নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

আমি

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫




উশখুশকু চুলধারী লোকটির সাথে পরিচয় হয়েছিল একটি ফ্যাসফ্যাসে দুপুরে। আমি সেদিন জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছিল পদ্মার তীরে। দেখলাম দুটো চিংড়ি মাছ হাতে করে নগ্ন বালুতে পা রেখে তিনি আমাকে ইশারায় ডাকছেন। আমি এগুতেই শুনতে পেলাম,
-তুমি কি এগুলো খুঁজছো?
-বাহ! এগুলো বেশ বড়। কিভাবে পেলেন?
-পেলাম! এ দুটো তোমার। এই নাও।
বলেই আমার হাড়িতে গুঁজে দিলেন মাছ দুটো।
-কে আপনি? আর আমাকে মাছগুলোই বা কেন দিচ্ছেন?
-আমাকে চিনতে পারছো না?
-না।
-আমি রবীন্দ্রনাথ ঠাকুর । এইবার চিনলে?
-না।
-তোমার সাহস দেখে বলিহারি যাই ছোকরা। তুমি বিশ্ব কবিকে চিনতে পারছো না?
-বললাম তো, পারছিনা।
-তাহলে মাছ দুটো ফেরত দাও।
বলেই তিনি মাছ দুটো ঝটপট তুলে নিয়ে চলে গেলেন। আর সেই সঙ্গে আকাশ থেকে কে যেন দুইবার গম্ভীর স্বরে উচ্চারণ করলো,
-বেকুব! বেকুব!



পরেরদিন আবার দেখতে পেলাম লোকটিকে। দুটো চিংড়ি হাতে আমাকে ডাকছেন তিনি।
-তুমি কি এইগুলো খুঁজছো?
আমি এগিয়ে যেতেই গতকালের মত জিজ্ঞেস করলেন। তারপর আমার হাড়িতে মাছগুলো গুঁজে দিয়ে বললেন,
-আমাকে চিনতে পারছো?
-হ্যাঁ। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি।
এ কথা শুনে তিনি গতকালের ন্যায় মাছ দুটো ঝটপট তুলে নিয়ে চলে গেলেন। আর সাথে সাথে আকাশ থেকে শোনা গেল,
-বেকুব! বেকুব!



তৃতীয় দিনও লোকটিকে দেখতে পেলাম আমি। আজকে লোকটির হাতে কোন মাছ নেই। আছে চারটে কবিতা।
-তুমি কি এগুলো খুঁজছো?
বলেই কবিতাগুলো আমার হাড়িতে গুঁজে দিলেন। সাথে সাথে জিজ্ঞেস করলেন,
-আমাকে চিনতে পারছো?
-হ্যাঁ। আপনি তো আমি। আর আমিই তো রবীন্দ্রনাথ, নজরুল।
একথা শুনে আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন তিনি এবং কোথায় যেন মিলিয়ে গেলেন সহসা। আর আকাশ থেকেও আজ কেউ গম্ভীর স্বরে ডেকে উঠলো না।
-বেকুব! বেকুব!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১২

জেন রসি বলেছেন: ভাবনা চিন্তার স্টাইল পরিবর্তন করেছেন?



০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

হাতুড়ে লেখক বলেছেন: সেরকম মনে হচ্ছে?

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫

কানিজ রিনা বলেছেন: ওহ তাইত এই জন্য জাফর সামীয়ারা ভুল
করে নাই। বেশ লিখেছেন। শুভ কামনা।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪২

হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসা রইলো অনিমেষ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লেগেছে।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

নিয়াজ সুমন বলেছেন: ভালোই তো লিখেছেন..

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৯

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: এত ছোট !!!!

আরেকটু বড় হলে ভালো হতো।

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

হাতুড়ে লেখক বলেছেন: পরবর্তীতে চেষ্টা করবো। ভালো থাকবেন।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকৃত হলাম ব্রো হাতুড়ে!:)

সম্ভবত হাতুড়ের প্রতি আমার মুগ্ধতা আরো কয়েকগুন বেড়ে গেলা!:)


অনেক বড় লেখক হওয়ার দোয়া রইলো ব্রো!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

হাতুড়ে লেখক বলেছেন: কত বড়? :(

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬

বিলিয়ার রহমান বলেছেন: হায় টাইপো.........!

টাইপোর জন্য সরি! :P

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

বিলিয়ার রহমান বলেছেন: অনেক বড়! আন্তন চেখভের মতো বড়!!

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

রানা আমান বলেছেন: ভাল লিখেছেন

১০| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:


লেখা কি থাকছে না ফেবুতে চুরি হয়ে যাচ্ছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.