নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

এটাই জীবন !

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২

ডিম থেকে বাচ্চা ফুটেই গন্ধম খাবে

ভুলের প্রচন্ড উত্তাপে বাস্পীভুত হবে

জীবন নামের চলমান সিগারেট,

ভেঙ্গে পরা প্রচীর জুড়ে আগাছা গজাবে ।

চেতনার বানিজ্য করে বেড়াবে দুষ্টজন

মুখ বুজে সহ্য করবে তাঁদের মূখর বক্তৃতা-

তুমি মদ্যপ, মাতাল অসংখ্য বিশেষণ।



তারপর কেটে যাবে সকল সংকোচ

জীবনের কাছে মার খেয়ে

দাঁত কেলিয়ে হাসবে নির্লজ্জের মতো

বলবে অদৃষ্টের ক্রিপায় ভালো আছি।



বসবাস হবে সপ্নের মাঝে,

মাথার নিচে ইট রেখে বলবে

আহা কি নরম বালিশ !

বউয়ের কাছে ঝাড়ি খেয়ে

আশে পাশে তাকাবে কেউ দেখেছে কি?



ব্যর্থতার জেদ ধরবে গায়ে

সকল নখর এসে পড়বে

স্ত্রীর শরীরে অথবা কবিতার খাতায়।



সেজন্যই নারীরা কবিদের পছন্দ করে না

কবিতার নির্যাস নেয়, উপটানের মতো

বাকিটা জীবন তুমি হিসেব করে বেড়াবে

মুই কি হনু রে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.