নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-৮

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

কাগজের আকাশ কবিতা লেখে,
সে দেখে আকাশ- আমি লিখি তারে।
প্রশস্ত হৃদয়, ডাগর দু চোখে-
আনমনে সে, আনমনে আঁকে।

তার জানালায় সূর্য ডুবে,
চাঁদ এসে তার অন্ধকার নিভে,
তার দুয়ারে কড়া নাড়ে, মধ্য রাতের জোছনা ভীড়ে,
শুভ্র মেঘের ভেলা এসে, বৃষ্টি হয়- বৃষ্টি আসে।

খুলেছে দুয়ার, বুকের পাঁজর, চিবুক তার-
মন ফড়িং এর ঘর,
আসিব তবে, আঁধার ফুরায়ে,
হাসনাহেনা তার ঘাম জুড়ায়ে।

ফুল এনেছি তবে, ফুলের ভীড়ে
দুটো সবুজ পাতা, ছিঁড়ে গেছে হৃদয়,
ছেঁড়া কাগজে।

বাগানের ফুল বাগানে বাড়ে,
হৃদয়ের ফুল তবে কি ছিঁড়ে?
আমার বাগানে যদি তুমি ফুল হও-কার তবে সাহস?
-মাটি করবে ক্ষয়।

বৃষ্টি আসুক, বৃষ্টি জড়ুক
তোমার ছোঁয়া বৃষ্টি, দীপ্ত চিবুক,
এখনো আঙ্গিনা ছেদ করিয়া, বুনো ছাগলে
পাতা খায়, ফুল ছিঁড়ে না।

আমি বলি পাষাণ, পাতা যে খাস?
যে হৃদয়ে ফুল, সবুজের চাষ,
সুপ্ত আমার ফুলের কলি, ফুটিবে সে
আলোর ঝুড়ি।

আকাশ দেখে সে, আকাশ তার,
কাগজের আকাশে সে- সে আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.