নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয়, আমার অন্ধকারও ঈশ্বর।

আরাফাত হোসেন সৈকত

নৈঋত

আরাফাত হোসেন সৈকত › বিস্তারিত পোস্টঃ

নৈ-১০

২৪ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

আমি তার কততম পুরুষ?
সংখ্যার হিসেবে প্রেমিকের মিছিলে
- আমিও তার চুমুর দাবিদার।

আমি তার রাতের বিষাদ, আঁধার ঘরে
চুমুর স্বাদ,
কত পুরুষ এলোগেলো তবে,
খদ্দের এখন প্রেমিকও বটে।

জিহ্বায় নেই স্বাদ, ঠোঁট ভিজে
কত পুরুষ এর আবাদ,
এই বুঝি তার নরম শরীর, খসখসে আঙ্গুল
বিবর্ণ রাত।

তবে সে ফোটে রাতের আঁধারে,
রজনীগন্ধা ফুল, রজনী সে চাঁদে,
সূর্যের আলোয় সে কেবলই শুকনো পাতা ,
মাগীর শরীর, মাগী যে খাসা।

রাতের শরীরে সুন্দর দেখি,
আঁধারে ডুবিয়ে, আঁধারে রবি,
কুলটা নারী, হতচ্ছাড়ি,
ক্ষুধা পেটে তো, যৌবন বেশ ভারী।

লুটিয়ে দাও লুন্ঠিত মাল,
দানের শরীর,হউক মাটির ছাল,
আমিও তবে ভোগের প্রেমিক,
ভোক্তা অধিকার, বেশ্যাও শ্রমিক।

বাবু,
আমি লাইসেন্স করা বেশ্যা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.