নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

শূন্য

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:০৯


শূন্যতা তোমার ওজন কতো?
আর কতোটা নির্দয় হলে
তোমাকে বহন করতে পারবো?
শূন্যতা তোমার আয়তন কতো?
এই এক বর্গফুট বুকে
কেমনে তোমার জায়গা দেবো?

শূন্যতা তুমি কতো দিন থাকো?
কতোটা উন্মাদ হলে
তুমি ছেড়ে চলে যাও?
শূন্যতা তুমি কোথায় থাকো?
আর কতোটা একা হলে
তবে তুমি দেখা দাও?
১২/২/১৭

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি সিলেটের হাওর এলাকার ব্লগার?

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:২৩

ফয়সাল হাওড়ী বলেছেন: আমার বাড়ি সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চলে । আমি ব্লগার কি না জানি না , তবে লিখি।

২| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:২৯

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখাতে কি বোঝাতে চেয়েছে ? শূন্যতা কি একবার ধনাত্মক আবার ঋনাত্বক ! ;)

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

ফয়সাল হাওড়ী বলেছেন: শুন্যতার শুরুতে শুন্যতা বিরক্তিকর। এর থেকে মুক্তি পেতে আমরা হাঁস ফাঁস করি। আবার একসময় শুন্যতাই আমাদের ভালো লেগে যায়। তখন আবার শুন্যতাকে আপন করতে মন চায়। প্রকৃত পক্ষে শুন্যতা কারো আপন হয় না। এই না পারার কষ্ট মানব হৃদয়কে জাগিয়ে তোলে। এই ভাবে বিচার করলে শুন্যতা ধনাত্মক, ঋনাত্বক দুটোই ।

৩| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা সম্পর্কে জ্ঞান নিতান্তই কম।কিন্তু আপনার কবিতার কথাগুলো বুঝেছি।
শুন্যতা সম্পর্কে জানার প্রচেষ্টা ভালো লাগলো।
আরো ভালো লাগলো ব্লগার"শাহরিয়ার কবির"ভাইয়ের রিপ্লে তে আরো ফুটিয়ে তুলেছেন দেখে। :)

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৫:৫৯

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি আমাকে পড়েন এবং আমাকে নিয়ে চিন্তা করেন জেনে খুশি হলাম।

৪| ০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর কতোটা একা হলে
তবে তুমি দেখা দাও?
এক্কেবারে কেউ না থাকলে শূণ্যতা দেখা দেয়।

০৩ রা জুন, ২০১৭ রাত ৮:৩৫

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৪

চুপচাপ মেহেদী বলেছেন: কবিতা পড়ে চুপ হয়ে গেলাম।

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৩

ফয়সাল হাওড়ী বলেছেন: হা হা হা

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা, ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৪

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.