নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-৫

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬

মাঝ রাতে কাকে নিয়ে কবিতা লিখব?
ভালোবাসার ক্যানভাসে কার জন্য একটা চাঁদ
আর একটা পৃথিবীর ছবি আঁকব!

ভালবাসবার জন্য কেউ নেই তো, ছিলনা
তবে তুমি আছো, একটু ভালবাসবার অনুমতি দিবে!?

শুধু একটা কবিতা লিখব, কবিতার নাম দিব
ভালবাসা তোমার জন্য!
কবিতার প্রয়োজনে ভালবাসতে চাই নি
তবে ভালোবাসার প্রয়োজনে কবিতা লিখব,
একটু ভালোবেসে দেখোই নাহ!

প্লিজ রাগ করো না, আমি তোমাকে ভালোবাসি
একবারের জন্য ও বলব নাহ, শুধু বলব
ভালবাসা তোমার জন্য!

মাঝ রাতে তোমার এলোমেলো চুলগুলো
আর বিরক্তির ঠোঁটে ভালোবাসা চাইব?
ভয় পেও না, কাছে আসব নাহ!
আমি দূরে থেকে ভালোবেসে যাবো,
কবিতার প্রয়োজনে...

কবিতার প্রয়োজনে একবার ভালবাসতেই পারো আমায়
কথা দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি
একবারের জন্য ও বলব নাহ, শুধু বলব
ভালবাসা তোমার জন্য!!

বিশ্বাস করো? আমি প্রেমিক হতে চাই নি,
আমি তো কবি হতে চাই,
যে তোমাকে ভালোবেসে কবিতা লিখবে-
ভালবাসা তোমার জন্য!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.