নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

অনুবাদঃ The Death Of A Government Clerk(কেরানির মৃত্যু)

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৭

আন্তন শেখভ।খ্যাতনামা এই রুশ সাহিত্যিক এর একটি ছোটগল্প অনুবাদ করার ইচ্ছা জাগল।গল্পের নাম The Death Of A Government Clerk(কেরানির মৃত্যু)। শেখভের এই গল্পটি হয়ত অনেকেরই পড়া আছে।
লেখকের প্রতি রইল শ্রদ্ধা।
=======================
এক চমৎকার সন্ধ্যা। সরকারি কেরানী ইভান দিমিত্রিচ শেরভাখভ স্টলের সেকেন্ড রো তে বসে আছে। চোখে অপেরা গ্লাস দিয়ে অপেরা উপভোগ করছিল। দেখতে দেখতে মুগ্ধ হয়ে পড়ল। কিন্তু হঠাৎ... গল্পে প্রায়ই ‘কিন্তু হঠাৎ’ শব্দটির সাথে পরিচিত পাঠকেরা। লেখকেরা ঠিকই বলে থাকেন,জীবন সারপ্রাইজ মানে ঘটন-অঘটনে পরিপূর্ণ।
হঠাৎ তার সারা মুখ কেঁপে উঠল। চোখ বুজে ফেলল। নিঃশ্বাস থমকে গেল। অপেরা গ্লাস চোখের সামনে থেকে সরিয়ে নিচু হল আর... “হ্যাঁচ্চো”। ঠিকই ধরেছেন ; হাঁচি দিল সে।
যত্রতত্র হাঁচি দিয়ে ফেলাটা কোন অন্যায় নয়। সবাই হাঁচি দেয়,পুলিশ কর্মকর্তা রা দেয়,প্রাইভি কাউন্সিলার এর লোকেরাও দেয়।সব লোকেই কমবেশি দেয়। শেরভাখভ তার ব্যতিক্রম নয়। রুমাল বের করে সারামুখ মুছে ফেলল সে। তারপর নিতান্ত ভদ্রলোকের মত এদিকসেদিক দেখতে লাগল- তার হাঁচির কারণে কারো বিরক্তি ঘটেছে কিনা। হঠাৎ চোখ গেল ফ্রন্ট রো তে। প্রবীণ ভদ্রলোক তার গ্লাভস দিয়ে সন্তপর্ণে নিজের টেকো মাথা আর ঘাড় সাফ করছেন,সেইসাথে বিড়বিড় করছেন নিজে নিজে। চিনতে পারল ওঁকে – ব্রিজালহভ, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একজন সিভিলিয়ান জেনারেল উনি।
‘ওঁর গায়ে থুতু ছিটালাম আমি’- ভাবল শেরভাখভ। -‘যদিও উনি আমার ডিপার্টমেন্ট এর হেড নন,তবে ব্যাপারটা মোটেই ভদ্রোচিত হল না।আমার ওঁর কাছে ক্ষমা চেয়ে নেয়া উচিত’
শেরভাখভ কেশে নিল।তারপর,পুরো শরীর খানা ঝুঁকিয়ে দিল সামনে।জেনারেল-এর কানে
-‘মাফ করবেন। স্যার,আমি অনিচ্ছাকৃত ভাবেই...’
‘আরে।অসুবিধা নেই,অসুবিধা নেই’
‘প্লিজ,আমাকে মাফ করবেন।আমি আসলে বুঝতে পারি নি স্যার’
‘আহা।প্লিজ,এখন বস। আমাকে অপেরা শুনতে দাও’

শেরভাখভ ভীষণ লজ্জা পেল। বোকার মত হেসে ফেলল, তারপর স্টেজের দিকে চেয়ে রইল। তাকিয়েই ছিল কেবল, কিন্তু দেখছিল না কিছুই। তার মন থেকে আনন্দ চলে গিয়েছিল। একটা অস্বস্তিবোধ হতে লাগল মনে।ইন্টারভ্যালের ফাঁকে ব্রিজালহভের কাছে গেল।তাঁর পাশে গিয়ে দাঁড়ালো। লজ্জার মাথা খেয়ে বলেই ফেলল আবার-
‘আমি স্যার না জেনেশুনেই কাজটা করে ফেলেছি। দেখেন স্যার,আমি আসলে...’
‘ওহ! যথেষ্ট হয়েছে । আমি ভুলে গেছি সব। তুমি বাদ দাও এখন’ – অধৈর্য্য ভঙ্গিতে কথাগুলো বললেন জেনারেল।
‘উনি ভুলে গেছেন।তবে,আমি তাঁর চোখে রাগ দেখতে পেলাম’ – আড়চোখে জেনারেলের দিকে চেয়ে কথাগুলো ভাবছিল শেরভাখভ। ‘উনি এখন আমার সাথে কথাও বলতে চাইছেন না। আমার ব্যাপারটা ওনাকে এক্সপ্লেইন করা দরকার...যে,আমি ইচ্ছা করে কাজটা করি নি ...এটাই স্বাভাবিক সৌজন্য,নাহলে উনি আমাকে ভুল বুঝতে পারেন ।যদিও এখন উনি কিছু বলছেন না,কিন্তু পরে ঠিকই বাজে ভাববেন আমাকে’
বাড়ি গিয়ে ঘটনা খুলে বলল বউকে শেরভাখভ। ঘটনাটি বউ যেন হালকা ভাবে নিল,একটু ক্ষুন্ন হলে শেরভাখভ।বউ যখন জানতে পারলো লোকটি অন্য ডিপার্টমেন্টের তখন একটু নিশ্চিতবোধ করল।
-‘তুমি বরং আরেকবার ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও’-বউটি বলল-“নাহলে উনি তোমাকে অভদ্র ভাবতে পারেন’
‘সেটাই! কিন্তু আমি একবার ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু,উনি ব্যাপারটাকে ভালোভাবে নেননি মনে হল ।আমাকে তেমন কিছু বলেনও নি। আসলে বলবার মত সময়ও ছিল না তখন’
পরের দিনই শেরভাখভ নতুন ইউনিফর্ম পরল। চুলটুল কেটে বেশ পরিপাটি হয়ে গেল ব্রিজালভের কাছে। সোজা জেনারেলের রিসেপশান রুমে চলে গেল । বেশ কয়েকজন পিটিশনার বসে আছে,তাদের মধ্যে জেনারেল নিজেও আছেন। তাদের সাথে কথা বলছেন। বেশ কিছুক্ষণ পর জেনারেল তাকালেন,দেখতে পেলেন শেরভাখভ কে।
‘আর্কাদিয়ায় গতকাল। আপনি যদি মনে করতে পারেন,স্যার’- শেরভাখভ শুরু করল –‘আমি হাঁচি দিয়েছিলাম, স্যা...’
‘হোয়াট নন্সেন্স।এসব কি?’ –জেনারেল বললেন,তারপর পরবর্তী পিটিশনারের দিকে তাকিয়ে- ‘আপনার জন্য আমি কি করতে পারি এখন?’
‘উনি কথাই বলবেন না’ ভাবল শেরভাখব।পাংশুটে হয়ে গেল মুখখানা ‘তার মানে উনি খেপেছেন ,না এভাবে হবে না।আমার ওনাকে ব্যাখ্যা করতে হবে’
আলোচনাপর্ব শেষ করে জেনারেল ভিতরের দিকে চলে যেতে উদ্যত হলেন।
শেরভাখভ লম্বা পা ফেলে তার দিকে গেল।
‘স্যার। আপনাকে বারবার বিরক্ত করছি। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে কারণ আমি ইচ্ছা করে ওইটা করিনি।বিশ্বাস করুন স্যার’
প্রচন্ড বিরক্তিতে মুখ কুঁচকে আসল জেনারেল,হাত নাড়লেন।
‘কেন আমাকে নিয়ে তামাশা করছেন আপনি?বলুন তো স্যার’ –শেরভাখভের মুখের উপর দরজা টা লাগিয়ে দিতে দিতে বললেন উনি।
‘তামাশা?’-মনে মনে ভাবল শেরভাখভ। ‘তামাশা কোথায়? উনি একজন জেনারেল।বুঝছেন না কিছুই। এরকমই যখন করলেন উনি,ক্ষমা চাইতে যেয়ে আর কাজ নেই আমার।চিঠিই লিখব বরং একটা।যাবো না আর আমি।যাবো না’
বাড়ি ফিরতে ফিরতে এসব ভাবছিল শেরভাখভ। চিঠি সে লিখল না অবশ্য। ভাবল আর ভাবল ,কিন্তু লিখতে পারল না। নিজে সরাসরি গিয়েই সব বলবে আগামিকাল।
‘স্যার,আপনাকে গতকাল বিরক্ত করেছি আমি’ –বলল শেরভাখভ, কৌতূহলের দৃষ্টিতে জেনারেল যখন তাকে দেখছিলেন,শেরভাখভ বলল- ‘আপনি বললেন আমি নাকি তামাশা করছি,ব্যাপারটা স্যার মোটেই তা নয়।আপনার উপর হাঁচি দেয়ার কারণে আমি লজ্জিত...কিন্তু তামাশা স্যার?সেটা আমি ভাবতেও পারি না।আপনার সাথে কোন সাহসে তামাশা করতে যাবো স্যার?তামাশা করা ভালো কাজ নয়...’
‘দূর হও’- জেনারেল চিৎকার করে উঠলেন।
‘কি?’ ভয় আর আতঙ্ক জড়ানো কন্ঠে জিজ্ঞেস করল শেরভাখভ।
‘দূর হও’-আবারো বললেন জেনারেল।
পেটে যেন কিসে মোচড় দিয়ে উঠল শেরভাখভের। চারপাশে কি হচ্ছে না হচ্ছে,কিছুই যেন আর বোধগম্য হচ্ছে না শেরভাখভের। ধীরে ধীরে দরজা ঠেলে রাস্তায় নেমে আসল। যন্ত্রের মত হেঁটে পৌঁছল বাড়ি। ইউনিফর্ম না খুলেই শুয়ে পড়ল সোফায়... মারা গেল শেরভাখভ।

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: বেচারা!!!


ভাইয়া আমি তোমার পোস্টের ভক্ত হয়ে যাচ্ছি।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লেখক আন্তন চেখভ এর ১৫৫ তম জন্মদিন গেলো ২৯ তারিখে ।

শুভেচ্ছা আপনাকে পোস্টের জন্যে ।

ভালো থাকবেন ।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

হাসান মাহবুব বলেছেন: প্রিয় একটা গল্প। চমৎকার অনুবাদ।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

এনামুল রেজা বলেছেন: আন্তন চেখভের গল্পগুলো প্রতিবার নিয়ে যায় এক অদ্ভুত বাস্তব ভ্রমণে। দুর্দান্ত একটা গল্পের সাবলিল অনুবাদ।

ভাললাগা জানবেন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





সুন্দর গল্পটি।
ভালো অনুবাদ করেছেন :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

আমি তুমি আমরা বলেছেন: মরেই গেল শেষ পর্যন্ত? হায় হায়।

অনুবাদ ভাল হয়েছে।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৪

ডি মুন বলেছেন: খুব ভালো লাগল।

অনুবাদ দারুণ হয়েছে।
++++

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার গল্পের সাবলীল অনুবাদ।+++

অনেক ধন্যবাদ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

কোলড বলেছেন: What a brilliant translation!

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লেগেছে।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: যদিও স্বাভাবিক নিয়মে হাঁচি দেয়া তার কোন অপরাধ ছিল না। তারপরও শেরভাখভ নিজেকে অপরাধী ভাবছে। সামান্য অপরাধের জন্য কী মারাত্মক অনুশোচনা। অথচ আমরা প্রতিনিয়ত কত বড় বড় অপরাধ করে যাচ্ছি, তবুও আমাদের মধ্যে কোন অনুশোচনা নাই। বেশ শিক্ষণীয় একটা গল্পের চমৎকার অনুবাদ করেছেন।
'সেকেন্ড রো' না লিখে 'দ্বিতীয় সারি' লিখলে ভালো হবে। তেমনি 'ফ্রন্ট রো' না লিখে 'সম্মুখ সারি' লিখলে ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.