নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকে স্বাগতম।

হাতুড়ে লেখক

ফেসবুকে আমি: www.facebook.com/ariyaanriyad

হাতুড়ে লেখক › বিস্তারিত পোস্টঃ

নামুষ

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২




নামুষের মৃত্যুর পর মারাত্মক বিপাকে পড়েছে গ্রামবাসী। নামুষের বন্ধু করিম বললো,

-জানাযা পড়িয়ে কবরস্থ করাই ঠিক হবে, শত হলেও মুসলমানের পোলা।

-না। ওকে কোনদিন নামাজ পড়তে দেখেছে কেউ? তাছাড়া শুনেছি সে ঘোরতর অবিশ্বাসী ছিল।

নামাজ পড়তে পড়তে কপালে কালচে দাগ ফেলে দেওয়া কামাল থামিয়ে দিল করিমকে।

-তাহলে ওকে পোড়ানো হোক। খরচাপাতির ব্যাপারটা আমিই দেখবো। ভগবানের আশীর্বাদে আমার অনেক...

নেপাল হরকারকে ইশারায় থামতে বললেন হরি মন্ডল। সামান্য উত্তেজিত দেখালো তাকে। বললেন,

-ভেবেছেন কি মশাই? সামান্য সম্পত্তির গরমে এইভাবে অধম্ম করবেন? মুসলমানের পোলারে চিতায় উঠাবেন? ছি ছি।

ঠিক এমন সময় উদ্ভ্রান্তের মতো এক পাগল ওই ঝটলার মধ্যে ঢুকে পড়ে চিল্লাতে শুরু করে দিলো।

-তোরা সবাই মরবি! হে হে মরবি সবাই! লাশ কই? লাশ খাবো। লাশ দে।

কোন অঘটনের আশংকায় আগেই যুবকেরা পাগলটাকে সরিয়ে দিল। কিন্তু এ পাগল তো যে সে পাগল নয়! সে যুবকদের হাত ছাড়িয়ে সোজা চলে গেল লাশের কাছে। গিয়েই একঝটকায় ছিড়ে নিল লাশের হাত। তারপর সত্যিসত্যি খাওয়া শুরু করে দিল। আর মুখে বলতে লাগলো,

-সবাই মরবি! লাশ খাবো। হে হে।

এমন ভয়ংকর দৃশ্য দেখে কয়েকজন অজ্ঞান হয়ে গেল
সাথে সাথে। শিশুরা শুরু করে দিল কান্না। গ্রামের প্রভাবশালীদের মধ্য থেকে একজন পাগলটাকে দ্রুত সরানোর হুকুম দিলেন যুবকদের।

অবশেষে লাশখেকো পাগলটাকে বেঁধে ফেলা হলো বড় জামগাছটার সাথে। জটলা বেড়েই চলেছে। পুরো গ্রাম, গ্রামের মানুষ হেলে পড়েছে যেন নামুষের বাপ বৃদ্ধ হাতেম আলীর বাড়ি।

হাতেম আলীর একটাই ছেলে। চাষী হাতেম স্বপ্ন দেখেছিলেন ছেলে পড়াশোনা করে একদিন মানুষ হবে। তাইতো ছেলেকে জমিজমা বিক্রি করে পড়াশোনা শেষ করিয়েছিলেন। কিন্তু ছেলেটা! মানুষ না হয়ে হলো অবিশ্বাসী! তাইতো দিনদুপুরে কারা যেন তার একমাত্র সন্তানকে মেরে ফেলে রেখে গেছে তারই বাড়ির উঠানে!
তারপর এসেছিল পুলিশ। দুইদিন পর থানা থেকে যখন হাতেম আলী নামুষকে নিয়ে ফিরলেন তখনই গ্রামবাসী হুমরি খেয়ে পড়েছে তার বাড়ি৷ সকাল থেকে চলছে বাহাস।

হাতেম আলী আর ধরে রাখতে পারলেন না নিজেকে। একটা বড়সড় দা নিয়ে এসে দাঁড়ালেন জটলার মাঝখানে। আর গর্জে উঠলেন।

-সব দূর হয়ে যা কুত্তার বাচ্চারা। নাহলে কেটে রেখে দেব আজ সবকটাকে। আমার ছেলেটাকে মেরে তোদের ধর্ম যাচাই হয়নি? এখন এসেছিস তার লাশের ধর্ম যাচাই করতে?

হাতেম আলীর রুদ্রমূর্তি দেখে ধীরে ধীরে কমে গেল ভীড়৷ এক পর্যায়ে সবাই চলে গেল। রয়ে গেল শুধু হাতেম আলী, আধেক নামুষ আর লাশখেকো পাগলটা। সহসা হাতেম আলীর মনে পড়লো নামুষ একদিন বলেছিল,

-আমার মৃত্যুর পর বিপাকে পড়ে যাবে সবাই। তুমি বিচলিত হইয়োনা বাবা। আর আমার লাশ নিয়ে চিন্তা করোনা। এক পাগল আসবে, ওকে আমার লাশটা খেতে দিও।

হাতেম আলী উঠে দাঁড়ালেন এবং ধীরেসুস্থে পাগলের বাঁধনটা খুলে দিলেন।


ছবি: ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৪

মোহামমদ কামরুজজামান বলেছেন:
গল্পের প্লটটি ভয়াবহ তবে এটি আমাদের সামাজিক সংকটকেই দেখায় ।

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভয়াবহ

২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪১

হাতুড়ে লেখক বলেছেন: হ্যাঁ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

খোলা মনের কথা বলেছেন: বর্তমান চিত্র। নানা কৌশলে মানুষ হত্যা। হত্যার পরেও লাশ নিয়ে রাজনীতি। মানুষ সব নামুষে পরিণত হয়েছে। অসাধারন লিখেছেন.....

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: হাতুড়ে লেখক,




" সহসা হাতেম আলীর মনে পড়লো নামুষ একদিন বলেছিল,
-আমার মৃত্যুর পর বিপাকে পড়ে যাবে সবাই। তুমি বিচলিত হইয়োনা বাবা। আর আমার লাশ নিয়ে চিন্তা করোনা। এক পাগল আসবে, ওকে আমার লাশটা খেতে দিও। "

লাশের ধর্ম নিয়ে টানাটানি না হয় বুঝলুম কিন্তু বুঝিনি কি ইঙ্গিত করেছেন ঐটুকুতে।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

হাতুড়ে লেখক বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস। আসলে কোন কিছুই ইঙ্গিত করিনি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

হাতুড়ে লেখক বলেছেন: আচ্ছা।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৩

হাসান মাহবুব বলেছেন: পাগল রূপকটি ভয়াবহ, কিন্তু অর্থবহ নয়। অন্যভাবে হলে ভালো হত।

২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৬

হাতুড়ে লেখক বলেছেন: হাসান ভাই অর্থবহ হওয়াটা কি জরুরী? হ্যাঁ অন্যভাবে হলে ভালো হলেও হতে পারতো।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪

হাসান মাহবুব বলেছেন: না, জরুরী না।

২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৯

হাতুড়ে লেখক বলেছেন: থ্যাংকিউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.