নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মুকিতের ডেস্ক

শামস্ মুকিত

একজন ডাক্তার, এন্ট্রাপ্রেনিয়র, রিসার্চার। ক্যান্সার এবং কগনিটিভ সায়েন্স নিয়ে কাজ করতে ভালবাসি।

শামস্ মুকিত › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

একজন বন্ধুর আমন্ত্রণে গেলাম রেস্ট্রুরেন্টে খেতে।আমি ছাড়াও তিন জন উপস্থিত।তিন জনই ইঞ্জিনিয়ার। সকলেই ভাল অবস্থানে আছে, অন্তত আমার মতে এই বয়সে যে টুকু হওয়া দরকার। সবার গল্পের মাঝখানে একজন বলল " ইশ, যদি আরেকটু ভাল একটা চাকরি পেতাম।"
আমার খুবই কাছের এক পরিচিত বড় ভাই যিনি বাংলাদেশের এক স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একটা টেক্সটাইল কোম্পানীতে ডেপুটি ম্যানেজারের চাকরি করেন। কিন্তু দেখা হলেই বলেন মনে সুখ নেই রে। একটা সুখের অসুধ দে।
সবখানে কেন আমাদের এমন হতাশা?
কারণ বহুবিধ একথা অনস্বীকার্য। কিন্ত আমার ধারণা বিশ্বাস এর জায়গা টা সবচেয়ে বড় স্থান দখল করে আছে।
ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস মানুষের অভ্যন্তরে এক অন্তর্নীহিত্ত শক্তি তৈরী করে। তার উপর এক সার্বভৌম সর্বশক্তিমান সত্ত্বা রয়েছে যিনি তার নিজস্ব প্লান মতই চালাচ্ছেন সকল সৃষ্টিকে। আমাদের এই খারাপ সময় আসলে খারাপ নয় বরং তারই মহাপরিকল্পনার অংশ। দুর্দিনের কঠিন কালো সময়ে তিনি আছেন আবার আবার আনন্দের হাস্যরস ময় দিনেও তিনি আমাদের সাথে আছেন স্বমহিমায় উজ্জ্বল।
ঠিক এই আত্মবিশ্বাসকেই ভাংতে চাই নাস্তিক শক্তি। তাদের সুন্দর সাজানো বৈজ্ঞানিক ব্যাখার অন্তরালে মূল লক্ষ মানুষ কে ঐশী শক্তি বিহীন শুধুমাত্র রক্ত মাংসের রোবটে পরিণত করা।
কিন্তু আমি মানুষ, আমার দেহ আছে মন আছে। দেহ কে সোজা রাখতে হলে যেমন লাগে মেরুদন্ড তেমনি মনকে সোজা রাখতে লাগে ঐশী শক্তি।
আপনি আপনার কিতাব খুলে দেখুন না কি অসাধারণ শক্তি ঠাসা আছে প্রতিটি পাতায়।
তখন পচা গোবরে ছুড়ে ফেলতে মন চাইবে নাস্তিকদের যুক্তি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো কথামালা।

যে যতই নাস্তিকতা করুক মৃত্যুর সময় বুঝতে পারে খোদা বলে সত্যিই একজন আছেন কিন্তু তখন আর কিছু করার থাকেনা।

মানুষের শুভ বুদ্ধির উদয় হোক।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩

শামস্ মুকিত বলেছেন: সেটাই আমাদের প্রত্যাশা।

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


কি খেলেন টেলেন? বেশী খেয়ে থাকলে ব্যায়াম ট্যায়াম করবেন; এই ধরণের লোকদের সাথে আর খেতে যাবেন না, আপনার ঈমান নষ্ট করে দেবে এরা, এরা খালি ভালো চাকুরী চায়, পুরা নাস্তিক এরা।

১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

শামস্ মুকিত বলেছেন: না ভাই, তারা সকলেই আমার পুর্ব পরিচিত বন্ধু। তারা কেউই নাস্তিক না। খুব বেশি প্রাকটিসিং মুসলিম না হলেও বিশ্বাসী। কিন্তু আমাদের চিন্তাধারায় স্লো পয়জনিং করা হচ্ছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

নতুন বলেছেন: বিশ্বের ২১% মুসলিম.... বাকি সবাই অবিশ্বাসী.... তারা সবাই কি কস্টে আছে?

মনের শান্তি আলাদা বিষয়... সেটার সাথে ধম` বিশ্বাসের খুব একটা যোগ নেই।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

শামস্ মুকিত বলেছেন: বাকি সবাই অবিশ্বাসী নয়, বরং অপরাপর কয়েকটি ধর্ম মেনে চলে। আর মনের শান্তির অনেক গুলো ফ্যাক্টর এর মধ্যে ধর্ম একটা।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকাল অনেক ভালো অবস্থানে থাকার পর মানুষ শোকর আদায় করে না। এটা ঠিক নয়...

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯

শামস্ মুকিত বলেছেন: হমম এটায় সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.