নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগার একটি মুভিঃ চতুষ্কোণ

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩


ইদানীং কলকাতা/ইন্ডীয়ানবাংলা মুভিগুলো দেখে তেমন শান্তি পাচ্ছিলাম না।প্লট কে বেশি টুইস্ট দিতে যেয়ে হযবরল বানিয়ে ফেলে,আর মাঝে মাঝে থাকে রগরগে কিছু দৃশ্য আর দুর্বোধ্য কথাবার্তা। সম্প্রতি দেখা চতুষ্কোণ মুভিটি সেই দুঃখ ভুলিয়ে দিল।
মুভিটিতে দেখা যায় একজন ইয়াং ডিরেক্টর এক প্রডিউসার থেকে এমন একটা মুভি বানানোড় প্রস্তাব পায়,যাতে চারজন ভিন্ন ভিন্ন ডিরেক্টার চারটি গল্প নিয়ে কাজ করবে যেগুলোর কমন থীম থাকবে মৃত্যু।ইয়াং ডিরেকটার আরো তিনজন মোটামুটী খ্যাতিমান ডিরেক্টার -কে নিয়ে প্রজেক্টে নেমে পড়ে। সবারই খুব উৎসাহ। একে অপরকে নিজেদের গল্পের আইডিয়া শেয়ার করতে থাকে।মুভীটি যে আসলেই দুর্দান্ত এন্ডিং-এ তা আরেকবার প্রমাণিত হয়।এর বেশি কিছু বললে মজা নষ্ট হবে।
তাই,মুভিপোকারা দেরী না করে ঝটপট দেখে ফেলুন এই চমৎকার থ্রিলার টি

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: অামিও দেখলাম, তিনদিন অাগেই। চমৎকার মুভি।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

এমএম মিন্টু বলেছেন: চমৎকার মুভি। %++++

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

নতুন বলেছেন: ট্রেলার দেখলাম ভালই হবে... +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.