নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

দুর্নীতিগ্রস্থ সমাজের জন্য শিক্ষকই দায়ী।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪

আমি আজ আঙুল তুলতে চাই শিক্ষক জাতির প্রতি........

দুর্নীতি গ্রস্থ সমাজের জন্য দায়ি কাকে করব?

প্রশ্নের উত্তর খুজতে গিয়ে অন্তর থেকে একটাই উত্তর আসছে, শিক্ষক।

হ্যা শিক্ষক দায়ী এই ঘুনে ধরা দেশের জন্য। এই ঘুনের জন্মদাতা শিক্ষক।

দুর্নীতি আজ প্রতিটি কোনায় কোনায়, সচিবালয় থেকে শশান কোথায় নেই দুর্নীতিরর ঘুন পোকা?

আজকেই ছাত্ররাই তো পৌঁছে যাচ্ছে প্রতিটা পর্যায়ে, প্রতিটা পাড়া মহল্লার অফিস আদালতে।

সেই সাথে পৌঁছে যাচ্ছে দুর্নীতি ও, যে দুর্নীতি তারা শিখে এসেছে পরীক্ষার হলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

যে শিক্ষক ক্ষমতা রাখেনা পরীক্ষার হলে নকল ধরেও শাস্তি দেউয়ার সে কিসের শিক্ষক?

সে কি শিক্ষক নাকি বেতনভুক চাকরিজীবী?

প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ এ ব্যাপার টা একটু বেশিই বেশি-

কোন শিক্ষক ওপেন নকল করার সুযোগ দেয়, কেউ বা নকল পেলে সেটা বাজেয়াপ্ত করে পরীক্ষা দেউয়ার সুযোগ দেয় কেউবা দেখেও না দেখার ভান করে। এভাবে কত দিন?

তাহলে শিক্ষার মান নিয়ে কেন প্রশ্ন উঠবে না?

পৃথিবীর প্রথম ২০ টা বিশ্ববিদ্যালয় এর ১৫ টা প্রাইভেট। আমাদের দেশেও স্কুল লেভেল পর্যন্ত প্রাইভের স্কুলকে প্রথম সারিতে রাখা হয়। তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন নয় বলুন তো?

প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানেই বাংলাদেশ এ ধরা হয় অনুর্বর মস্তিষ্কের ছাত্র-ছাত্রীর চারণভূমি। আসলেই কি তাই?

পাবলিকে সিট আছে প্রায় দুই লক্ষ। তাহলে ১৬ কোটির মাত্র ২ লক্ষ মস্তিষ্ক উর্বর আর বাকি গুলো কি গোবর ঠাসা?

যদি গোবর ঠাসা হয় তাহলে আমি বলব সেই দায় শিক্ষকের তারা গোবর ঠেসে দিচ্ছেন আমাদের মস্তিষ্কে।

সমাজ টাকে বদলাতে পারেন একমাত্র শিক্ষকই, তাছাড়া অন্য কেউ নন।

আজো আমার টিকে আছি কিছু শিক্ষাগুরুরর জন্য যারা শিক্ষাদান কে মনে করেন নিযের পবিত্র দায়িত্ব। শত কোটি স্যালুট সেই শিক্ষক দের যার কোন দিন অন্যায় করেন নি অন্যায় কে প্রশ্রয় দেন নি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৪

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: দূর্নীতির জন্য দায়ী শিক্ষক? সহমত নয়।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৯

মস্টার মাইন্ড বলেছেন: তাহলে আপনার মতের সপক্ষে যুক্তি দিবেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.