নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

তফাৎ

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৬


মায়ের হৃদয় ,
সদা সংশয়।
"অবুঝ বাছা আমার"
এই বুঝি কিছু হয় !

রাখে চোখে চোখে
জানা অজানায়
"আমার সাথেই আগে"
হোক পরিচয়।।

মুচকি হেঁসে পিতা
করেন চাতুরী
"নিজের ঘরেই দেখি"
ছেলের বাহাদুরী।

বাড়ির আঙ্গিয়ান
ছেড়ে অবুঝ শিশুরে
"অকূল পাথারে ভাসাই"
দেখেছি সংসারে।।

বালিকা, এইটুকু
তফাৎ আছে দুই ভালোবাসায়
নচেৎ সকল কিছু
সমান হাসায় কাঁদায়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: খুব সুন্দর হয়েছে

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগল পড়ে।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফয়সাল হাওড়ী বলেছেন: আপনার ভালোবাসা হোক আমার পথ চলার পাথেয় । ধন্যবাদ

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ। পাশে থাকুন সব সময়।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৬

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাদের ভালোলাগা আর ভালোবাসাই আমার প্রেরণা।

৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৬| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

ফয়সাল হাওড়ী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.