নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের ভালোবাস

আমারদেশ আমার প্রেম

শাহাদাত হোসেন

আমি বাংলাদেশী বাংলাদেশকে ভালোবাসি

শাহাদাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমরাকি পারবো না এরকম দেশ প্রেম দেখাতে?

০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

একজন ফুটবল ভক্ত তার দেশে এবং প্রিয় দলের জন্য কতটুকু আবেগ দেখাতে পারে? মনের ভেতর দেশপ্রেম আর ভক্তি থাকলে সবই সম্ভব!

হ্যাঁ, ব্রাজিলে সাও পাওলোর নেলসন প্যাভোত্তি নামে এক আইনজীবী তার দেশকে এবং ফুটবলকে ভালবেসে ২০ বছর ধরে ব্রাজিলের পতাকার রংয়ের জামা কাপড় পরেছেন।

১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় প্যাভোত্তি শপথ করেছিলেন, যদি তার প্রিয় দল ব্রাজিল বিশ্বকাপ জেতে, তাহলে সারা জীবন দেশের পতাকার রংয়ের কাপড় পরবেন। সেবার ব্রাজিল চতুর্থ বারের মতো বিশ্বকাপ জয় করে। আর সেই থেকে গত বিশ বছর ধরে প্যাভোত্তি দেশেকে ভালবেসে তার অঙ্গীকার পূরণ করে চলছেন।

তার এ দেশপ্রেমের ছোঁয়া শুধু পোশাকেই লাগেনি তার ব্যবহৃত দুটি ভক্সওয়াগন গাড়িতেও হলুদ রংয়ের ছাপ।বাড়ির ভেতর-বাহিরে রয়েছে ব্রাজিলের হলুদ-সবুজ পতাকা রংয়ের নান্দনিক সাঁজ।ভেতরের বিভিন্ন আসবাবপত্র এমনকি তার জুতাও ব্রাজিলের পতাকার রংয়ে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

ঢাকাবাসী বলেছেন: চমৎকার আপনার লেখা আর ঐ ভদ্রলোকের ব্রাজিল প্রেম। এদেশের পতাকা নিয়া ঐসব করলে পিটিয়ে মহল্লা ছাড়া করবে কিছু তথাকথিত দেশপ্রেমিকরা। জাতীয় পতার অবমাননা, খাইসে আমারে!

২| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩

রাকীব হাসান বলেছেন: জাতীয় পতাকার অবমাননা (ফাউল ....) হলুদ কার্ড !!!!!!!!!

দেশপ্রেম কি শুধু পতাকায় ????????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.