নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

Don Seenu

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২


ডন সিনেমা এই নিয়ে ত্রিশবারের মত দেখেছে সিনু।নয়-দশ বছরের বাচ্চা।দেখতে দেখতে নিজেকেই ডন ভেবে বসে।এলাকার ছোট্ট বাচ্চাদের নিয়ে দল ও গঠন করে। স্মাগলিং করে রাতবিরাতে,চিটিঙ করলে সরাসরি মার্ডার।অবশ্য সবই কাল্পনিক।

সিনুর মা চিন্তিত,সবাই সিনুর উপর মহাবিরক্ত,এমনকি ক্লাসে রোল কল করলেও সে তার নিজের নামে জবাব দেয় না,তাকে ডাকতে হবে “ডন সিনু” নামে।মা শেষমেশ রাগের চোটে বলে বসে হয় সে থাকবে,নাহয় মা চলে যাবে।
রাতে এলাকা ছাড়ে ছোট সিনু।ডন সে হবেই।
এই হচ্ছে তেলেগু মাস্টার রাভিতেজার চমৎকার মুভি “ডন সিনুর” শুরু।তার বিপরীতে আছে শ্রিয়া শরণ।

তেলেগুভক্ত বা রাভি তেজা ভক্ত যারা আছেন,তাদেরকে এনিয়ে নতুন করে বলার কিছু নেই।তবে,যারা এখনো তেলেগু স্বাদ নেননি,তাদের জন্যই বলা। তেলেগুমুভি কোন মুভি নয় একটা বিনোদন প্যাকেজ।আপনি যদি তেলেগু না দেখে থাকেন এর মর্ম কখনোই জানবেন না।
যাইহোক , রাভিতেজার এই মুভিটি দ্বিতীয়বারের মত দেখতে বসলাম।একশান,কমেডি তে ভরপুর খুব মজার একটি মুভি। রাভিতেজা হল তেলেগুর সালমান খান জাতীয়। যাকে,বলা হয় মাস মহারাজা(জনগণের নায়ক)।
তেলেগু মুভির আরেকটি বৈশিষ্ট্য হল এখানে নায়ক দের ফোকাস করা হয়।যেটা আমরা বলিউডে উলটো টি দেখি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: নায়কের এক ঘুষিতে যেমনে ভিলেন উইড়া যায় !!!

বাংলাদেশের চলচ্চিত্রে এইরকম হলে সবাই হাসে :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

হাতপা বলেছেন: বিয়ারে এলকোহল ৫%, হুইস্কিতে ৪২%, রামে ৫০%,আর ভদকায় ৭০%,আর ডন সিনুর পাওয়ার পাঞ্চে আছে ১০০%,বলতে বলতে ঢিশু্ম।
মারপিট ও যে একটা আর্ট তেলেগুই পারে দেখাতে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

নিশি মানব বলেছেন: ডাউনলোড লিংকটা দেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

হাতপা বলেছেন: Click This Link

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুভিটা দারুণ লাগছে।+++

দুই তিন বার দেখসি।

রবিতেজার মেরে ইনসাফ মুভিটা আমার কাছে সেরা মনে হয়। এ ছবিতে তিনি অসাধারণ অভিনয় করেন আর চিত্রনাট্যটা ছিল চমৎকার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

হাতপা বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।মিরাপক্ক দেখেছেন কি?

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

আমি সৈকত বলছি বলেছেন: ফিল্মের নাম কি ডন????

দেখতে হবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

হাতপা বলেছেন: নাহ, "ডন সিনু"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.