নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

শীতে করুন বারবিকিউ

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১



ঘরে বসেই করে ফেললাম বাজারের চেয়েও অনেক সুস্বাদু বারবিকিউ।জায়গা থাকলে আপনারাও করে ফেলতে পারেন।নীচে সংক্ষেপে বিভিন্ন উপকরণ আর প্রসেস লিখে রাখলাম।

উপকরণঃ
-ইট (প্রায় দশটার মত)
- একটা লোহার জালি বা নেট ( হার্ডওয়্যারের দোকান,যেখানে পুরনো মাল নিয়ে ঝালাই-টালাই করে সেখান থেকে কেনা।৪০-৬০টাকা দাম)
- কয়লা ( কামারের দোকানে পাওয়া যায়।দেড়-দুই কেজি। কেজি প্রতি ১০০টাকা)
-বারবিকিউ সস(আধুনিক স্টোর বা চেইন শপিংএ পাওয়া যায়।১৬৫টাকা পড়েছে)
-আগুন ধরানোর জন্য কেরোসিন
-অবশ্যই পর্যাপ্ত বাতাস দেবার জন্য পাখা,টেবিল ফ্যান হলে ভালো হয়।
-একটি ছোট ব্রাশ।

রান্নার উপকরণঃ
-দুটো চিকেন ( প্রতিটা চার টুকরা করা হয়েছে)
-বারবিকিউ সস -এক কাপ
- আদাবাটা-চার টেবিল চামচ
- রসুন বাটা - দুই টেবিল চামচ
- টালা ধনেগুড়া -চার টেবিল চামচ
-সরিষাগুড়া - এক টেবিল চামচ
-টকদই- দেড় কাপ
- শুকনো মরিচগুড়া -চার টেবিল চামচ
-সরিষার তেল- আধাকাপ
-লবণ -দুই টেবিল চামচ
প্রসেসঃ
চিকেন টূকরাগুলি ভালোমত ধুয়ে ছুরি দিয়ে অগভীর দুই-তিনটি আঁচড় দিবেন,তাতে মসলা ঢূকবে। এবার উপরের সব উপকরণ মাখিয়ে ভালোমত প্রায় ১২ঘন্টা রেখে দিতে হবে।প্রথম ৪ঘন্টার পর ফ্রিজে রেখে দেয়া ভালো।

ইটের লেয়ার মাপমত দিয়ে জালিটা দিয়ে দিবেন। জালির নিচে থাকবে কয়লা। চুলা বানিয়ে কয়লায় আগুন ধরাবেন কেরোসিনের সাহায্যে। আগুন ভালো মত ধরতে সময় লাগবে।
এরপর চিকেন টুকরো গুলো দিয়ে দিবেন জালির উপরে। ছোটপাখা বা টেবিল ফ্যান দিয়ে সারাক্ষণ কয়লার দিকে বাতাস দেয়া লাগে। চিকেন গুলো উলটে দেবেন ,আর মাঝে মাঝে সস আর সরিষার তেল একটি ব্রাশ দিয়ে মাখিয়ে দিতে থাকবেন।পোড়া পোড়া হয়ে গেলে তুলে নেবেন খাবার জন্য।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

সুপ্ত আহমেদ বলেছেন: ভালোই বাট শিক ইউজ করাটাই ভালো :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ছবি একটাই দিলেন! :( খেতে তো আর পারব না, দেখেও যে শান্তি পাব সেই উপায় তো রাখলেন না!!!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০২

নাউশীন রুম্পা অাফরিন বলেছেন: Good

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

বিদ্রোহী বাঙালি বলেছেন: সহজ করে দিয়েছেন। ট্রাই মারতে হবে। পোড়া মাংসের স্বাদই আলাদা। জিহ্বায় জল এলো বলে! :P

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৪

সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: জিভে জল না আসার কোন কারন দেখছিনা... :D

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

দিশেহারা আমি বলেছেন: বারবিকিউর কথা শুনলেই জিভে জল এসে যায়।

আপনাকে একটা রেসিপি দেই। কয়লা রেসিপি :P
বারবিকিউ করার জন্য আমরা সাধারন কয়লা ব্যাবহার করি কিন্তু বিদেশে অনেক দেশে, নারিকেলের চারা পুড়িয়ে কয়লা করে তারপর বারবিকিউ করে যা স্বাদে, গন্ধে অতুলনীয়।
একবার ট্রাই করে দেখুন।

অফটপিকঃ ১ কেজি নারিকেলের চারার কয়লা বিদেশে ২০০০-২৫০০ টাকা।এবং সাধারন কয়লা থেকে ১০০ গুন বেশী কার্যকরী।
আমি এমন একটা বিদ্যুৎ কেন্দ্র দেখেছি যেখানে নারিকেলের চারার কয়লাকে জ্বালানি হিসেবে ব্যাবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭

হাতপা বলেছেন: জানিবার কোন শেষ নেই :)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭

আজকের বাকের ভাই বলেছেন: আগামীকালই আয়োজন করার পরিকল্পনা ছিল, আপনার পোস্ট টি স হায়িকা হিসাবে প্রচুর কাজে আসবে।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: আমারও শখ হচ্ছে। হরতাল ছুটি ইউটিলাইজেশনের যথার্থ ব্যবস্থা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.