতুন বছরের শুভেচ্ছা।

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৬

এম. এস. এম. বলেছেন: ইন্টারেস্টিং। দেখব... শুভ নববর্ষ...

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৯

এম এম করিম বলেছেন: সিনেমার শেষটা ভালো লাগেনি। অথচ প্রথমভাগটা কি অসাধারণ ছিলো।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: দেখতে হবে ।

হ্যাপ্পি নিউ ইয়ার !:#P !:#P !:#P

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

হাসান মাহবুব বলেছেন: ডেভিড ফিঞ্চারের ছবি তো দেখতেই হবে।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৮

নতুন বলেছেন: ট্রেইলার দেখছিলাম.... নামাইতে দিলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.