নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

পূর্বস্মৃতি

২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৩




একজন পুরুষাবায়বের বিবৃতি:

ধারণা করা যায় আজ ভোর পাঁচটায় আমাদের সকলের মৃত্যু হয়েছে। অন্ধকার এমন ভাবে চেপে বসেছে আমাদের চোখে আমরা কেউ কাউকে দেখতে পর্যন্ত পারছিনা। কাছে কোথাও কোন এক শিশু চিৎকার করে ডেকে চলেছে।
-মা। মা। ও মা।
বুঝতে পারছি মানুষ মরে গিয়েও এখনো জীবিতকালীন আচরণ ভুলে যেতে পারেনি। আমি শিশুটির দিকে এগিয়ে যাই অন্ধকারে পা টিপে টিপে।
-কে কে ওখানে?
শিশুটি কেমন আঁতকে উঠে আমার পায়ের শব্দে।
-আমি তোমার বাবা।
-মা কোথায়?
-মরে গ্যাছে।
-আমরাও তো মরে গেছি তাইনা বাবা? তবে মাকে দেখতে পাচ্ছিনা কেন?-সকাল হোক দুইজন মিলে খুঁজবো তোমার মাকে। আমরা তো এখনো এখানকার পথঘাট চিনিনা। হয়ত তোমার মাও আমাদের খুঁজে বেড়াচ্ছেন।
-যদি সকাল না হয় বাবা?
আমি অন্ধকারেও চোখ সরিয়ে নেই। অন্ধকার আরো তীব্র হয়ে আসে। বেঁচে থাকলে হয়ত ছেলেটাকে মিথ্যে শান্তনা দেওয়া যেত এই বলে যে, সকাল হবেই। কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না। বললাম,
-সকাল না হলে আমাদের অন্ধকারে চলতে শিখতে হবে। পারবে না?
-পারবো। আমি এখন তোমাকে দেখতে পাচ্ছি বাবা।
আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ ধরে কিন্তু কিছুই দেখতে পেলাম না। বুঝতে পারলাম অন্ধকার ক্রমশ আরো অন্ধকার হয়ে যাচ্ছে।

একজন নারীঅবায়বের বিবৃতি:

ঠিক যেমনটা ভেবে রেখেছিলাম, একটা ছোট্ট একটা রুম ঝলমলে। চোখের সামনে সমুদ্র, ডান পাশে পাহাড়, বাম পাশে তুমি। স্রষ্টা কত মহান তাইনা রিসিত? আমাদের প্রেম সত্যি ছিল তাইতো মৃত্যুর পর তোমায় পেলাম এত কাছে, সম্পূর্ণরূপে। আমার কাছে এসো। আমাকে ভালবাসো রিসিত। আমার সন্তান, আমার স্বামী, আমার সমস্ত স্মৃতি বিস্মৃত করে দাও। এসো।

একজন শিশুঅবায়বের বিবৃতি:

আমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছিনা প্রভু। আমার মা, বাবা কাউকে দেখতে পাচ্ছিনা। আমার মা কোথায় প্রভু? আমি কি আমার মাকে ডাকবো প্রভু?
-মা। মা। ও মা।

একজন স্রষ্টাঅবায়বের বিবৃতি:

ধারণা করা যায় আজ ভোর পাঁচটায় আমাদের সকলের মৃত্যু হয়েছে এবং আমি কোন পূর্বস্মৃতি মনে করতে পারছিনা।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখাটি সুন্দর কিন্তু এর নিগূঢ় তথ্য উদ্ধার করতে পারলামনা। :(

২২ শে মে, ২০১৮ সকাল ১০:০৪

হাতুড়ে লেখক বলেছেন: নিগূঢ় তথ্য দিয়ে কি হবে? সৌন্দর্য উপলদ্ধি করেছেন এইটাই মূল্যবান।

২| ২২ শে মে, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: কি বলতে চাচ্ছেন?

২২ শে মে, ২০১৮ সকাল ১১:২২

হাতুড়ে লেখক বলেছেন: কিছুইনা।

৩| ২২ শে মে, ২০১৮ সকাল ১০:৫৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: লিখা -মৃত্যু পরবর্তী সময় নিয়ে ভাবাচ্ছে। ভাবনা ও প্রকাশ ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৮ সকাল ১১:২৩

হাতুড়ে লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা।

৪| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

কাইকর বলেছেন: ভাল লাগলো লেখাটা।খুব গুছিয়ে লিখেছেন।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০১

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ কাইকর।

৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

পবন সরকার বলেছেন: হাতুড়ে লেখক, আপনাকে একজনে প্রশ্ন করল, কি বলতে চাচ্ছেন?
আপনি উত্তর দিলেন, কিছুই না,
আমার কথা হলো--- কিছুই না হলে আপনি বললেন কেন?
হাতুড়ে লেখক রসিকতা করলাম। লেখা ভালো হয়েছে।

২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২১

হাতুড়ে লেখক বলেছেন: আমি কি কিছু বলেছি?

পবন সরকার, রসিকতা করলাম।

৬| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২০

হাসান মাহবুব বলেছেন: ঈশ্বরই কি মা? মা'ই কি ঈশ্বর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.