নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-২

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩

তোমাকে ভালোবেসেছি নিঃসঙ্গ গ্রহচারী হয়ে
যে আমার জানালায় ভীড় জমাত, ক্ষুদ্র আকাশের শুভ্র মেঘের
ভেলা হয়ে,
বুঝি, জীবনানন্দের আকাশলীনা এলো আমার ক্ষুদ্র বাতায়নে,
পশ্চিমের আকাশে লালিমা,
বুঝি বসন্তের কৃষ্ণচূড়ার রক্তিম আভা অভ্যর্থনা হয়ে আমায় জানালো ভালোবাসার উষ্ণ অভিবাদন।

দেওয়ালে আঁকা অস্পষ্ট দাগ গুলিতে তার ছোঁয়া,
প্রভাত ফেরীতে, তার অজান্তে পায়ে পায়ে হেঁটে যাওয়া,
মনে আছে বৈশাখ যখন এলো বাংলায়, ছায়ানটের বর্ষবরণে
কন্ঠের বিমুগ্ধতায় আমি হারিয়ে ছিলাম রৌদ্রদীপ্ত আভায়।

প্রত্যহ সকাল আসে এক নতুন প্রহরের ব্যঞ্জনা নিয়ে,
নিমন্ত্রণ তোমায়, নতুন দিনের নতুন আবেশে,
তুমি বারেবারে আসো আমার শহরে, উৎসব রাঙ্গা উচ্ছ্বাস নিয়ে,
অপেক্ষা...
অতৃপ্তি গুলো প্রতিনিয়ত আমার রাত গুলো বিমর্ষ করে তোলে,
কৃষ্ণ পক্ষে, অমাবস্যা তিথিতে, শূন্য চাঁদের আকাশ জুড়ে মৌনতা,
উদগ্রীবতা, ব্যাকুলতা- অন্ধকার গ্রাস করে তোমাকে জুড়ে থাকা সেই শূন্যতা
তবুও এক অজানা বিমুগ্ধতা,তোমায় ঘিরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: একই সময়ে দু'টা পোষ্ট করেছেন কেন? এটা নিয়ম নেই। প্রথম পাতা থেকে আপনার লেখা চলে গেলে তারপর আবার পোষ্ট করবেন।

২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বাহ্ 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.