নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

জ্যৈষ্ঠের নয়াপানিত অবগাহন!!

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২১

হাওর গুলোতে এখন যাতায়াত ব্যবস্থা একটু বেগতিক। না পুরোদমে নৌকা চলে , না হেটে/গাড়িতে চলাচল করা যায়। কোথাও হাঁটু পানি তো কোথাও কোথাও কোমর পানি। প্রতিদিন ফুট খানেক পানি বাড়ে। হয়তো দিন পনেরো পরে পুরোপুরি নৌকা নির্ভর যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে।



কিন্তু হাওরে এই সময়ে একটা ব্যাতিক্রমী সৌন্দর্য আছে। এখন আকাশ পরিষ্কার , জোড়ে বাতাস বয় , গ্রাম গুলোর পাশে খেলার মাঠ গুলো এখনো শুকনা, মাঠে মাঠে খেলা করে হাওরের বাঁধনহারা ছেলেপুলের দল।

এমন দিনে হাওরে চুপটি করে বসে থাকতে মজা, দুপুর বেলা উদলা গায়ে গাছের নিচে আয়েশ করতে আনন্দ।একাকী হাওরের সাথে নিজেকে একাকিত্ত্বে বিলিয়ে দিয়ে বিকেল গুলোতে আনমনা স্বপ্নে বিভোর হতে হয়।সন্ধ্যায় হাওরের নয়া পানিতে গোসল করে দেহ মনে আসে পরম প্রশান্তি।

এখন রাত্রিগুলো নিরব ও প্রসন্ন। শো শো বাতাসের কাছে মন ও কানকে জিম্মি করে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়তে হয় , এখানে হারানো ভয় নেই , তাই ঘুম হয় অতুলনীয়। যদি মাঝ রাতে বৃষ্টি আসে, মন খুলে ভিজতে হয়।

এখন শহুরে তপ্ত জীবনের প্রতিক্ষণে হাওর থেকে "যাযাবর" আমাকে ডাকে।আমি জাগতিক জীবনের মায়ায় পাষাণ হৃদয়ে সে ডাক উপেক্ষা করি। যাযাবর আমাকে সুধায় ...

তাপদাহে আঁশফাঁস যদি করে মন
হাওরে আসিও বন্ধু , হবে
জ্যৈষ্ঠের নয়াপানিত অবগাহন ।।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: না, এখন নয়, এবার হাওড়ে যাবো শীতকালে।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: আমাকে সাথে নিয়েন।

২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

বিজন রয় বলেছেন: আপনি তো হাওড় অঞ্চলেরই।
বরং আমি আপনার সাথে যাবো।

আপনার ঠিকানা দিয়েন।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৬

ফয়সাল হাওড়ী বলেছেন: এইখানে চোখ রাইখেন। এক সাথে যাওয়া হবে।

https://www.facebook.com/groups/JajaborXpress/

৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আস্সালামুআলাইকুম,
ভাই হাওড়ে কি পরিবারসহ রাত্রি যাপন করার ব্যবস্থা আছে ? থাকলে তা কতটুকু নিরাপদ - জানালে উপকৃত হবো। আর আপনার সাথে সিলেট ঘুরতে চাই -ঈদের পর কোন প্রোগ্রাম থাকলে জানাবেন-চেষ্ঠা করব অংশগ্রহণের।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৭

ফয়সাল হাওড়ী বলেছেন: আষাঢ়ের ভাসা পানিতে হাওরে যাওয়ার ইচ্ছা আছে। এইখানে একটু খেয়াল রাইখেন

https://www.facebook.com/groups/JajaborXpress/

৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৭

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৩

শামচুল হক বলেছেন: দারুণ লাগল।

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: আহা, যেতে মন চায়।

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: আপনাকে দাওয়াত দিলাম। আষাঢ়ের যেকোন এক শুক্রবারে চলে আসবেন।

৭| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

আহমেদ জী এস বলেছেন: ফয়সাল হাওড়ী ,




শুরুর ছবিটিতে নীল আকাশের নীচে পড়ে থাকা হাওড় যেন আমাকেও নিশির ডাক দিয়ে টেনে নিয়ে গেল ।
প্রকৃতি আসলেই সুন্দর, দেখার চোখ থাকতে হয় ।

৮| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৪

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: ইয়াবা হুজুর: আটটি প্রশ্নের জবাব চাই Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.