নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

ফয়সাল হাওড়ী

স্বরূপ বিনির্মাণে মগ্ন ।

ফয়সাল হাওড়ী › বিস্তারিত পোস্টঃ

যাহ্‌ তোকে শুন্যে ভাসিয়ে দিলাম

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

যাহ্‌ তোকে শুন্যে ভাসিয়ে দিলাম
তাঁরার মাঝে বন্ধু তোকে আমি খুঁজে নিলাম।

তোর খাতার পৃষ্ঠা ছিড়ে উড়িয়ে দিলাম বিমান
সুন্দরীটার হাতে পড়লো তোর দুস্টমির প্রমাণ
স্যারের হাতে তুই সাজা পাস, আমি মুচকি হাঁসি
এখন শুধু মিস করি সব, বন্ধু তোকে ভালোবাসি।
বড় হয়ে সেই আমিটা তোকেই ভুলে গেলাম
তাঁরার মাঝে বন্ধু তোকে আমি খুঁজে নিলাম।

তোর চুলেতে চুইংগাম আমিই দিয়েছিলাম
ছেলেটাকে বকলি ভীষণ, আমি নিরব ছিলাম
ফেয়ারওয়েল, শেষ-দেখা এসব ছিলো মেকি
আমার সকল স্মৃতির ভাঁজে বন্ধু তোকেই দেখি
ফেসবুকে আছি বন্ধু , থাকবো কথা দিলাম
আমার কাছে তোর স্মৃতি হবে না আর নিলাম।
যাহ্‌ তোকে শুন্যে ভাসিয়ে দিলাম।।

বি দ্রঃ কিছু লেখা কলম/ কীবোর্ড নয় চোখে জল দিয়ে লিখতে হয়।আমাদের বন্ধুদের জন্য একটা ডাটাবেজ তৈরির কাজে হাত দিলাম আজকে। সবার আপডেট ডাটা কালেক্ট করতে যেয়ে হঠাৎ মনের মধ্যে শেল বিঁধে গেল। আমার বন্ধুর কোন আপডেট নাই। তাঁর কাছে আমি ডাটা চাইতে পারবো না।

উৎসর্গঃ আমার হারিয়ে যাওয়া বন্ধু সোহেল রানা ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ছোটবেলা আমার এক বন্ধু ছিল নাম মতি। সে এখন কোথায় আছে, কেমন আছে জানি না। তার কোনো ছবিও আমার কাছে নাই।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মাহমুদুর রহমান বলেছেন: সৌরভ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।কথা দিয়েছিলাম দুজন দুজনকে কভূ ভূলবনা।আজ আমরা একখানেই[ফেসবুক] থাকি দূরত্ব শুধু বেড়ে গেল আর কি।অনেক বছর ওর সাথে দেখা হয় না কথাও হয় না।আসলে প্র্যোজনের তাগিদে দূরত্বটা বাড়বে এটাই স্বাভাবিক।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সনেট কবি বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.