নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মুকিতের ডেস্ক

শামস্ মুকিত

একজন ডাক্তার, এন্ট্রাপ্রেনিয়র, রিসার্চার। ক্যান্সার এবং কগনিটিভ সায়েন্স নিয়ে কাজ করতে ভালবাসি।

শামস্ মুকিত › বিস্তারিত পোস্টঃ

অগত্যা যাত্রাপথে...

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

বাড়ি যাচ্ছি মনে রাগ আর ক্ষোভ নিয়ে।
না ভাই।।
রাগ ক্ষোভ বাড়ির মানুষদের প্রতি না। বাসের সিটের প্রতি।
গত টানা চার চার বার আমার বাড়িতে যাওয়ার ভাগ্য খুবই খারাপ। খারাপ না বলে অবশ্য করুণ বলাই ভাল।
প্রত্যেক বার গাড়িতে উঠি, সিটে বসে দেখা যায় সিট নষ্ট। সারা রাস্তা টান টান হয়ে বসে থাকতে হয়। মনে হয় যেন আমি রোবট। সোফিয়ার ছোট ভাই।

প্রথমবার আসার সময় বেশ কষ্টই হয়েছিল, আশে পাশের যাত্রীরা কিছুক্ষণ করুণ চোখে আমার দিকে তাকালো। আমি পুরো রাস্তা পাহারাদারের মত বসে আসলাম।

দ্বিতীয় বার আসার সময় ভাবলাম এভাবে হবে না, প্রতিবাদ ছাড়া অধিকার মিলবে না। চোখে একটু রাগ রাগ ভাব নিয়ে তাকালাম সুপারভাইজার এর দিকে। সুপারভাইজার আরেককাঠি সরেস। কইলো "ভাই, সিট টা সিংহাসনের লাহান। আপনেরে দিছি একমাত্র। যান গিয়া বইসা আরাম করেন"

এখন বাসের টিকিট কাটতে গেলে বলি ভাই একটা নষ্ট সিটের টিকিট দেন তো। কাউন্টারের লোকজন আমার দিকে মুখ তুলে তাকায়। বোঝার চেষ্টা করে তাদের বাস কে কোন ভাবে অপমাণ করার চেষ্টা করছি কিনা। আমি দাত কেলিয়ে তাকায়। আশে পাশের যাত্রীরা মুখ টিপে হাসে।

এবার অবশ্য কাউন্টার মাস্টার খুব খাতির করে কুষ্টিয়ার আঞ্চলিক টানে বলল "ভাই, এবার আপনার কপাল্ডা কিন্তু ভালো। আপনার ভাইগ্যে একটা ভালো গাড়ি পইড়ি গ্যিছে।"
শুনে আমি খুব খুশি। আজকে একদম লেটকায়ে ঘুমাবো সিটে। কার বাপের সাধ্যি আমারে হঠায়।
দুরু দুরু বুকে বাসে উঠলাম। সিটে বসে লিভারে হাত দিয়ে দেখি......

এলাস।।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: আহারে ---

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

শামস্ মুকিত বলেছেন: হাহা।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


কত ঘন্টার পথ?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

শামস্ মুকিত বলেছেন: ৭ ঘন্টা। তবে টাংগাইলের মধ্যে চার লেনের রাস্তা করা হচ্ছে। জ্যাম। আরো চার ঘন্টা বেশিলাগে।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভিটামিন সি বলেছেন: আহারে... আপনার পাশে, পাশের পাশে দেখেন তো কোন সুন্দরী তরুণী থাকতে পারে। তার পাশে বসে যাচ্ছেন এটা ভেবে আপনার কষ্ট লাঘব হয়ে যেতে পারে।
আমি যতবার বাড়ি যাই, দৌড়ায়ে এনা তে উঠি, লাষ্ট সারিতে আমার সিট পড়ে। ওই সারিতে টিকিট লাগে না্।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


স্পন্জের প্যাডেড আন্ডারওয়ার পেলে কিনে নেবেন।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহাের! কপাইলারই কপাল :P

কি আর করবেন!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.