নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাসির

মোঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

পুলিশ সুপারের বউ বনাম পুলিশের হাতে নিহত ১১জন।

১১ ই জুন, ২০১৬ রাত ৮:২৬

পুলিশ সুপারের বউ মিতু যখন মারা গিয়েছিল তখন মিডিয়াপাড়ায় চলছিল শোকের মাতম। লিখেছিল তারা একের পর এক হৃদয় স্পর্শী রিপোর্ট। তা পড়ে জনগণ আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে বুক ভাসিয়েছে। কেউ এতটা বেশী আবেগী হয়ে গিয়েছিল যে মিতুকে বৈন, আর বাবুলকে ভাই পর্যন্ত বানিয়েছে। এদিকে আবেগের ঠেলায় ইউরোপ আমেরিকা থেকে পর্যন্ত নিন্দায় ঝড় এসেছে। কিন্তু এর জেরে মিতুর স্বামীদের বাহিনী গত কয়দিনে যে ১১ জনকে গুলি করে হত্যা করেছে তা নিয়ে কোন মিডিয়া আবেগ তো দূরের বিবেক পর্যন্ত দেখাল না। লিখল না কোন হৃদয় স্পর্শী করুন রিপোর্ট। তাই পুলিশের এই হত্যাকান্ড কারোর আবেগ নাড়া দেয় নাই, বিবেক জাগে নাই, তাই কেউ কান্দে নাই, ইউরোপ আমেরিকাও নিন্দা জানায় নাই, শুধু নিরব নিভৃতে কেঁদেছে নিহতের স্বজন। কারণ একমাত্র স্বজনই জানে স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৪

মোশারফ তানভীর বলেছেন: সংখ্যাগত দিক দিয়ে ঠিক আছে? আমারতো মনে হয়ে আরো বেশি হবে।
যাই হোক এই কথাগুলো বলতে চাইছিলাম কয়েকদিন ধরে। মনের কথাগুলো বললেন।

২| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩২

সুব্রত দত্ত বলেছেন: প্রত্যকের বিচারই হয়, হবে। কেবল আইন না দুনিয়াতে বিধাতার আইনও আছে। আর কেউ যদি দাবি করেন বিধাতা বলতে কেউ নেই তবে তাদের জন্য বলব প্রকৃতিরও আইস রয়েছে। সুতরাং প্রতিটি কর্মকাণ্ডের জন্য বিধাতার বা প্রকৃতির আইন বিচারক হিসেবে থাকছেই। দেশ জঙ্গী সন্দেহে অনেক নিরপরাধ মানুষকেও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। এইসব কিছুর বিচার হবেই।

৩| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্টতম পু.. হল বাংলাদেশের।কোথাও একটা খুন টুন হলে ওদের আমদানী আরো ভাল হয়!

৪| ১২ ই জুন, ২০১৬ রাত ১২:০৫

শাহজালাল হাওলাদার বলেছেন: পুলিশ সুপারের বউ মানুষ, অন্য এগার জন কি পশু। নাকি যারা নির্বিচারে মেরেছে তারা পশু।
ক্ষমতার অপ ব্যবহার করতে থাক তোমাদের মাদেও গজবের মৃত্যু অপেক্ষা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.