নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮

ওটা প্রেম নিবেদন ছিলো না, কিশোরী...
না ছিল আদিম বাসনার ইশারা
শৈশবে রাতকানায় একটি বাতির
ফিউজ কেটে গেছে, মেঘে ঢাকা তাঁরা,
থেকেও নেই অথবা অন্ধকারে লুকিয়ে থাকা আলো।
তুমি চাইলেই শাস্তি বলতে পারো
অদৃশ্যের দোহাই দিয়ে
দৃশ্যমানকে তুচ্ছ তোমরাই ভাবো।
কি নাই তাই নিয়েই জীবন তোমাদের
কি আছে তা থুরাই কেয়ার করো

ওটা প্রেম নিবেদন ছিলনা, বালিকা ...
না ছিল কিশোর সুলভ পাগলামী
আজকে না হয় দুষ্টু ছেলে হলাম আমি।
চলন্ত এই যন্ত্রযানে, উল্টো পথে
দিনের সেরা অনন্যাকে জানিয়ে দেওয়া
আমি মালিক বিহীন, শাসন করতে চলে আসুন।।

তুমি তোমার খেলার সাথীর তাড়া খেয়ে
আঁতকে ওঠে থামলে শেষে আমায় দেখে।
জানি আমায় দেখে হাসছিলে না,
খেলায় জেতার আনন্দতে মগ্ন তুমি,
ফিরে পেয়ে আপন মনে হাসলে যখন ...

সে চোখের হাসি কাটল আমায়,
তুচ্ছ করে ছুড়ে দিলো আস্তাকুড়ে
মনে হলো এই জীবনটাতে বন্দি আমি
দুঃখ জ্বরার নোংরা জলে মাখামাখি।
হেরে যাওয়ার বার্তা দিলাম তোমায়
বহু সাহস করে মেরেই দিলা আঁখি।

বালিকা তোমার চোখে দেখেছিলাম
তিরিশ বছর কারাবাসের ছুটি।
২২/৩/১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.