নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

একটি প্রত্যাখ্যানের গল্প

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৯





কোন এক মৌন বিকেলে অকস্মাৎ দেখায় শ্যেনদৃষ্টি মেলে ধরে সে জিজ্ঞেস করলো,
-বিয়ে করেছো?
এই বান্ধবীটিকে ভুলেই গিয়েছিলাম আমি। অথচ যতদূর মনে পড়ে শৈশব থেকে যৌবনে পদার্পণ করার মধ্যবর্তী পুরো সময়টুকু তার পেছনেই ব্যয় করেছিলাম।
-আমার দুই সন্তান।
অজ্ঞাত ঘৃণাবোধের দরুনই হোক আর হঠাৎ দেখার ধাক্কাই হোক গলার স্বরটা যথাসম্ভব নিচু হয়ে এলো আমার।
-আমার কথা জানতে চাইলে না?
মরমিতার এই প্রশ্নে কুকড়ে গেলাম আমি। বুঝলাম আঠারো বৎসরে পুরনো ক্ষত হঠাৎ জেগে উঠেছে। উদ্ভ্রান্তের মত চিৎকার করে উঠলাম। কিন্তু গলা থেকে চিইচিই শব্দ ছাড়া কিছু বেরুলো না।
-শান্ত হও রাচেল। আমি জানি আমার প্রতি কদর্যতায় ভরে আছে তোমার মন। আমাদের এইভাবে দেখা হওয়াটা আকস্মিক নয় কিন্তু!
-সে যাইহোক। আমি তোমাকে মুছে ফেলেছি। তুমি যেই নরক থেকে এসেছো সেখানে ফিরে যাও মরমিতা।
নিজেকে একটি শক্ত দেয়ালে ঠেসে ধরে সোজা হয়ে দাঁড়ালাম আমি।
-আমাকে একটি সুযোগ প্রদান করো প্রিয়তম! মাত্র একটি সুযোগ।
-প্রিয়তম?
হো হো করে হেসে উঠলাম আমি। তারপর থেমে জিজ্ঞেস করলাম।
-তোমার স্বামী বেঁচে নেই বুঝি?
মরমিতা এইবার আমার চোখে তার সম্পূর্ণ দৃষ্টি ঢেলে দিল। আশ্চর্য সে দৃষ্টি। ব্যক্ত করবার অযাগ্য। আমার সারা দেহ কেমন অবশ হয়ে এলো। আমার চারপাশ দৌদুল্যমান হয়ে উঠলো।
মরমিতা আমার হাত চেপে ধরলো এবং আমাকে ধাবিত করলো একটি নির্জন উপত্যকার দিকে। তাকে থামানোর কোনরূপ শক্তি আমার ছিল না।

মরমিতা প্রথমে তার স্তনদ্বয় অনাবৃত করে মেলে ধরলো আমার সম্মুখে। তারপর মায়াময় কন্ঠে জিজ্ঞেস করলো,
-কোন এক দপ্তদুপুরে এদুটো মর্দনের ইচ্ছা প্রকাশ করেছিলে তুমি?
আমি চোখ নামানোর আগ পর্যন্ত দেখলাম, বার্ধক্য এখনো তার স্তনদ্বয়কে নুয়ে ফেলতে পারেনি।
-তোমার বার বার প্রত্যাখিত হওয়ার কারণ জানতে চাওনা তুমি? আমার দিকে তাকাও রাচেল।
আমি মাথা নিচু করে রইলাম তবু। সে বলেই চললো,
-আমার শেষ অনুরোধটা তুমি রাখো। আমাকে ঘৃণা থেকে মুক্তি দাও রাচেল। বাকিটা জীবন ভালবাসা নিয়ে মরতে দাও।
অামাকে দেখো।
শুকনো পাতার মর্মরে মরমিতার এগিয়ে আসার শব্দ শুনলাম। সে আলতো করে থুতনিতে হাত রাখলো আমার। তারপর মাথাটা উচু করে ধরলো তার অনাবৃত নিম্নাঙ্গে।
আমি দেখতে বাধ্য হলাম- একটি অর্ধঃউথিত শিশ্ন।

ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩১

জেন রসি বলেছেন: সাংঘাতিক অবস্থা । ;)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: জেন রসি বলেছেন: সাংঘাতিক অবস্থা । ;)

লেখক বলেছেন: সাংঘাতিক মন্তব্য।

২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮

জগতারন বলেছেন:
-আমার শেষ অনুরোধটা তুমি রাখো।
আমাকে ঘৃণা থেকে মুক্তি দাও রাচেল।
বাকিটা জীবন ভালবাসা নিয়ে মরতে দাও।


আসল কথা।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪০

হাতুড়ে লেখক বলেছেন: পাঠ ও মন্তব্যে শুভ কামনা জানবেন।

৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার গল্প পড়া শুরু করার সময়ই মনে হয় এই বুঝি কিছু একটা ান্য রকম গল্পের মুখোমুখি হলাম। ব্যাতিক্রম হলেও আজকের গল্পটা খুবই সবলীল............কিন্তু আমি ভাবী, কোথা থেকে গল্পের এমন প্রটগুলো আপনার মাথায় আসে!

০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

হাতুড়ে লেখক বলেছেন: সব উনার ইচ্ছা ভাই। B-)

৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:০৪

হাতুড়ে লেখক বলেছেন: :(

৫| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

বিজন রয় বলেছেন: কঠিন! একটুখানিতেই কত কথা!

আমাকেও গল্প লেখা অভ্যাস করতে হবে।
+++

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৭

হাতুড়ে লেখক বলেছেন: পাঠ ও মন্তব্যে শুভ কামনা জানবেন।

৬| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

উম্মে সায়মা বলেছেন: আমারও আবারো একই প্রশ্ন আপনি পান কোথায় এসব প্লট? সেই বুড়ো না মরে গেল? :-B

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

হাতুড়ে লেখক বলেছেন: আপনে দিছেন B-)

৭| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১:২৮

হাসান মাহবুব বলেছেন: :-* :-/ =p~

১১ ই জুন, ২০১৭ বিকাল ৪:১০

হাতুড়ে লেখক বলেছেন: :| B:-)

৮| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

উম্মে সায়মা বলেছেন: আমি দিতে যাব কেন। আমি পেলে তো নিজেই লিখতাম #:-S
হাতুড়ে ভাই এটা কোন কাজ করলেন? আপনার '১৫ মে' গল্পে নেটওয়ার্ক সমস্যার জন্য একই কমেন্ট কয়েকবার চলে গিয়েছিল। তাই বলেছিলাম ওগুলো ডিলিট করে দিতে। কিন্তু আপনি দেখলেনইনা |-)

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

হাতুড়ে লেখক বলেছেন: দুঃখিত ম্যাম। দেখছি। :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.