নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

হিসাব নিকাশ

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:১৪

পায়ে পায়ে গঞ্জনা আর ধিক্কার
তোমার দ্বারা কিচ্ছু হবে না।
“অবাস্তব ও স্রোত বিমুখ চিন্তা তোমার”

মাথা নিচু করে আমিও চলে এসেছি
যুক্তি দেখানোর সময় হয়নি এখনো।
আমার ভুল কোথায় ? খুজে খুজে
নিজেকে শুধরে নেবার লড়াই।

অনেক ভুলের ভিড়ে আজ একটি ভুল
অঝোরে কাদায় আমায় । "আত্মকেন্দ্রিক "
তোমাদের নিয়ে ভাবিনি কখনো।
আমি শুধু আমাকেই জেনেছি।

যদি একটি বারের জন্য তোমাদের নিয়ে ভাবতাম
তবে ঘৃণার জীবন হতো আমার।
জোর বেঁচে গেছি।ও পথ মাড়াইনি
নিজের ভুল শুধরে সময় পাইনি
অথবা আমি শুধু আমাকেই জেনেছি।

এই একটি ভুলের মাসুল দিতে দিতে
তিরিশ বছর গেলো, আরো কতো যাবে
তার হিসেব আছে কোথাও ?

এখনো সেই অবাস্তব ও স্রোত বিমুখ চলা আমার
কিছু হওয়ার স্বাদ মরে গেছে।যা আছি তাই বেশ।

ভোগ আর ভোগের জন্য কাড়াকাড়ি
এই যদি স্রোত হয় ।
তবে আমি আর মাথা নিচু করে নয়
এবার স্বদর্পে দাপিয়ে বেড়বো,
বৈরী স্রোতে একা।

যদি লালসার পুত্তলীতে
মেকাপ লাগিয়ে মানুষ সাজাই
কঠিন বাস্তবতা হয়,তবে আমি
আরো অবাস্তব হতে চাই।
স্বয়ংবরা নারীর মত
হাসতে হাসতে গলায় পড়ব
তোমাদের শত গঞ্জনা, ধিক্কার।
৫/৪/১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন+

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:১২

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.