নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

গেল বছরের সেরা একটি মুভি ( The Maze Runner)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩


কিছু মুভি আছে দেখার শুরুতেই আপনি আটকে যাবেন। মেইজ রানার -এ আমি দু-তিন মিনিটের মাথায় আটকে গেছি।
সাই-ফাই মুভি দেখিনা।তবু,প্লট টা দেখে আর আমার ভাগ্নিকে একটা মেইজ গেইম শিখিয়ে দিতে গিয়ে এই মুভি র নাম চোখে আটকে গেল।ডাউনলোড দিলাম,বসলাম আর শেষ করে উঠলাম।
সাই-ফাই হলেও পরতে পরতে কষা সাই-ফাই ভাব নেই মোটেই। দৃশ্যের শুরুতেই সিনেমার কেন্দ্রীয় চরিত্র "থমাস" একটা টানেলের মধ্যে দিয়ে যেতে থাকে খুব দ্রুত। সেই যাত্রা শেষে কয়েকজন তাকে টানেলের মুখ খুলে উঠায়।
কিছুই এমনকি নিজের নাম-ও মনে পড়েনা প্রথম প্রথম থমাসেস।কিন্তু,ওরা কারা? যারা ওকে উদ্ধার করল?ওরা-ও নাকি এভাবে থমাসের মতই এসেছে একে একে এই জায়গায়। ওদের থাকা-খাওয়ার জন্য মাসে মাসে বরাদ্দ আসে ওই টানেল দিয়ে। আর,হঠাত হঠাত আসে ওদের মত আরেকজন দুর্ভাগা। ওদের থাকার জায়গাটার চারপাশে দাঁড়িয়ে আছে আকাশ সমান প্রাচীর...দেখলে গা ছমছম করে।ওই প্রাচীর সকালে একবার খোলে আর রাতে বন্ধ হয়... এটা একটা মেইজ।মানে,গোলকধঁধা।ওরাও বসে থাকে না।এই মেইজের ভিতরে সকাল থাকতেই ঢুকে যায় এক্সপ্লোর করার জন্য।সন্ধ্যা ঘনাবার আগেই ফিরে না আসলে খেলখতম।বাছাই করা ওদের নাম-ই মেইজ রানার...
দেখতে দেখতে কনফিউজড হয়ে গিয়েছিলাম শেষ দিকে।এক কথায় দারুণ ফিনিশিং...

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.