নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

"সুবোধ" এর জয়গান

২২ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮



সুবোধ নাকি পালিয়ে গেছে ? নির্বোধেই দেশ !
পালায়নি কো , সুপ্ত ছিল , গুপ্ত ছিল বেশ।
তুমিই বলো সুবোধ জনের পালিয়ে যাওয়া সাজে?
এই যে দেখো কোটি সুবোধ বান ভাসীদের মাঝে ।

নির্বোধ ইদুর যখন গর্ত খুড়ে বন্যা আনে দেশে
কোটি সুবোধ ঝাপিয়ে পড়ে বানভাসীদের পাশে।
মানুষরূপী ইদুরগুলো খেলে যখন জীবন নিয়ে পাশা
সুবোধ তোমার ভালোবাসার ঢাল- তলোয়ার খাসা।

এমন সুবোধ ঘরে ঘরে লুকিয়ে থাকে সদাই
বাংলা মায়ের বিপদ হলেই বেড়িয়ে আসে সবাই।
যুগের লেখনী লিখে যায় সদা ভালোবাসার গান
বাংলা মায়ের দামাল ছেলে "সুবোধ" এর জয়গান ।

(বানভাসী মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সুবোধ হৃদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা )

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: এমন সুবোধের প্রতি রইলো শ্রদ্ধা আর আপনার কবিতায় ভাল লাগা ।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৪

ফয়সাল হাওড়ী বলেছেন: আমাকে পড়ার জন্য ধন্যবাদ। সবার হৃদয়ে সুবোধ বেচে থাক।

২| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫৮

শুভ্র বিকেল বলেছেন: দারুণ লেখনী। শুভকামনা।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ। আপনাদের ভালোলাগা আমার অনুপ্রেরণা।

৩| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন সুবোধ ঘরে ঘরে লুকিয়ে থাকে সদাই
বাংলা মায়ের বিপদ হলেই বেড়িয়ে আসে সবাই।
যুগের লেখনী লিখে যায় সদা ভালোবাসার গান
বাংলা মায়ের দামাল ছেলে "সুবোধ" এর জয়গান

:)

সুবোধরা আছে বলেই আজো স্বপ্ন বেঁচে আছে :)

+++++

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

ফয়সাল হাওড়ী বলেছেন: সুবোধ বেচে থাক প্রতিটি মানুষে। আমাকে পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১৫

সাকিব মুসতানসির বলেছেন: এমন সুবোধ ঘরে ঘরে লুকিয়ে থাকে সদাই
বাংলা মায়ের বিপদ হলেই বেড়িয়ে আসে সবাই।

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮

ফয়সাল হাওড়ী বলেছেন: সুবোধ বেচে থাক প্রতিটি হৃদয়ে।

৫| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৮

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ

৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++

বানভাসী মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সুবোধ হৃদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

ফয়সাল হাওড়ী বলেছেন: আমাকে পড়ার জন্য ধন্যবাদ

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৯

উদাস মাঝি বলেছেন: দারুণ কবিতা !

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.