নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

The Interview: A controversial Comedy

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩


সময়ের সবচেয়ে আলোচিত মুভিটি দেখে ফেললাম।কন্ট্রোভার্সিয়াল এই মুভি সনি পিকচারস ছাড়ার পরপর-ই ব্যাপক ক্ষেপে গিয়ে সনি পিকচার্স হ্যাক করে উত্তর কোরিয়া। কারণ,উত্তর কোরিয়ার রহস্যজনক ব্যক্তিত্ব ,বলা চলে অনেক কম বয়সে দেশটির সর্বোচ্চ নেতা বনে যাওয়া কিমজংউন-কে আগাগোড়া বাঁশ দেয়া হয়েছে এই কমেডি জনরার মুভিতে।
ঘটনা ঘটনার জায়গাতে থাক।মুভি দেখে নির্মল আনন্দ পেয়েছি এটাই সত্য।
ডেভ স্কাইলার্ক।বিভিন্ন সেলিব্রিটি আর তাদের পার্সোনাল গসিপ নিয়ে বিখ্যাত টকশো অনুষ্ঠানের হোস্ট। এই শো-এর হাজারতম এপিসোডের পর ডেভ জানতে পারে নর্থকোরিয়ার লীডার কিমজংউন অনুষ্ঠানের বিরাট ভক্ত। এই কথা প্রোডিউসার এরন এর কানে দেয়ার পর, এরন ইন্টারভিউ-এর আয়োজন করতে থাকে। আয়োজন মোটামুটি সম্পন্ন এই পর্যায়ে সি আইএ এজেন্ট ল্যাসি একটা প্রস্তাব দেয়। কিমজংউন কে এসাসিন মানে হত্যা করতে হবে। গাঁইগুই করে রাজি হয় ওরা দুজন। হত্যার প্রক্রিয়া হলো হ্যান্ডশেইক করবার সময় একজনের হাতের তালুতে লাগানো বিষাক্ত স্ট্রিপ-এর সংস্পর্শে আসবে কিমজং-এর হাত।ব্যাস,খেল খতম।কিন্তু, নর্থকোরিয়ায় পদার্পণের পরপর-ই বডিগার্ডের একজন সন্দেহ করে স্ট্রিপ পেয়ে যায়,আর মুখে নিয়ে স্বাদ পরখ করে...। ওই যাত্রায় বেঁচে গেলেও পরে অনেক পরীক্ষার সম্মুখীন হয় দুজন। হাস্যরসে ভরপুর এই পলিটিক্যাল স্যাটায়ারমূলক মুভিটি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

সিলেটের মানব বলেছেন: মুভিটা আজকেই দেখতে হবে । যদি লিংক দিতেন তাহলে খুবই ভালো হতো। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.