নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাসির

মোঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশঃ শত কোটির গল্প।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

পৃথিবীতে আমরাই একমাত্র ডিজিটাল জাতী যারা সবচেয়ে বেশি দামে ইন্টারনেট কিনি। সকাল সন্ধ্যা ডিজিটালের বংশ উদ্ধার করি, দিন শেষে উৎপাদনের ঝুড়ি শুন্য। বহুত তো ডিজিটাল ডিজিটাল করেন, কেউ বলতে পারবেন? এখন পর্যন্ত বাংলাদেশ আইটি খাতে কি ছিঁড়ছে? বাংলাদেশের কি একটা স্যাটেলাইট আছে? একটা শক্ত মিডিয়া আছে যা দ্বারা বাংলাদেশকে চিনবে সারা বিশ্ব? একটা শক্ত সোসাল প্ল্যাটফর্ম আছে যা দ্বারা আমরা কমিউনিকেট করবো? ভালো শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা আছে? যত সব ভন্ডামি করতে পারি আমরা।

শত কোটি টাকা খরচ করে সোফিয়াকে আনা হয়েছে কেন? সেই টাকার অর্ধেক SUSTএর Riboর পেছনে ব্যয় করলে আরো ভালো কিছু পেতাম। কত নতুন নতুন উদ্ভাবন করি, পুরনো উদ্ভাবন করা জিনিসগুলার দিকে কেউ নজর দেয়? মেহনতি মানুষের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত টাকা এভাবেই উড়াচ্ছে এরা। এদেশেতো বিরাট বিরাট আইসিটি মন্ত্রী মহাশয়রা আছেন, কোটি টাকা মূল্যের আইটি উপদেষ্টা আছে, তাহলে আইটি খাতের এই কাঙ্গালিপনা কেন? উন্নয়নের নামে কেবলই শুভঙ্করের ফাঁকি।

দেশ নাকি ডেভেলপ হচ্ছে। একরাতে মিরপুর রোড, সাত মসজিদ রোড, কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে ঘুরে দেখে আসবেন। রাস্তার পাশে, ফুটপাতে, ওভারব্রিজের উপর পড়ে থাকা জরাজীর্ণ দেহ গুলোই বলে দেবে এদেশ কতই না উন্নত হয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: সোফিয়াকে আনতে সরকারের কোনো টাকা খরচ হয়নি।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

মোঃ নাসির বলেছেন: মানে কি? সোফিয়াকে ফ্রিতে নিয়া আসছে?

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

করুণাধারা বলেছেন: এই কথাগুলো সবাই জানে কিন্তু বলে না। আপনি বলছেন কেন? ভয়ডর নেই?

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৮

মোঃ নাসির বলেছেন: না ভাই। ছিলো। এখন নাই।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

চানাচুর বলেছেন: পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি দামে ইন্টারনেট ইউজ করি-এই তথ্যটা ভুল।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩১

মোঃ নাসির বলেছেন: এখানে এটা রুপক অর্থে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের ইন্টারনেটের দামের যে ঊর্ধ্বগতি সেটা বোঝানোর জন্য এমন বাক্য চয়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.