নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাসির

মোঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

২০১৫-১৬ বনাম ১৯৭২-৭৫। একই রূপরেখা বাস্তবায়ন।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭

স্যার, বিজ্ঞানী আইনস্টাইন থিওরিক্যালী টাইম মেশিনের কথা বলে গেছেন কয়েক দশক আগে । সারা বিশ্বের তাবৎ বিজ্ঞানী তা নিয়ে এখনো গবেষণা করছেন। আনন্দের বিষয় হচ্ছে, সবার আগে বাংলাদেশে তা আমরা আবিস্কার করে ফেলেছি । ২০১৬ সালে আমরা পুরো জাতি ওই মেশিনে চেপে টাইম ট্রাভেল করে ফিরে গেছি ১৯৭২-১৯৭৫ সালে। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, ওই সময় যা যা ঘটেছে এখন ঠিক তাই তাই হুবুহু ঘটছে কি না ? ব্যাংক ডাকতি ? হ্যা ঘটছে । অহরোহ মানুষ খুন ? হচ্ছে। রাষ্ট্রীয় লুটপাট ও মিথ্যাচার ? চলছে । ক্ষমতা কুক্ষিগত করে রাখা ? হচ্ছে। ভোট ডাকাতি ? হচ্ছে। ধনীরা ধনী আর গরীবরা গরীব হচ্ছে ? হ্যা, হচ্ছে। বিশেষ পরিবারের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে ? হ্যা, পুরোপুরি সঠিক। ব্যাংক ডাকাতি ? আবার জিগায় !! বিশেষ দলের লোকেরা চাকুরী ব্যবসা বাণিজ্যসহ সব জায়গায় ছড়ি ঘোরাচ্ছে ? হ্যা, সঠিক। বিরোধী দল নিশ্চিহ্ন ? পুরো সঠিক। যাকে তাকে গ্রফেতার ? হচ্ছে তো। বাক স্বাধীনতা হরণ ? অলরেডি কমপ্লিট । এবার বলুন, আমরা কি ২০১৬ তে আছি নাকি ১৯৭২-১৯৭৫ এ আছি ?? এই ডিজিটিাল টাইম মেশিন আবিস্কারের জন্য দেশের একজন বিশেষ ব্যক্তি এবার প্রযুক্তিতে নোবেল পুরস্কার পেয়ে বসতে পারেন।

সালমান ফারসিদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২১

বিজন রয় বলেছেন: দারুন চিন্তা তো!!

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২২

বিজন রয় বলেছেন: স্যার, বিজ্ঞানী আইনস্টাইন।??

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

সোজোন বাদিয়া বলেছেন: আমার মনে হয়, অতি সরল করেছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে, এবারে তারা আঁট-ঘাঁট বেঁধে নেমেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.