নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-৭

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৭

স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে আমি পিছনে চেয়েছি,
অপেক্ষা তোমার, স্বর্গে পৌঁছেছি।

কাল রাতে, যখন শুক্লা দ্বাদশী
দুজনে ছিলাম নিকটে, পাশাপাশি,
স্বপ্ন ছিল, আকাশ ছিল- ভোরের ঘাসে শিশির জমে ছিল,
তবুও রাত যায় না ফিরে, আলোর মিছিল গেছে যে চলে,
করই গাছের ঝরা পাতা, উঠোন কুড়ালো
সে কয় না কথা।

নত আমার কুল বধু,নত সিজদা- নীরব প্রভু,
বুকের পাশে জমানো গাল, আদর খায়, চুমু খায়
তবুও পরাণ জুড়ে শূন্য থাল।

এই বুঝি চেয়েছিলে তুমি,
আঙ্গুলের ফাঁকে কোথাও নেই আমি,
বুকের আঙ্গিনায় ছুঁয়ে যায় না ঠোঁট,
ঠোঁটের প্রলাপে দুর্ভিক্ষের ক্রোধ।

লাশকাটা ঘরে বেনামী আমি,
নাম ছিল না, পরিচয় কি জানি?
ভালোবেসে তবে তোমার দেওয়া নাম,
ছিল যে খালি শেষ চিঠির খাম।

আমি তবে যাই গো ফিরে,
এসো তুমি স্বর্গের দুয়ারে
দাঁড়িয়ে আমি পিছু ফিরে, অপেক্ষা তোমার স্বর্গ তীরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.