নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....
সরকারের যদি "ইচ্ছেপুরন" নামে একটি মন্ত্রণালয় থাকত
আমি চাই সরকারের "ইচ্ছেপুরন" নামে একটা মন্ত্রণালয় থাকুক
যে মন্ত্রণালয় এর মন্ত্রী হবেন একজন অজনপ্রিয় কবি বা লেখক যার প্রচুর লিখালিখির ভেতর কোন লিখাই বের হয় নি
এই টাইপের লোককে কেন বাছলাম ব্যাখ্যা চাইলে দিতে পারব না, মনে হল তাই বললাম
যাইহোক, মন্ত্রণালয় এর সচিবালয় হবে সারাদেশের
রাস্তাঘাট। যার সচিবের প্র্যাডো বা বি এম ডাব্লিউ কালো
কাঁচ ঢাকা গাড়ি থাকবে না থাকবে শুধু ট্রাফিক পুলিশ এর
মত একটি সাদা ছাতা, যা তাকে রোদ বৃষ্টি থেকে বাঁচাবে।
ঢাকায় থাকবে একটি কন্ট্রোল রুম যে রুমের দায়িত্বে থাকবেন মন্ত্রিমশাই সয়ং
সচিব এর পকেটে থাকবে একটি মোবাইল ফোন যার মাধ্যমে তারা খবর পাঠাবেন জনগন কার কি ইচ্ছে
যেমন ধরুন ময়মনসিংহ এর শেরপুর এর নকলা এলায়
বৃদ্ধ জমিরুদ্দিনের ইচ্ছে হল মরার আগে সাহেবরা যেমন
স্যুট-বুট পরে তিনিও পরবে। সেখানের দায়িত্বপ্রাপ্ত
সচিব কন্ট্রোল রুমে ফোন দিয়ে জানাবে ব্যাপার টা।
বিল পাশ করে দিবেন মন্ত্রী মশাই স্যুট-বুট এর জন্য
অথবা,
নীলফামারী জেলার ডোমার পৌরসভার বদিরুদ্দিন
সাহেবের খুব ইচ্ছে হচ্ছে এবার কুরবানি ঈদে তার মেয়ে
শাহানাকে নতুন ড্রেস বানিয়ে দিবেন, রোজার ঈদের
দিতে পারেন নি, এবার না দিলে কেমন হয়। এদিকে
আবার কুরবানি দিতে হবে হাতে টাকাও নেই- ব্যাস কল
চলে যাবে "ইচ্ছেপুরন" মন্ত্রণালয় এর কন্ট্রোল রুমে।
অথবা,
গুলিস্থান এর ফুটপাতে দোকান দিয়ে বসা ১০ বছর এর
সাকিব এর ইচ্ছে হল স্কুলে ভর্তি হউয়ার, পড়াশুনা করে
একদিন বড় মানুষ হউয়ার- খবর চলে যাবে "ইচ্ছেপুরনে"
অথবা,
রাত্রী নামের ছোট্ট মেয়েটির ইচ্ছে করছে এবারে জন্ম
দিন ফার্মগেট এর ত্রাস ডেঞ্জার রফিক যে তার বাবা
তার সাথে কাটাতে, কিন্তু আজ সে জেলে। কল চলে
যাবে ইচ্ছেপুরনে। ব্যাবস্থা কি হবে না একটি দিন বাবা
দিক তার মেয়েকে। মেয়ের কাছে সে তো শুধুই বাবা।
বিচারকের যেমন অধিকার আছে বিচার করার
মেয়েটির ও তো অধিকার আছে তার বাবার কোলে ঘুমানোর
এভাবেই চলতে থাকবে ইচ্ছেপুরন এর। ইচ্ছেপুরন মানেই কি ভাল থাকা নয়?
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
মস্টার মাইন্ড বলেছেন: নোবেল টা পাইলে তাও কিছু মানুষের ইচ্ছে পুরন করতে পারতাম
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯
গেম চেঞ্জার বলেছেন: আপনারেই খুজছে নুবেল কমিটি!!!