নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কিন্তু একটাই

জীবন কিন্তু একটাই

হাতপা

কিছু বলার নাই

হাতপা › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ফুচকার সাথে প্রেম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩


"চল,তাড়াতাড়ি।এমনিই ক্লাস থেকে বের হইতে লেইট হয়ে গেল।এখন বাস উঠো,জ্যাম ঠেলে ফিরো"

তামান্নাকে তাগাদা দিতে দিতে আইরিন ওর হাত ধরেই নিয়ে আসল,ভার্সিটির সামনের রাস্তায় এসে দাঁড়ালো।বাসে উঠবে।

চশমাটা নাকে এক আংগুল দিয়ে চেপে আইরিন রোদের ভেতর চোখ কুচকালো...-"ধূর,একটু আগেই বাস টা গেল।এখন আবার কতক্ষণে আসবে?"-বলে পেছনে দাঁড়ানো তামান্নাকে খুঁজতে লাগল।কই গেল মেয়েটা?

ফুটপাতে দাঁড়িয়ে আছে।
দৌড়ে ফুটপাতে উঠে এল আইরিন।তামান্নাকে ধাক্কা দিল-"মানে কী?"
তামান্না হাসছে।

"ঝাল বেশি না কম দিমু?"
"আমার টাতে বেশি।আর,তুই কম না বেশি?"-বলে হতবাক আইরিনের দিকে তাকালো।

"আমি কিছুই বুঝলাম না।তোকে না বললাম,আজকে আমার তাড়া,বাসায় যাবো।গোসল করব,খাবো,রেডি হবো,বের হব আবার"-আইরিন বলে যায়।

"তুই বুঝবি না আসলে?"-বলে তামান্নার প্লেট থেকে একটা ফুচকা নিল অবশেষে।আইরিন খাবে না বলেছিল।

তামান্না মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে।
"উফ।কী ঝাল!!এত ঝাল খাস কেন?"-আইরিন বলতে বলতে আরেকটা ফুচকা নিল-"ডেটিং আছে,বুঝেছিস,তাড়াতাড়ি খা।বাস আসছে আরেকটা "-বলে আবার তাড়া দিল।

তামান্না চতুর্থ ফুচকাটি চোখ বন্ধ করে মুখে চালান করে দিল।

আইরিন আরো একটা নিল।প্লেট ফাঁকা।
"আরেক প্লেট দেন...ঝাল কমিয়ে এবার"

এবার বিস্ফারিত চোখ আইরিনের।এক হাত কোমরে-"আবার?উফ,নিজে তো প্রেম করে না।প্রেমের মর্মও বুঝেনা।আমার অনেক লেইট হয়ে যাবে রে"

দ্বিতীয় প্লেট হাতে নিয়ে এসে তামান্না এগিয়ে দিল আইরিনের দিক-"করি তো"
"কী?"
"প্রেম"
"মানে?"-আইরিন বিস্মিত।
"এই যে,ফুচকার সাথে!"

পরের বাসটিও চলে গেল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

আরণ্যক রাখাল বলেছেন: হা হা গল্পের প্রতি| সুন্দর ছবিটার প্রতি

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো গল্প। ছবিটাও সুন্দর :D

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

কালের সময় বলেছেন: ভালো শেয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.