নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মুকিতের ডেস্ক

শামস্ মুকিত

একজন ডাক্তার, এন্ট্রাপ্রেনিয়র, রিসার্চার। ক্যান্সার এবং কগনিটিভ সায়েন্স নিয়ে কাজ করতে ভালবাসি।

শামস্ মুকিত › বিস্তারিত পোস্টঃ

৩৬৫ দিন ৩৬৫ সুযোগ

০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

রিকশায় উঠে রিকশা মামারে জিজ্ঞেস করলাম মামা নতুন বছরে তোমার রেজুলিউশন কি?

সে আমাকে উলটো জিজ্ঞেস করল রেজুলিউশন কি মামা?

নাহ! বুঝছি, বেশি জ্ঞ্যান যাহির হয়ে যাচ্ছে।

পরিচিত এক বাদাম মামাকে জিজ্ঞেস করলাম মামা তোমার নতুন বছরে প্রতিজ্ঞা কি?
বলল, "কিছু টাকা জমাইছি মামা, ছোট ছেলেডারে আবার স্কুলে দেব।"

আসতে পথে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম নতুন বছরে তার প্রতিজ্ঞা। সে আমার দিকে কটমট করে তাকায়ে বলল, "বাস চালোনের সময় কারো লগে কথা কমু না।"

আমি ঢোক গিলে ভাবলাম, আমাকে গরমের ছ্যাকা দিলে কি হবে সে নিজেতো ভাল প্রতিজ্ঞা করেছে। তাই সই।

কুষ্টিয়া নেমে পরিচিত মুদি দোকানে জিজ্ঞেস করলাম মামা নতুন বছরে প্রতিজ্ঞা কি তোমার, দাম নিয়ে আর ভেজাল করবো না মামা, দেখি আল্লাহ মালিক।
ভাবলাম যাক শুভ বুদ্ধি হলে ভাল এই আল্লাহ মালিকের ভয়ে।

ওহ, সেই রিক্সা ওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম নতুন বছরের প্রতিজ্ঞা। সে কি বলেছিল জানেন?
গরমের দিনে মাথায় ছাতি ব্যাবহারর করব।

এই সব ছোট ছোট উদ্যোগ নিয়েই আমাদের বড় উদ্যোগ। আমরাই পারি *দনে থাকা এই দেশটাকে ভাল করতে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালি জিজ্ঞেস করলে তো হবে না। নিজের পেশাগত যে দায়িত্ব সেটাও পালন করতে হবে...

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শামস্ মুকিত বলেছেন: অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.