নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার, আমি বাংলার

মস্টার মাইন্ড

আশাবাদী মানুষ আমি, মৃত্যুর সাথে সাক্ষাত না হউয়া পর্যন্ত আশা ছাড়ব না। একটা সুন্দর, সাজানো গোছানো নিরাপদ দেশ.....

মস্টার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

আমেরিকানরাও এবার কান খারা করে ট্রাম্প কে শুনেছে। তাদের subconscious mind যে লিংগ বৈষম্যে বিশ্বাসী, বিশ্বাসী গোড়া ধর্মবিশ্বাসে সেটাই প্রকাশ হয়ে এসেছে।

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৭

স্থান শ্যামলী ওভারব্রিজ

মাইকে আওয়াজ শোনা যাচ্ছে - ৩০০ টাকার লাইট মাত্র ১০০ টাকা শুধুমাত্র কম্পানির প্রচারের জন্য।

সেই মূহুর্তে কেন যেন সৃতি হাতড়াতে আরাম্ভ করলাম, যে কোম্পানির প্রচারের জন্য ২০০ টাকে কমে লাইট বিক্রি করছে সেই কোম্পানিরর নাম টা আসলে কি?

(কারো মনে থাকলে জানাবেন প্লিজ)

আসলেই কি কখনো কোম্পানির নাম শুনেছি কিনা মনে করতে চাইলাম, নাহ আমার সৃতি শক্তি আমার সাথে বেইমানী করল, কিছুতেই মনে হল না কোম্পানির নাম।

শুধু একটা কথা কানে ভাসছে ৩০০ টাকার লাইট মাত্র ১০০ টাকা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য।

এটা আসলে মার্কেটিং পলিসি, তারা কোনদিন কোম্পানির নাম না বলেই কোম্পানির প্রচার করছে, আসলেও তারা সফল, বিক্রি করছে শত শত লাইট, এটাই তো দরকার তাই না?

এবার আমেরিকার নির্বাচনেও ট্রাম্প এই একি পদ্ধতি Apply করেছিল। উনি আমেরিকানদের মস্তিষ্ক কে রিপ্রোগ্রামিং করতে পেরেছিলেন।

আমেরিকান দের subconscious mind যা চায় তিনি সেটা বুঝতে পেরেছিলেন, বের করে আনতে পেরেছিলেন আমেরিকান দের Subconscious mind এর কথা। আমরা যেমন সস্তাদরে ৩০০ টাকার লাইট ১০০ টাকা শুনলে কান খারা করে সেদিকে শুনি আমেরিকানরাও এবার কান খারা করে ট্রাম্প কে শুনেছে। তাদের subconscious mind যে লিংগ বৈষম্যে বিশ্বাসী, বিশ্বাসী গোড়া ধর্মবিশ্বাসে সেটাই প্রকাশ হয়ে এসেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

আম্রিকার আসল নেতা ট্রাম্প। এতদিন মুখোশধারীরা প্রেসিডেন্ট হইছিল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

মস্টার মাইন্ড বলেছেন: খলের ছলের অভাব হয় না.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.