নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-৪

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

নিথর দেহে ক্লান্তিরা যখন জড়োসড়ো হয়,
অন্ধকারে নিষঙ্গ আকাশ তখন বিভীষিকাময়
বৃক্ষ ছায়ায় প্রশান্তি খুঁজে, তোমার আছলে অবসাদ মুছে।

দিনশেষ সেই তুমি এবং তোমার শূন্যতা- দুচোখ, দু ঠোঁটে
আঙুল এর ফাঁকে
কোথাও নেই আমি, কোথাও নেই তুমি।

কল্পনার সংকীর্ণতায় ডুবে যাওয়া অবেলা তুমি, সান্ধ্য বিকেলে ডুবন্ত সূর্যের লালিমা ভূমি,
চার দেওয়ালে বন্দী আমি, তোমার মাঝে ডুবে, মুক্তি তুমি।

সাড়ে তিন ফিট জানালা, একটুখানি আকাশ,
ভোরের ঘাসে জমে যাওয়া শিশির, জমে যাওয়া নিঃশ্বাসে
অবচেতনায় গ্রাস।

তোমার কাঁধে মাথা নুয়ে, ঘর্ম ব্লাউজে চোখ বুঝে,
আবছা আলোয়, নক্ষত্রের আকাশ,
তবুও তোমার বুকে হউক আঁধার, নামুক জোছনা
তুমিই ভীষণ আকাশ।

ক্ষীণ কন্ঠ, মূর্ছিত সুর
হঠাৎ থমকে যাওয়া, লোকান্তর একটুখানি দূর,
নির্জনতায়, নিস্তব্ধতায় দুজনেই হারাই নিভৃত ছায়ায়,
কায়ার শরীরে কত অনুভূতি, স্পর্শ তোমার অতীত স্মৃতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.