নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

স্লিপিং পিল

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৫




কত শত নীড় বদলেছি জীবনে
গুনে গুনে ভাড়া দিতে শিখে গেছি ।
কতো আলো ফেরি করে করে
মাসান্তে বাড়িওয়ালার পকেট করেছি ভারী।

সেই থেকে পিতৃভিটায় আঁধার,
প্রদীপ জ্বালানো হয় না কখনো।
স্ট্যাটাসের মায়ায় প্রবঞ্চক মানব!
তবুও তোমার কোলে পেয়েছিলাম ঠাই।
ভাসমান জেনেও ফেরাও নি আমায়
হে বুড়িগঙ্গা এবার দাও বিদায়।

মধ্যানে সকাল, বিকেলে দুপুর
অনাহারী দিন, প্রসন্ন রাত্রি তোমার কোলে,
ঘুম ক্লান্ত ঠোটে রিজলার চুমু
ব্যস্ত শহরে বেমানান আমি,
ঘড়ির কাটায় সদা আসামী।
এইতো শেষ দেখা নয়
তুমি নদী নও , নারী হয়ে রও মোর মনে
তাই আবার এসে দাড়াবো তোমার উঠানে।

২৯/৩/১৭

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা+

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:১১

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

২| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:০৯

কানিজ রিনা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ,

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:১১

ফয়সাল হাওড়ী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৩

দগ্ধ সিগারেট বলেছেন: ঘুম ক্লান্ত ঠোটে রিজলার চুমু
ব্যস্ত শহরে বেমানান আমি,,,,,)।।ভালো লিখেছেন।

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৬

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + ।কয়েকটি টাইপো আছে ঠিক করে নিবেন ।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৪২

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই।হ্যা ভাই কিছু টাইপিং প্রবলেম আছে।এগুলো ঠিক করতে পারছি না। সত্যি বলতে কি এখানে আমি লিখতেই পারছি না, ফ্রন্ট ভেঙ্গে যাচ্ছে।একটা কমেন্ট করতে হলেও আমাকে অন্য কোথাও লিখে এখানে কপি পেইস্ট করতে হচ্ছে। তাও সঠিকভাবে পারছি না।এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবো ভাবছি।

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৩৬

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.