নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

শুভ "জন্মদিন" ঢাকা বিশ্ববিদ্যালয় ;)

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭


প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ তোমার জন্মদিনে শুভেচ্ছা জানাবো না।
লজ্জা নয় , গ্লানি নয় , নয় কোন অভিমান
আমি তোমায় নিয়ে এখনো অহমবোধ করি ঢাবি
তবুও তোমায় শুভেচ্ছা দিলাম না
আজ জন্মদিন তোমার।

বুড়ি , “জন্মদিন” নিয়ে বসে আছো নাকি
তোমার কোলে জন্ম নেওয়া এই মধুর বুলি
বিশ্বজনের বুলি হয়ে ঠোটে আওড়ায়,
তোমার সন্তান
বাংলাদেশ-
আজ বিশ্বজুড়ে নবজাগরণের কান্ডারী ।

তবু তোমার জন্মদিনের সখ বুড়িমা
একশ বছর হতে চলছে
তিন, দুই, এক ...
সে খেয়াল আছে ?

তোমার বুকে এখনোকি জাগরণের ফুলকি ওঠে ?
বায়ান্ন, ছেষট্টি ,উনসত্তর,নব্বই,সাত,আঠারো ?
এখনো কি তোমার ছেলেমেয়েরা রাজপথেই থাকে ?
নাকি মগজ বিকিয়ে নিজের ঝোলা ভরে
আমি জানি সেই খেয়াল তোমার নাই
বুড়ি তোমার জন্মদিনের সখ !!

জানো বুড়ি, তুমি অনেক অনেক দিয়েছো আমায়
তাই তোমার উপর রাগ করেও থাকতে পারি না
মিনতি করছি, মা, মাগো তোমার সন্তানদের তুমি বাচাও
বই কলম ছেড়ে ওরা বড্ড “রাজনীতি” শিখে গেছে।
তোমার সন্তানেরা যদি থাকে শান্তি সুখী
তবেই তোমার জন্মদিন হবে পুড়ামুখী ।

১ জুলাই ২০১৮









মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ফয়সাল হাওড়ী ভাই,


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে লেখা কবিতাটি চমৎকার হয়েছে। পড় বেশ ভাল লাগলো বিশেষ করে 'বুড়ি' শব্দটি মনে ধরেছে।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সেলিম আনোয়ার বলেছেন: বিষয়টি ব্লগে স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ ।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: প্রীত হইলাম

৩| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সিগন্যাস বলেছেন: আহ আমার কার্জন হল

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ফয়সাল হাওড়ী বলেছেন: আমাদের কার্জন হল

৪| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল ।
আর লেখকের প্রতি রইলো শুভ কামনা ।

০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ।

৫| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নীল মনি বলেছেন: দারুণ লিখেছেন :)

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৩০

ফয়সাল হাওড়ী বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রিফাত হোসেন বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কবিতার শেষাং খুব কষ্ট দেয়। শিক্ষা আর সুযোগ এর ভুল ব্যবহার যাতে না করা হয়, সেই আশা করি।

০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৩১

ফয়সাল হাওড়ী বলেছেন: আপনার মুখে ফুল চন্দন ফুটুক ।

৭| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ।
প্রিয় ক্যাম্পাসের সামনের পথচলা হোক অপরাজনীতি ও অপশাসনমুক্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.