নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুসর কাব্য

ধুসর কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা : একটি ডেথ নোট

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২

একটি ডেথ নোট











নেই আমি,

আমি নেই।

আমি কোথাও নেই।





আমি হয়তো আছি চায়ের দাগ পরা কোন পত্রিকার নিখোঁজ কলামে,

অথবা বিলবোর্ডের ধূলোমাখা কোনায় অযত্নে অবহেলায়-

অ্যাজমা ক্যান্সার হয়ে ধুকতে থাকা ছবিঘরের ছবির টুকরো।





মুছে যাব?

হ্যা যাব মুছে অন্ধকারের কোন গলানো মোমের উবে যাওয়া অংশটুকুর মত-

উধাও হয়ে।

থাকব না আমি,না থাকব না,

চশমার ঝাপসা কাচ বদলিয়ে দিয়েও

খুঁজে পাবে না তোমরা,



আমি নেই

ওগো আমি নেই,শুনছ আমি নেই,শুনুন আমি নেই

কুয়োর এপাশ থেকে ওপাশে ব্যর্থ প্রতিধ্বনি

বিদীর্ণ স্বপ্ন,ঘুনে ধরা ইমোশন,ক্লাস শেষে ব্ল্যাকবোর্ডে মুছে দেয়া,

আবছা অংকের মতই আমি ইতিহাস।

আমি নেই সকালের কুয়াশার মাঝে মৃদু রোদের হাসি মেনে নিতে

বেলকনিতে, খালিপায়ে,

আমি নেই তারে বসা কাকের অর্থহীন ডাকের শব্দার্থ-বাক্য রচনায়

অহেতুক কালক্ষেপণের মত বেগহীন আবেগ রচনাতে।

নেই আমি সকালের চায়ে ,নেই শহুরে মানবতার নিষ্পেষিত বাস্তবতায় আপোষ করতে,

না আমি নেই ,না আমি নেই,নেই নেই,নেই।

থাকছিনা আমি ছাতা বের করে

বিরক্তিকর বৃষ্টির বয়ে যাওয়ার মাঝে রোমান্টিসিজম খুঁজে বোরিং হবার মাঝে,

থাকছিনা পুরোনো কীবোর্ডের রংচটা কী খুঁজে খুঁজে চাপাচাপির মধ্যে।



আমি আছি শুধু হাসপাতালের মর্গে পোস্টমর্টেম না হওয়া লাশের গন্ধে,

আমি আছি সিটি কর্পোরেশনের ইদুর তেলাপোকার স্তুপে কোন ডেথ সার্টিফিকেটে,

আমি আছি মাটির সোদা গন্ধে ব্যাক্টেরিয়াদের কিলবিলিয়ে হামলে পড়ার অপেক্ষায়,

আমি আছি থানার মোটা ভুরিওয়ালা কোন পুলিশের হাতের খাতায় অপমৃত্যুর মামলায় লিপিবদ্ধ হয়ে।



বাস্তব অবাস্তব প্লাস্টিকের ছোট্ট স্কেলটায় মাপার চেষ্টা যে কেবলই আপেক্ষিকতা

সময় অসময়ের সপ্ন কিংবা দুস্বপ্নের মাঝে হাবুডুবু খাওয়াটা যখন

সিগারেটের ফিল্টারে এসেই আটকে গিয়ে

দুপুররাতে নেশায় বুদ হয়ে থাকা মস্তিষ্কের নিউরনের বিকট মিছিলের চিৎকারে

খোলা রেখে দেয়া চায়ের দোকানের চ্যালেঞ্জ আমার সামনে ভয়ংকর প্রতিবিম্ব,

মেকি নয়,আমি তখন নিদারুণ অসহায়।

আমি নেই খটখটে রাতের কটকটে চাঁদের আলোর মাঝে

হেটে বেরানোর ফাকে কফিতে চিনির প্রয়োজনীয়তার প্রবাবিলিটি নির্ণয়ের মাঝেই

হেডফোনে স্পীকার ঠুকরে বেরিয়ে আসা নির্ঘুম সুরের প্রতক্ষ সাক্ষি হয়ে।

আমি নেই ভিজে যাওয়া চোখ মুছতে চশ্মাটা খুলতে গিয়ে

মুভির আবেগঘন কোন দৃশ্য মিস করতে।

আমি নেই রাতের খাবারে ডাইনিং টেবিলে,

আমি নেই বাজতে থাকা ফোন কেটে দিতে

নেই আমি পড়ার টেবিলে লুকিয়ে লুকিয়ে শার্লকের পাতায়

বন্ধ দরজার এপাশে ওপাশে কোথাও নেই আমি।





নষ্ট টিউবলাইট,মাকড়ষার জালের দুর্ভেদ্যতা,

টেবিলের নিচের তাকে প্লেটের পচে যাওয়া ভাতের মাঝে আমি নেই।

আমি নেই বাকা হয়ে ঝুলে থাকা রবিঠাকুরের ছবির কৈফিওয়ত চাওয়াতে।

আমি আছি মেঘের ওপারে,রক্তশুন্য মশার পেটের অভ্যন্তরেও জায়গা নেই আমার।

না আমি নেই,আমি নেই আমি নেই,নেই নেই ,নেই।



দীর্ঘশ্বাসের কোন যৌক্তিক পরিহাসের উত্তর খোজার জন্য হলেও,

আমি বাচতে চেয়েছিলাম।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!!!

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

ধুসর কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লিখছেন ভাই। ভাল্লাগছে। ++

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

ধুসর কাব্য বলেছেন: ধন্যবাদ। :)

৩| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: বাস্তব অবাস্তব প্লাস্টিকের ছোট্ট স্কেলটায় মাপার চেষ্টা যে কেবলই আপেক্ষিকতা
সময় অসময়ের সপ্ন কিংবা দুস্বপ্নের মাঝে হাবুডুবু খাওয়াটা যখন
সিগারেটের ফিল্টারে এসেই আটকে গিয়ে
দুপুররাতে নেশায় বুদ হয়ে থাকা মস্তিষ্কের নিউরনের বিকট মিছিলের চিৎকারে
খোলা রেখে দেয়া চায়ের দোকানের চ্যালেঞ্জ আমার সামনে ভয়ংকর প্রতিবিম্ব,
মেকি নয়,আমি তখন নিদারুণ অসহায়।
আমি নেই খটখটে রাতের কটকটে চাঁদের আলোর মাঝে
হেটে বেরানোর ফাকে কফিতে চিনির প্রয়োজনীয়তার প্রবাবিলিটি নির্ণয়ের মাঝেই
হেডফোনে স্পীকার ঠুকরে বেরিয়ে আসা নির্ঘুম সুরের প্রতক্ষ সাক্ষি হয়ে।
আমি নেই ভিজে যাওয়া চোখ মুছতে চশ্মাটা খুলতে গিয়ে
মুভির আবেগঘন কোন দৃশ্য মিস করতে।
আমি নেই রাতের খাবারে ডাইনিং টেবিলে,
আমি নেই বাজতে থাকা ফোন কেটে দিতে
নেই আমি পড়ার টেবিলে লুকিয়ে লুকিয়ে শার্লকের পাতায়
বন্ধ দরজার এপাশে ওপাশে কোথাও নেই আমি।

চমৎকার লিখেছেন।
+++

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩

ধুসর কাব্য বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ

৪| ৩১ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল।

৫| ৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২১

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন....দারুন ....

৬| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ+++

৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:১৪

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ অনুভূতির উত্তরণ । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.